শুক্রবার ১১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ এপ্রিল ২০২৫ ১৪ : ৩১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ঈদ রিলিজ হিসেবে বহু প্রত্যাশিত ছিল সলমন খানের ‘সিকান্দর’ বক্স অফিস কাঁপানোর পাশাপাশি দর্শকেরও মন ভরাবে। কিন্তু দু'টোর একটিও হয়নি। তবে মুক্তির পর বক্স অফিসে ছবির পারফরম্যান্স ছিল বেশ নিষ্প্রভ—যার ফলে প্রত্যাশার তুলনায় সাড়া মেলেনি তেমন। এই আবহে জানা গিয়েছে, আপাতত নিজের ভবিষ্যৎ প্রকল্পগুলি নিয়ে ‘বিরতি’ নিচ্ছেন ‘টাইগার’।
গত ৫ এপ্রিল একদল ভক্তের সঙ্গে দেখা করেন সলমন। সেখানে উঠে আসে তাঁর সাম্প্রতিক কাজ, কেরিয়ারের দিশা এবং আগামী পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা। সূত্রের খবর, “সলমন এখন ভক্তদের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে চান, জানতে চান তাঁকে নিয়ে ওঁদের প্রতিক্রিয়া ও প্রত্যাশা। একেবারে খোলামেলা আড্ডার মধ্যে দিয়ে এই কথোপকথনের প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছেন তিনি।”
সেই বৈঠকে 'সিকান্দর' নিয়ে ভক্তরা খোলামেলা মতামত দিয়েছেন— এই ছবি থেকে কী কী মিসিং মনে হয়েছে তাঁদের। সলমনও জানান, এই ভালবাসা ও উদ্বেগ তাঁর মনে গভীর দাগ কেটেছে। তিনি চান এমন কাজ করতে যা সত্যিই তাঁর দর্শকদের খুশি করে।
এদিকে সলমনের হাতে রয়েছে একাধিক প্রজেক্ট—সঞ্জয় দত্তের সঙ্গে ‘গঙ্গা রাম’, 'কিক' ছবির সিক্যুয়েল এবং পরিচালক অ্যাটলির সঙ্গে সম্ভাব্য একটি নতুন ছবি—সবই আলোচনার কেন্দ্রে। সেই সূত্র আরও জানায়, “যেসব প্রজেক্ট সলমন ইতিমধ্যেই সইসাবুদ করেছেন, সেগুলি থেকে তিনি কোনওভাবেই সরে যাচ্ছেন না। তবে তার পরবর্তী কাজগুলো নিয়ে তিনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন।” সলমন নিজে নাকি জানিয়েছেন, তিনি এমন ছবি করতে চান যা তাঁর ব্যক্তিত্বর সঙ্গে মানানসই, এবং যেসব গল্প তিনি নিজেও ভালবাসবেন। তারপরেই তা দর্শকের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি।
প্রসঙ্গত, ২০২৩-এর পর প্রথমবার বড়পর্দায় ফিরেছেন সালমান খান, ঈদ রিলিজ ‘সিকান্দর’-এর হাত ধরে। ২ বছর পর তাঁর এই ঈদ রিলিজ ৩০ মার্চ, রবিবার মুক্তি পায়। যদিও মুক্তির শুরুতেই প্রত্যাশা অনুযায়ী ঝড় তুলতে পারেনি ছবিটি। একটি নামী সিনেমা বিশ্লেষক ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, মুক্তির অষ্টম দিনে ৪.৫০ কোটি টাকার কালেকশন করে ‘সিকান্দর’-এর মোট আয় দাঁড়িয়েছে ১০২.২৫ কোটি টাকা (আন্তর্জাতিক বাজারের হিসাব ছাড়া)।
এ ছবি প্রথম দিনেই আয় করে ২৬ কোটি টাকা, যা ‘ছাবা’-র প্রথম দিনের ৩১ কোটি টাকার তুলনায় অনেকটাই কম। প্রথম সপ্তাহ শেষে ‘সিকান্দর’ আয় করেছিল ৯০.২৫ কোটি টাকা। যদিও এ ছবির ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে, তবে সলমনের আগের সব ঈদ রিলিজের তুলনায় এই ছবির বক্স অফিসের বাজার তুলনামূলকভাবে অনেকটাই ম্লান।
নানান খবর

নানান খবর

সুগারের ওষুধ খেয়ে কয়েক দিনেই রোগা কপিল? কৌতুকাভিনেতা চেহারা দেখে চোখ কপালে তুলে প্রশ্ন নেটপাড়ার

Exclusive: ‘… সেদিন জঙ্গলে মুনমুনের সঙ্গে হারিয়ে গিয়েছিলাম’ তারপর কী বিপদ হয়েছিল? অকপট চিরঞ্জিৎ

হিন্দি সিরিজে অনিন্দিতা রায়চৌধুরী, রহস্যে মোড়া গল্পে সঙ্গী হবেন কোন বলি তারকা?

Exclusive: ফেলুদা সিরিজে এবার চিরঞ্জিৎ, সঙ্গে দীপঙ্কর দে! ‘রয়েল বেঙ্গল রহস্য’-তে ‘মহীতোষ’কে ‘খলনায়ক’ মানতে কেন নারাজ শিল্পী?

পর্দায় একের পর চুমু, ঘনিষ্ঠ দৃশ্য! বলিউডে 'সিরিয়াল কিসার' তকমা ঘোচাতে এবার কী করতে চান ইমরান হাশমি?

১৪ বছর পর বাংলা ছবিতে মাকে দেখবেন! 'পুরাতন' মুক্তির আগে শর্মিলা ঠাকুরকে কী বললেন সইফ?

Exclusive: অসুস্থ অরুণ মুখোপাধ্যায়, ভর্তি হাসপাতালে, হয়েছে অস্ত্রোপচার! জানালেন নীল

গ্যাংস্টাররা ফিরেছে ভূত হয়ে! ঘোষণা হল রাম গোপাল-মনোজ বাজপেয়ীর ‘ভূতুড়ে’ কামব্যাকের

টানটান অ্যাকশন 'জগদ্ধাত্রী'তে, এক ঘায়ে গুন্ডাদের ধরাশায়ী করবে 'দুর্গা'! মেয়েকে চিনতে পারবে কি 'স্বয়ম্ভূ'?

Exclusive: স্বস্তিকাকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে ভাবছেন সৃজিত! আসছে রহস্যে মোড়া নতুন থ্রিলার?

বিশাল ভরদ্বাজের নতুন ছবিতে শাহিদের সঙ্গে এবার জুড়লেন তাব্বু? ‘হায়দার’ ত্রয়ীর ছবি দেখে তোলপাড় নেটপাড়া

আইনের মঞ্চে কথাকলি নেচে প্রতিশোধ— রইল ‘কেশরী চ্যাপ্টার ২’তে অক্ষয়ের নতুন লুক!

টাইম ট্র্যাভেল থেকে মারাত্মক ভিলেন— অতীত থেকে ভবিষ্যতের সময়পথ উল্টেপাল্টে এবার ইতিহাস বদলাবে কৃষ!

একদিকে পুলিশ, অন্যদিকে ‘বিগ বস’! রাজনীতি ও কৌতুকের কাঁটাতারের মাঝখানে বিতর্কের আগুন উস্কাচ্ছেন কুণাল কামরা

‘ভিডিও বৌমা’ থেকে বয়কট ঋ ও স্যান্ডিকে! ঠাকুরপুকুর গাড়িচাপা কাণ্ডের পর কড়া পদক্ষেপ চ্যানেল কর্তৃপক্ষের