বুধবার ১৬ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | বিশালকে স্নেহ করি, আমাদের মধ্যে কোনও বিভেদ নেই, মেগা ফাইনালের আগে বিতর্কে ধামাচাপা দিলেন গুরপ্রীত

Sampurna Chakraborty | ১১ এপ্রিল ২০২৫ ২০ : ২১Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: আইএসএলের মেগা ফাইনালে মোহনবাগান-বেঙ্গালুরুর অন্তরালে লুকিয়ে আছে দুই গোলকিপারের দ্বৈরথ। গুরপ্রীত সিং সান্ধু এবং বিশাল কাইত। প্রথমজন দেশের একনম্বর কিপার। দ্বিতীয়জন সদ্য জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন। বাংলাদেশ ম্যাচে ক্লিনশিট রাখলেও বেশ কিছু ভুল করেন মোহনবাগানের কিপার। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করা হয় তাঁকে। বাদ যাননি গুরপ্রীতও। নেটমাধ্যমে তির্যক মন্তব্য করেন। যাতে বিতর্ক সৃষ্টি হয়। কিন্তু মেগা ফাইনালের আগে বিতর্কে ধামাচাপা দিলেন বেঙ্গালুরুর গোলকিপার। গুরপ্রীত বলেন, 'সোশ্যাল মিডিয়া আমার হাতে নেই। নেটমাধ্যমে লড়াই আমি কন্ট্রোল করতে পারব না। আমি বিশালকে স্নেহ করি। ভাল পেশাদারের পাশাপাশি ও খুব ভাল গোলকিপার। এখন আমরা শুধু ম্যাচে ফোকাস করছি। তার বাইরে কিছু নেই। ব্যক্তিগত লড়াই নয়, দুটো দল খেলবে। ফাইনাল দুই গোলকিপারের লড়াই নয়, দুটো দলের দ্বৈরথ। আমরা শুধু ফুটবলে ফোকাস করছি।'

পেশাদার ফুটবলার হিসেবে কলকাতায় হাতেখড়ি হয়। দীর্ঘদিন ইস্টবেঙ্গলে খেলেন গুরপ্রীত। তাই চেনা শহরে ফাইনাল খেলার বিষয়ে উত্তেজিত। গুরপ্রীত বলেন, 'পেশাদার ফুটবলার হিসেবে আমার যাত্রা এখান থেকে শুরু হয়েছিল। আমি প্রথম থেকেই খেলার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি। আমি এই যাত্রার জন্য কৃতজ্ঞ। প্লেয়ার হিসেবে বড় ম্যাচ, বড় ফাইনাল ঠাসা স্টেডিয়ামে খেলার সুযোগ পাওয়া দারুণ অভিজ্ঞতা। আমি কলকাতায় এই ম্যাচটা খেলার সুযোগ পেয়ে ভাগ্যবান।' 

শনিবার রাতে পুরো স্টেডিয়াম তাঁদের বিরুদ্ধে থাকবে। ৬৫  হাজারের যুবভারতী ঠাসা থাকবে। বিরূপ পরিস্থিতিতে খেলতে হবে বেঙ্গালুরুকে। তবে সেই নিয়ে খুব বেশি চিন্তিত নন তারকা কিপার। বরং দাবি করেন, এমন পরিবেশে খেলার জন্য মুখিয়ে থাকে প্লেয়াররা। গুরপ্রীত বলেন, 'আমার জীবনের দ্বিতীয় পেশাদার ম্যাচ ডার্বি। স্টেডিয়ামে প্রায় এক লক্ষ সমর্থক ছিল। তখন বড় ম্যাচের গুরুত্ব বুঝতে পেরেছি। কিছু শুনতে পাচ্ছিলাম না। সতীর্থদের সঙ্গে কথাও বলা যাচ্ছিল না। এবছর প্রথম ২০ ম্যাচে আমাকে পেছনে থেকে চিৎকার করতে হচ্ছিল। রক্ষণ তেমন ভাল অবস্থায় ছিল না। কিন্তু আমরা ক্লিনশিট রাখার চেষ্টা করছিলাম। তবে কিপার হিসেবে মনে হয়, শেষ ৫-৬ টা ম্যাচে রক্ষণ অনেক সংগঠিত হয়েছে। তাই আশা করছি আমাকে বেশি চিৎকার করতে হবে না। মোহনবাগানের সাপোর্টাররা বরাবর বড় ভূমিকা নিয়েছে। প্লেয়ার হিসেবে এই ম্যাচগুলো খেলতে ভাল লাগে। এটার জন্যই আমরা খেলি। এটা বাড়তি মোটিভেশনের পাশাপাশি বড় চ্যালেঞ্জও।' দু'বছর আগে গোয়ায় বেঙ্গালুরুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। এবারও কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে? না ভাগ্যের চাকা ঘোরাবেন গুরপ্রীতরা?


Gurpreet Singh SandhuMohun Bagan vs Bengaluru FCVishal KaithISL Final

নানান খবর

নানান খবর

রহস্য মৃত্যু ফুটবলারের, এগারো তলা থেকে পড়ে প্রাণ হারালেন গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার

কেকেআর-পাঞ্জাব ম্যাচে অদ্ভুত ঘটনা, ভেঙ্কটেশ আইয়ার নিলেন এক রান, স্কোরবোর্ডে যোগ হল পাঁচ রান, কিন্তু কেন?

একই দলের হয়ে এবার খেলবেন মেসি ও রোনাল্ডো, কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে দুই মহাতারকাকে?

অলিম্পিকে মেলার মাঠে হবে ক্রিকেট, কোহলির ছবি দিয়ে বিরাট প্রচার, তারকার ছবিতেই যত রহস্য

'একদিনের জন্য বাবা হব', আইপিএলের মাঝেই ইচ্ছাপ্রকাশ তারকা ভারতীয় ক্রিকেটারের

মোহনবাগানে ট্রফির মেলা, নববর্ষে জমজমাট ময়দান, মিলে গেল ফুটবল-ক্রিকেট

এই রোগে আক্রান্ত পাঞ্জাব অধিনায়ক শ্রেয়সও! টসের সময়ে জেনে ফেলল গোটা দেশ

'নেটে বলই করতে চায় না', কলকাতার এই নাইট তারকা সম্পর্কে অজানা কাহিনি শোনালেন প্রাক্তন নাইট

রোহিতকে রানে ফেরার দাওয়াই দিলেন এই প্রাক্তন ক্রিকেটার

'ফর্ম হারানো অপরাধ তো নয়', খারাপ সময়ে এই মহিলা ক্রিকেটারকে পাশে পেলেন রোহিত

কাল সকালে সবুজ মেরুন তাঁবুতে আইএসএল ট্রফি, পতাকা উত্তোলন

আবার সাফল্য, বাংলার প্রথম ক্লাব হিসেবে ইউথ ডেভেলপমেন্ট লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান

‘অসাধারণ কৃতিত্ব’, মোহনবাগানের আইএসএল ডাবলের পর ক্লাবকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

গোল করতে ব্যর্থ মেসি, জয়ের মুখ দেখল না ইন্টার মায়ামিও

আইপিএলে বিরল দৃশ্য, ম্যাচ চলাকালীন ব্যাট পরীক্ষা করে দেখলেন আম্পায়াররা

সোশ্যাল মিডিয়া