রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: MOUMITA BASAK | লেখক: HEMRAJ ALI ০৫ জানুয়ারী ২০২৪ ১৫ : ৩৬Samrajni Karmakar
পদ্মের পাপড়ির মতো চোখ। চাঁদের মতো উজ্জ্বল মুখ। নির্মল হাসি। ৫১ ইঞ্চির ৫ বছর বয়সি এই রামলালার মূর্তিই স্থাপিত হবে অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহে। এই মূর্তিতেই পড়বে সূর্যকিরণ। ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে চিন্ময়ী হয়ে উঠবে এই মূর্তিই।