রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Pallabi Ghosh | ১৯ এপ্রিল ২০২৫ ১৬ : ৫২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: প্রকাশিত হল সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। জেইই মেইন ২০২৫-এ আবারও টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের পড়ুয়ারা বিপুল সাফল্য অর্জন করলেন। চলতি বছরেও সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের পড়ুয়াদের নজরকাড়া সাফল্য চোখ ধাঁধিয়ে দিল সকলের।
জেইই মেইন ২০২৫-এ টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, হুগলির চারজন এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, শিলিগুড়ির তিনজন পড়ুয়া রেকর্ড নম্বর পেয়ে নজির গড়লেন। সর্বভারতীয় পরীক্ষায় ৫১ ব়্যাঙ্ক করে তাক লাগালেন হুগলির পড়ুয়া নীলাভ্র সিনহা। টিআইজিপিএস, হুগলির পড়ুয়া নীলাভ্র ৯৯.৯৯৬ শতাংশ নম্বর পেয়ে ৫১ ব়্যাঙ্ক দখল করেছেন। এই স্কুলের ছাত্র দেবাঞ্জন ব্যানার্জি ৯৮.৯২ শতাংশ, ইন্দ্রব্রত সরকার ৯৭.৫৩ শতাংশ, প্রথম কেশরী ৯৬ শতাংশ নম্বর পেয়েছেন।
পাশাপাশি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, শিলিগুড়ির ছাত্র তূর্য দত্ত ৯৮.৭৩৭ শতাংশ, অভিরূপ পাল ৯৭.১৭৫, আদিত্য দত্ত ৯৫.২৮৯ শতাংশ নম্বর পেয়েছেন। এই সাতজন পড়ুয়ার পাশাপাশি সকল সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রিন্সিপালরা।
টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, হুগলির প্রিন্সিপাল দেবায়ন দত্ত আজকাল ডট ইন-কে জানিয়েছেন, 'প্রথমেই সফল ছাত্রদের শুভেচ্ছা জানাব। তাঁরা আরও এগিয়ে যাক, স্বপ্ন পূরণ হোক, এটাই চাইব। ছাত্রদের এই সাফল্যের পিছনে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের সকল শিক্ষকদের কৃতিত্ব রয়েছে। বোর্ড সিলেবাস এবং অ্যাকাডেমিক এক্সেলেন্স প্রোগ্রাম-কে মাথায় রেখে ছাত্রদের তৈরি করেছেন শিক্ষকরা। এর সঙ্গে টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরীকে ধন্যবাদ জানাব। তাঁর তত্ত্বাবধানে অ্যাকাডেমিক এক্সেলেন্স প্রোগ্রাম শুরু হয়েছে। জেইই মেইন এবং নিট পরীক্ষার্থীদের প্রস্তুতিতে এই প্রোগ্রাম বিপুল সহায়তা করেছে।'
সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ৫১ ব়্যাঙ্ক দখলকারী নীলাভ্র জানিয়েছেন, 'এই সাফল্যের জন্য আমার পরিবার এবং সকল শিক্ষককে ধন্যবাদ ও প্রণাম জানাচ্ছি। পাশাপাশি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের শিক্ষকদের ধন্যবাদ জানাতে চাই। বিশেষত জেইই মেইন পরীক্ষার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিতে সাহায্য করেছিলেন তাঁরা।'