শুক্রবার ০৩ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | TMC: সুসংগঠিত ভাবে দল চালাচ্ছেন মমতা, তৃণমূলের নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে সাফ বার্তা অভিষেকের

Riya Patra | ০৭ জানুয়ারী ২০২৪ ১২ : ২৫Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিন ধরেই রাজ্যের শাসক দলের ভেতরের নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে জোর চর্চা। বিরোধী রাজনৈতিক দলগুলি শাসক দলের নেতা নেত্রীদের বক্তব্যকে হাতিয়ার করে কার্যত ময়দানে নেমেছে। এই পরিস্থিতিতে যেমন দলের সুপ্রিমো সাফ জানিয়েছেন, সম্মান দিতে হবে প্রবীণদের, তাঁরা দলে অপরিহার্য । তেমনই কী ভাবছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? নজর ছিল সেদিকেই। রবিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রবীণ নাগরিকদের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে অভিষেক মুখ খুললেন দলের নবীন- প্রবীণ দ্বন্দ্ব বিষয়ক চর্চা প্রসঙ্গে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাফ জানালেন, সুসংগঠিত ভাবে দল চালাচ্ছেন মমতা। তাঁকে দল যে সময় যে দায়িত্ব দেবে, মাথা পেতে পালন করবেন। আমরণ এই দলের সৈনিক হয়ে থাকবেন। অভিষেকের কথায়, "আমাকে দল যে দায়িত্ব, দায়ভার দিয়েছে আমি চেষ্টা করেছি সামর্থ্য অনুযায়ী দায়ভার পালন করার।" রবিবার অভিষেক বলেন, " অনেকে বলছেন নতুন আর পুরনো তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব। আমি আপনাদের বলছি, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ। কোথাও কোনও দ্বন্দ্বের জায়গা নেই। দল আমাকে যে সুযোগ দিয়েছে, যে দায়ভার দিয়েছে, আমি পালন করেছি। আমাকে দল ২০২১ সালের নির্বাচনে সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল, আমি দিয়েছি। আমাকে দল ২০২৩ সালের পঞ্চায়েতে নবজোয়ার করতে বলেছিল, আমি করেছি। আমাকে দল ২০২৩ সালে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে ২কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার দায়িত্ব দিয়েছিল, আমি আমার সীমাবদ্ধ এক্তিয়ার অনুযায়ী করেছি। ২০২৪ এও যদি দল কোনও দায়িত্ব দেয়, আমি অক্ষরে অক্ষরে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংগঠিত ভাবে দল চালাচ্ছেন, আমার যতটুকু সামর্থ্য, এক্তিয়ার, ক্ষমতা, সাংগঠনিক শক্তি রয়েছে আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াব। এতে দ্বিমত কোথায়।"

তবে বয়স নীতি বিষয়ে তাঁর মন্তব্য থেকে যে তিনি সরে যাননি, সেকথাও স্পষ্ট করলেন। নিজের বক্তব্যের সপক্ষে দিলেন উদাহরণ, যুক্তি। তাঁর সাফ বক্তব্য, হ্যাঁ আমি বলেছি, বয়স হলে কর্মক্ষমতা কমে। নিজের বয়সের, কর্মসূচির সঙ্গে তুলনা করে বোঝান, ২০ বছর পর সম্ভব নয় এখনের মতো তাঁর রাস্তায় থাকা। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, অস্বীকার করার উপায় নেই, একটা নির্দিষ্ট বয়সে মানুষ পৌঁছে গেলে কাজের ক্ষমতা কমে, একজন ৩০ বছরে যা করতে পারেন, ৫৬ বছরে তা পারেন না। সঙ্গেই বলেন, "তার অর্থ এই নয়, আমি দলের কাজে থাকব না। দিদির পাশে দলের প্রবীণ, নবীন সমস্ত নেতারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন।" দলের অনুগত সৈনিক হিসেবে আমৃত্যু তিনি দলের সঙ্গেই আছেন বলে জানান। বয়স নীতিতে তাঁর মন্তব্য নিয়ে "বাজার গরম করার মতো কিছু নেই" বলেও উল্লেখ করেন। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সাংসদ, সকল ক্ষেত্রেই আসলে সবথেকে প্রয়োজনীয় মানুষের সমর্থন।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

কোটি টাকার লুটপাটের পর গৃহস্থের বাড়িতেই জমিয়ে রান্না-খাওয়া, সঙ্গে আমেজে সুরাপান, চোরেদের কীর্তিতে তোলপাড় বর্ধমান...

ভরা শীতেও গেল না জল যন্ত্রণা, পুরসভার পাইপ ফেটে বিপত্তি হাওড়ার এই দুই ওয়ার্ডে...

ব্যবসার আড়ালে ভয়ঙ্কর লেনদেনের অভিযোগ, মুর্শিদাবাদে ব্যবসায়ীর বাড়ি-দোকানে ইডি-র হানা...

গানের আওয়াজে বোঝা গেলনা হাতির উপস্থিতি, পিকনিক স্পটে আচমকাই গজরাজের আক্রমণ ...

সিদ্ধান্ত নেওয়া হবে শীঘ্রই, রেল কর্তৃপক্ষের আশ্বাসের পর বন্ধ প্রতিবাদ আন্দোলন...

বছরের প্রথম বিকেলে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত তিন...

সারি সারি কমলালেবুর গাছ থেকে ঝুলছে কমলা, অশোকনগর কি দার্জিলিং? বছরের প্রথমদিন উপচে পড়া ভিড় ...

১১৩ বছর বয়সে মৃত্যু কোচবিহারের রাজ আমলের রাঁধুনির...

কম্বল নিতে হুড়োহুড়ি, ভিড়ের চাপে দেওয়াল ভেঙে আহত সাত...

অনুব্রত নয়, মিলনমেলায় রাজমুকুট উঠলো কাজল শেখের মাথায় ...

'স্যার, গুলি খেয়ে মরব তবু ধরা দেব না', অভিযুক্তকে ধরতে নাকানি-চোবানি পুলিশের! ফিরল খালি হাতেই ...

ভয়াবহ পথ দুর্ঘটনা দীঘায়, প্রাণ গেল এক শিশু সহ দুইজনের...

বিজেপিকে 'কুঁজো' ও 'গামছা' -র সঙ্গে তুলনা কুণালের, তীব্র আক্রমণ শুভেন্দুকেও...

নওদা থেকে জঙ্গি সন্দেহে ধৃত যুবকরা মহিলাদেরও 'রিক্রুট' করার চেষ্টায় ছিল, তদন্তে এসটিএফ ...

স্বামীর মৃত্যুর পর নিজের বাড়ির অধিকার পেতে ধর্নায় বসলেন বৃদ্ধা...



সোশ্যাল মিডিয়া



01 24