শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১১ এপ্রিল ২০২৫ ১৭ : ৩২Sampurna Chakraborty
সম্পূর্ণা চক্রবর্তী: আপনি যদি মোহনবাগান সমর্থক হন, ফাইনালের একটি পরিসংখ্যান ঘাবড়ে দিতে বাধ্য। টুর্নামেন্টের এগারো বছরের ইতিহাসে এখনও পর্যন্ত ঘরের মাঠে আইএসএল কাপ চ্যাম্পিয়ন হয়নি কোনও দল। এই তালিকায় রয়েছে এফসি গোয়া, কেরল ব্লাস্টার্স, বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগান। ২০১৫, ২০১৬, ২০১৭ আইএসএলে যথাক্রমে ঘরের মাঠে ফাইনাল হারে গোয়া, কেরল এবং বেঙ্গালুরু। এই জাল থেকে বেরোতে পারেনি মোহনবাগানও। গত মরশুমে ঘরের মাঠে ফাইনালে সবচেয়ে জঘন্য পারফরম্যান্স ছিল হাবাসের বাগানের। গোটা আইএসএলে দুর্দান্ত খেলার পর সমর্থকদের সামনে মেগা ফাইনালে অপ্রত্যাশিত ছন্দপতন। এত খারাপ ফুটবল চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। লিগ শিল্ড জেতার পর ডবলের দোরগোড়া থেকে ফিরতে হয়েছে। এবারও অনেকটা একইরকম পরিস্থিতি। হেড কোচ বদলালেও, এবারও লিগ শিল্ড জিতেছে সবুজ মেরুন। ঘরের মাঠে কাপ জেতার হাতছানি। গতবছর ছিল মুম্বই। এবার প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। তবে আর পিছনে তাকাতে চান না হোসে মোলিনা। অতীত নিয়ে বিন্দুমাত্র ভাবিত নয়। লক্ষ্য শুধু এগিয়ে চলা। পাখির চোখ আইএসএল কাপ। তার সবচেয়ে বড় মোটিভেশন লিগ শিল্ড জয়।
মোলিনা বলেন, 'অতীতে কী হয়েছে সেই নিয়ে আমি ভাবি না। আমি সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আমরা সবার ওপরে আছি। আমরা লিগ শিল্ড জিতেছি। এটাই আমাদের মোটিভেশন। আইএসএল কাপ জেতার জন্য উদগ্রীব। ছেলেরা তেতে রয়েছে। আগের বছর ফাইনালে হার থেকে বাড়তি মোটিভেশনের প্রয়োজন নেই। আমরা ১০০ শতাংশ মোটিভেটেড। আমরা ইতিহাস রচনা করতে চাই।' শনিবাসরীয় রাতে লিগ শিল্ড জয়ীদের মুখোমুখি তৃতীয় স্থানে শেষ করা বেঙ্গালুরু এফসি। আট মরশুমে চতুর্থবার আইএসএল ফাইনালে সুনীল ছেত্রীরা। অন্যদিকে প্রথম দল হিসেবে টানা তিনবার আইএসএলের ফাইনালে মোহনবাগান। ২০২২-২৩ মরশুমে গোয়ার মাঠে টাইব্রেকারে বেঙ্গালুরুকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। সমর্থকদের সামনে তার পুনরাবৃত্তি ঘটানোর হাতছানি রয়েছে সবুজ মেরুন ব্রিগেডের। চলতি বছর ঘরের মাঠে অপরাজেয় মোলিনার দল। মেগা ফাইনালে সমর্থকদের সামনে আরও একটি খেতাব জয়ের স্বপ্ন বোনা শুরু হয়েছে বাগান শিবিরে। মোলিনা বলেন, 'আমরা ঠাসা স্টেডিয়ামে নামার জন্য উত্তেজিত। এটাই আমাদের বড় মোটিভেশন। সারা বছর ধরে সমর্থকরা আমাদের পাশে থেকেছে। ওরাই আমাদের ভরসা। আশা করছি সমর্থকদের সামনে আমাদের সেরাটা বেরিয়ে আসবে।'
আপুইয়া, মনবীর সম্পূর্ণ ফিট। সেমিফাইনালের দ্বিতীয় লেগে পরে নামলেও, ফাইনালে মনবীরের প্রথম একাদশে ফেরার সম্ভাবনা প্রবল। শুক্রবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে প্রস্তুতি সারেন জেমি ম্যাকলারেন, জেসন কামিন্সরা। ডিফেন্সে টম অ্যালড্রেড এবং অ্যালবার্তো রডরিগেজ নিশ্চিত। স্টুয়ার্ট, ম্যাকলারেন, কামিন্স, পেত্রাতোসের মধ্যে কোন দু'জনকে প্রথম একাদশে রাখা হবে, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। বেঙ্গালুরুর মাঝমাঠের সঙ্গে টক্কর দিতে, স্টুয়ার্ট এবং ম্যাকলারেনকে রেখে শুরু করতে পারেন মোলিনা। সেক্ষেত্রে পরে নামবেন কামিন্স এবং দিমিত্রি। আইএসএল ফাইনালে সুনীল ছেত্রীর পাশাপাশি সর্বোচ্চ গোল অস্ট্রেলিয়ান তারকার। দু'জনেই দুটো গোল করেন। তবে কামিন্সকে বসানোর ক্ষেত্রেও ভাবতে হবে মোলিনাকে। শেষ চারটে প্লে অফ ম্যাচে গোল পেয়েছেন। ফাইনালে গোল করলে রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামসকে ছাপিয়ে যাবেন।
বেঙ্গালুরু কোচ জেরার্ড জারাগোজা মনে করেন, ৫-৪ গোলে জিতলেও কোনও ক্ষতি নেই। কারণ সমর্থকরা মাঠে গোল দেখতে আসে। তবে গোল সংখ্যা নিয়ে চিন্তিত নয় বাগান কোচ। একমাত্র লক্ষ্য জয়। মোলিনা বলেন, 'আমরা জিতলেই ফ্যানরা খুশি। ৫-৪, ২-০ বা অন্য কোনও স্কোরলাইনের গুরুত্ব নেই। জয়ের চেষ্টাই আসল।' ঘরের মাঠে এগিয়ে থেকেই নামবে মোহনবাগান। এককথায় ফেভারিট। সোশ্যাল মিডিয়ায় সেই তকমা দেওয়া হয়েছে। তবে ফেভারিট ট্যাগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি মোলিনা। দাবি করেন, তিনি সোশ্যাল মিডিয়ায় নেই। হাবাস যা পারেননি, পারবেন কি মোলিনা? ভাঙবে ঘরের মাঠে ফাইনাল না জেতার মিথ? মুম্বই সিটির পর দ্বিতীয় দল হিসেবে ডবল করতে পারবে মোহনবাগান? নতুন ইতিহাসের সন্ধানে কলকাতার প্রধান।
নানান খবর
নানান খবর

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি

অলিম্পিকে নামতে হবে ব্রিটেন নামেই! স্কটল্যান্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

নায়ারের অপসারণে নাকি গম্ভীরের ভূমিকা রয়েছে! উঠে এল চাঞ্চল্যকর তথ্য

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম?

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই