বুধবার ১৬ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১১ এপ্রিল ২০২৫ ১৮ : ৫১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: পরপর তিনবার আইএসএলের ফাইনালে উঠে রেকর্ড করেছে মোহনবাগান। এই তিনবারের সাক্ষী শুভাশিস বসু। বাড়তি পাওনা, এবার দলের অধিনায়ক তিনি। শুধু তাই নয়, রক্ষণ সামলানোর পাশাপাশি, আক্রমণেও সাহায্য করছেন। চলতি মরশুমে ছটি গোল রয়েছে তাঁর ঝুলিতে। আইএসএলের এক মরশুমে ডিফেন্ডারের করা এটাই সর্বোচ্চ গোল সংখ্যা। প্রাক ফাইনাল সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গ উঠতেই মশকরা করে হোসে মোলিনা বলেন, 'শুভাশিস প্র্যাকটিসে স্ট্রাইকারে খেলে।' বলেই হেসে ফেলেন বাগান কোচ। তবে পাশাপাশি জানান, শুভাশিসের গোল করার ক্ষমতা রয়েছে। বিশেষ করে সেট পিস থেকে। তাই বৃহস্পতিবারের প্র্যাকটিসে জোর ছিল সেট পিসেই। ক্লিনশিট রাখার পাশাপাশি, গোল করা উপভোগ করছেন বাগান অধিনায়ক। শুভাশিস জানান, কেরিয়ারের শুরুতে তিনি স্ট্রাইকার হিসেবে খেলতেন। তবে তাঁর প্রাথমিক কাজ ক্লিনশিট রাখা।
আগের বছর তীরে গিয়ে তরী ডুবেছিল। একটুর জন্য ডবল হাতছাড়া হয়েছে। এবার শাপমুক্তির সুযোগ রয়েছে শুভাশিস, পেত্রাতোস, কামিন্সদের সামনে। গত বছরের ভুলভ্রান্তি শুধরে ইতিহাসে নাম তোলার জন্য তৈরি বাগান অধিনায়ক। জানান, ঘরের মাঠে ফাইনাল খেলা সবসময় স্পেশাল। শুভাশিস বলেন, 'ঘরের মাঠে ফাইনাল খেলা সবসময় বিশেষ অভিজ্ঞতা। এটা আমাদের বাড়তি শক্তি জোগাবে। আমরা হাজার হাজার সাপোর্টারদের সামনে নিজেদের সেরাটা দিতে চাই। আমরা আগের বছরের ফাইনাল নিয়ে ভাবছি না। তবে সেদিন কোথায় ভুল হয়েছিল, সেটা বোঝার চেষ্টা করেছি। আমাদের গোল করতে হবে।' খেলার ধরনে কোনও পরিবর্তন চান না শুভাশিস। বিপক্ষে সুনীল ছেত্রী ছাড়াও ভাল অ্যাটাকিং প্লেয়ার রয়েছে। তবে ঘরের মাঠে তাঁদের রোখার বিষয়ে আশাবাদী সবুজ মেরুনের অধিনায়ক। টিমগেমেই গুরুত্ব দিলেন। শুভাশিস বলেন, 'আমরা দল হিসেবে খেলি। একসঙ্গে আক্রমণে যাই এবং রক্ষণ সামলাই। আমরা নিজেদের খেলাটাই খেলব। আমি টানা তিনবার ফাইনালে খেলব। প্রত্যেকবারই আত্মবিশ্বাস থাকে। ফাইনাল ম্যাচ সবসময় আলাদা। যারা কম ভুল করবে, তাঁরাই জিতবে।' হাবাস জমানায় অধরা খেতাব এবার জিততে মরিয়া বঙ্গতনয়।
নানান খবর

নানান খবর

রহস্য মৃত্যু ফুটবলারের, এগারো তলা থেকে পড়ে প্রাণ হারালেন গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার

কেকেআর-পাঞ্জাব ম্যাচে অদ্ভুত ঘটনা, ভেঙ্কটেশ আইয়ার নিলেন এক রান, স্কোরবোর্ডে যোগ হল পাঁচ রান, কিন্তু কেন?

একই দলের হয়ে এবার খেলবেন মেসি ও রোনাল্ডো, কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে দুই মহাতারকাকে?

অলিম্পিকে মেলার মাঠে হবে ক্রিকেট, কোহলির ছবি দিয়ে বিরাট প্রচার, তারকার ছবিতেই যত রহস্য

'একদিনের জন্য বাবা হব', আইপিএলের মাঝেই ইচ্ছাপ্রকাশ তারকা ভারতীয় ক্রিকেটারের

মোহনবাগানে ট্রফির মেলা, নববর্ষে জমজমাট ময়দান, মিলে গেল ফুটবল-ক্রিকেট

এই রোগে আক্রান্ত পাঞ্জাব অধিনায়ক শ্রেয়সও! টসের সময়ে জেনে ফেলল গোটা দেশ

'নেটে বলই করতে চায় না', কলকাতার এই নাইট তারকা সম্পর্কে অজানা কাহিনি শোনালেন প্রাক্তন নাইট

রোহিতকে রানে ফেরার দাওয়াই দিলেন এই প্রাক্তন ক্রিকেটার

'ফর্ম হারানো অপরাধ তো নয়', খারাপ সময়ে এই মহিলা ক্রিকেটারকে পাশে পেলেন রোহিত

কাল সকালে সবুজ মেরুন তাঁবুতে আইএসএল ট্রফি, পতাকা উত্তোলন

আবার সাফল্য, বাংলার প্রথম ক্লাব হিসেবে ইউথ ডেভেলপমেন্ট লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান

‘অসাধারণ কৃতিত্ব’, মোহনবাগানের আইএসএল ডাবলের পর ক্লাবকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

গোল করতে ব্যর্থ মেসি, জয়ের মুখ দেখল না ইন্টার মায়ামিও

আইপিএলে বিরল দৃশ্য, ম্যাচ চলাকালীন ব্যাট পরীক্ষা করে দেখলেন আম্পায়াররা