শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মুর্শিদাবাদে তদন্ত শুরু করল সিট, গ্রেপ্তারি বেড়ে ২৭৪

Pallabi Ghosh | ১৭ এপ্রিল ২০২৫ ১৬ : ২৬Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: প্রশাসনিক পদক্ষেপের জেরে একে একে ঘরে ফিরতে শুরু করেছেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান এলাকার গৃহহীন বাসিন্দারা। বৃহস্পতিবার পরিসংখ্যান দিয়ে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, 'এখনও পর্যন্ত মোট ৮৬টি পরিবার ফিরে এসেছে।' পুলিশ কর্তারা আশাবাদী বাকি গৃহহীন পরিবারগুলো দ্রুত ফিরে আসবে। 
 
সম্প্রতি জঙ্গিপুর মহকুমার সামশেরগঞ্জ এবং আশেপাশের এলাকায় যে অশান্তির ছড়িয়েছিল তার তদন্ত করার জন্য রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি (আইনশৃঙ্খলা) নির্দেশে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে নয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। সিটের তদন্তকারীদের সাহায্য করার জন্য জঙ্গিপুর পুলিশ জেলার তরফ থেকেও আলাদা করে দশ জনের বিশেষ একটি দল গঠন করা হয়েছে বলে সূত্রের খবর। 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, 'জঙ্গিপুরে ঘটে যাওয়া ঘটনাগুলোর তদন্তের স্বার্থে যা যা করার দরকার বিশেষ তদন্তকারী দল সব করবে। আজ থেকেই তারা গুরুত্বপূর্ণ ঘটনাস্থল পরিদর্শন করা শুরু করেছে।'
 
পুলিশ সুপার আরও জানান, 'জঙ্গিপুরের বিভিন্ন ঘটনায় এখনও পর্যন্ত সব মিলিয়ে মোট ৬০টি মামলা রুজু হয়েছে এবং মোট ২৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে নতুন করে গতকাল রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।'
 
পুলিশ সূত্রের খবর, রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি (আইনশৃঙ্খলা) নির্দেশানুসারে বিশেষ তদন্তকারী দল গঠন করা হলেও মামলাগুলোর তদন্ত চালাবেন জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন থানার অফিসাররা। পুলিশ সুপার বলেন, 'যে মামলাগুলো রুজু হয়েছে তার তদন্তকারী আধিকারিকদেরকে সিটের আধিকারিকেরা গাইড করছেন এবং সঠিকভাবে যাতে তদন্ত হয় তা সুনিশ্চিত করা হচ্ছে।'
 
জঙ্গিপুরে অশান্তির ঘটনায় পুলিশকে তদন্তে সাহায্য করার জন্য ফরেন্সিক সাইন্স ল্যাবরেটরির ১০ সদস্যের একটি দল জঙ্গিপুরের এসে পৌঁছেছে। পুলিশ সুপার জানিয়েছেন, এই দলটিতে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বিশেষজ্ঞরা রয়েছেন। বিশেষজ্ঞ এই দলটি এবং সিটের তদন্তকারীরা জাফরাবাদ গ্রামে, যেখানে দু'টি খুনের ঘটনা ঘটেছিল, গিয়ে আজ বিভিন্ন নমুনা সংগ্রহ করেন এবং মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। 
 
পুলিশ সুপার আজ আরও বলেন, 'জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন করে সুতি থানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।' এই নিয়ে ওই খুনের ঘটনায় মোট গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হল ৩। পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশ জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে প্রচুর জিনিসপত্র আটক করা হয়েছে। তবে আটক হওয়া জিনিসের মধ্যে কোনও আগ্নেয়াস্ত্র নেই।


MurshidabadSIT

নানান খবর

নানান খবর

সারারাত ক্যাম্পাসে দাপিয়ে বেড়াল হাতি, আতঙ্কে ঘুম উড়ল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যলয়ের পড়ুয়াদের

হাসপাতালে গুলি চালানোর অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে, কেন?‌

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ, উঠল গ্রেপ্তারের দাবি, কারণ জানলে শিউরে উঠবেন

মানুষের কাটা মুন্ডু মুখে নিয়ে এলাকায় ঘুরছে কুকুর, শিউরে ওঠা দৃশ্য চন্ডীলতার বেগমপুরে

উত্তরপ্রদেশের বারেলি থেকে বাঁশবেড়িয়া, একটি জিনিস বিক্রি করতে এসেই বিপদ, গ্রেপ্তার করল পুলিশ

লেপার্ডের সঙ্গে মহিলার মরণপণ লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?‌

নতুন বাইক কিনে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না, পথেই পাড়ি দিলেন চিরঘুমের দেশে

সোশ্যাল মিডিয়া