বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ এপ্রিল ২০২৫ ১৭ : ৪৯Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: কাঞ্চন মল্লিককে প্রথমবার দেখেই বলিউডের এক জনপ্রিয় অভিনেতার কথা মনে পড়ে গিয়েছিল রাখি গুলজারের। প্রথমে কিছুতেই সেই বলি অভিনেতার নাম তাঁর মাথায় আসেনি। ফলে বেশ অস্বস্তিতেই ভুগছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। তবে খানিক পরেই সেই নামটি মাথায় আসতেই উত্তেজিত হয়ে আসন ছেড়ে দাঁড়িয়ে গিয়েছিলেন রাখি। এবং তারপর কাঞ্চনকে নাকি সেই নাম ধরেই প্রায়শই ডাকতেন তিনি।
'আমার বস' ছবির শুটিংয়ের আগে একসঙ্গে হয়েছিলেন সিনেমার কলাকুশলীরা। তাঁদের সঙ্গে ছিলেন কাঞ্চন মল্লিক। নানান কথাবার্তার মাঝে বেশকিছুক্ষণ ধরেই বর্ষীয়ান রাখির মনে হচ্ছিল, কাঞ্চনের সঙ্গে তিনি কোনও এক খ্যাতনামা অভিনেতার মিল পাচ্ছেন। তবে তিনি কে, রাখি ঠিক মনে করে উঠতে পারছিলেন না। আর তাই মজা করে শিবপ্রসাদ বলে ওঠেন, “কাঞ্চন, তোকে এত চেনা কেন লাগছে কাঞ্চন?”
এরপই রাখি গুলজার বলেন, “একদম ওইরকম নাকটা, এটা..। আমার ঠিক মনে পড়ছে না উনি মুম্বইয়ের নাকি এখানকার। তবে আমার খুব মনে হচ্ছে কার মতো বেশ লাগছে ওকে।” এরপরই রাখির নামটা মনে পড়ে যায়। উত্তজিত হয়ে দাঁড়িয়ে তিনি বলেন, “আরে পেন্টাল!”
পাশ থেকে নন্দিতা রায় বলেন, “ও পেন্টালের মতো…।” কাঞ্চনের মুখ দিয়েও তখন বেরিয়ে আসে। ‘আচ্ছা পেন্টাল।’ রাখিকে বলতে শোনা যায়, ‘এত ডিস্টার্ব ছিলাম, আমি কথা তো বলছিলাম, তবে মাথায় ওটাই ঘুরছিল যে কার মতো লাগছে ওকে….।” মজার এই মুহূর্তটি উঠে এসেছে উইনডোজ প্রোডাকশনের ফেসবুক পেজে।
আর কাঞ্চন? রাখি গুলজারের মুখ থেকে এহেন মন্তব্য শুনে তাঁর কী প্রতিক্রিয়া? আজকাল ডট ইন-কে অভিনেতা বললেন, “রাখীদির মতো একজনকিংবদন্তি শিল্পীর মুখে নিজের নাম শুনেই তো প্রাণ ভরে উঠেছিল। উনি যখন আমাকে ‘পেন্টাল’ বলে ডাকতেন, সেই সময়গুলো আমার জীবনের অপূরণীয় অনুভব ছিল। হয়তো আমার নাকের যে আকৃতি, বা মুখের ভঙ্গিমায় কিছু একটা দেখেছিলেন উনি — কিন্তু যে পেন্টাল জি-র মতো একজন অসাধারণ অভিনেতার সঙ্গে তুলনা করেছিলেন, এটা আমার জন্য এক বিশাল সম্মান।”
প্রসঙ্গত, আটের দশকের জনপ্রিয় 'মহাভারত' ধারাবাহিকে 'শকুনি'র ভূমিকায় দেখা গিয়েছিল গুফি পেন্টালকে। অমিতাভ বচ্চনের সঙ্গে 'সত্তে পে সত্তা' সহ বহু জনপ্রিয় হিন্দি ছবিতে একসময় চুটিয়ে কাজ করেছিলেন এই অভিনেতা। বছর দুয়েক আগে প্রয়াত হয়েছেন গুফি পেন্টাল।
নানান খবর
নানান খবর

‘লোক দেখাই না, কাজ করি’— অভিজিতের তোপের জবাবে মুখ খুলে আর কী বললেন রহমান?

গল্প জমজমাট, চরিত্র হাই-প্রোফাইল, তবু কেন উজ্জ্বল নিকমের বায়োপিক ছেড়ে দিলেন আমির খান?

সলমনের গাড়িতে বিস্ফোরণের হুমকির নেপথ্যে যুবক ধৃত! ‘লরেন্স বিষ্ণোই-স্টাইল’-এ খ্যাতি পাওয়ার চেষ্টা কেন করেছিল সে?

নববর্ষেই ছেলের ছবি প্রকাশ্যে আনলেন রূপসা ও সায়নদীপ! ছোট্ট অগ্নিদেব-কে দেখে কী বলছে নেটপাড়া?

Exclusive: রাপ্পার ছবির পোস্টারে নেই স্রষ্টার নাম, প্রতিবাদে উত্তাল নেটপাড়া! ক্ষুব্ধ সুযোগ বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক রাহুল

Exclusive: ‘বাংলা ক্যালেন্ডার দেখতে পারে?’ প্রবাসী বাঙালিদের বাঙালিয়ানা নিয়ে সোজাসাপ্টা মৈনাক ভৌমিক!

লরেন্স বিষ্ণোই নয়, সলমনকে খুনের হুমকি দিয়েছিল এই ব্যক্তি! পুলিশের খপ্পরে পড়ে কোন সত্যি ফাঁস করল যুবক?

রণবীর সিং-কে কেন প্রেমিক হিসেবে চাননি? অনুষ্কার সোজাসাপ্টা মন্তব্যে উত্তাল বলিপাড়া

সিঁথিতে সিঁদুর দিয়ে নববর্ষের শুভেচ্ছা তন্বীর, রাজদীপের সঙ্গে গোপনে সারলেন বিয়ে? আসল ব্যাপারটা কী?

‘নাদানিয়া’ একেবারে ভাল হয়নি, জমেনি! ইব্রাহিমের ছবি দেখে সোজাসাপ্টা শর্মিলা আর কী বললেন?

বলিউডে অভিষেক হচ্ছে অজয়-কাজলের মেয়ের! অভিনয়ে কবে যাত্রা শুরু করবেন নিসা?

স্মৃতির ফ্রেমে হাতে লেখা চিঠি — মন কেমন করা দিনগুলোয় ফেরার ডাক অনির্বাণ, দেবলীনা, তথাগতর

বউ নয়, কাকে বাঁচাতে অ্যাকশন অবতারে 'এভি'! কোন নতুন মোড় আসছে 'কথা'র জীবনে?

ঘুম থেকে তুলে মধুর ভাণ্ডারকরকে চূড়ান্ত গালিগালাজ মহেশ ভাটের, কারণ শুনলে চোখ কপালে তুলবেন!

পর্দায় 'উমরাও জান' হবেন তমান্না! কবে শুরু হবে নায়িকার নতুন যাত্রা?