সোমবার ০৭ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | শিশুচোর সন্দেহে মহিলাকে গণপিটুনি, ন'মাস পর বারাসতে আবার ফিরল ছেলেধরা আতঙ্ক

Pallabi Ghosh | ০৬ এপ্রিল ২০২৫ ১০ : ৫৩Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: ছেলেধরা সন্দেহে এক মহিলাকে গণপিটুনির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতের হৃদয়পুরে। পরে ওই মহিলাকে বারাসত থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। প্রায় ন'মাস পরে আবার জেলায় ফিরে এল ছেলেধরা আতঙ্ক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসতের হৃদয়পুর কল্পনা কুণ্ডু নামে এক মহিলার পাঁচ বছরের ছেলে অসুস্থ ছিল। তাকে সর্বক্ষণ দেখাশোনার জন্য ওই মহিলাকে রাখা হয়েছিল। ওই মহিলার বাড়ি হাবড়ায়। শনিবার বিকেলে ওই মহিলা শিশুটিকে নিয়ে কোথাও চলে যান। সন্ধের পর ছেলেকে না পেয়ে কুণ্ডু পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। প্রতিবেশী যুবকরাও শিশুটির খোঁজে চারদিকে ছোটাছুটি শুরু করেন। ইতিমধ্যে পরিবারের লোকেরা ওই মহিলার মোবাইল নম্বর জোগাড় করে ফোন করেন। তাঁরা শিশুটিকে নিয়ে ফিরে আসতে বলেন। রাতে ওই মহিলা শিশুটিকে নিয়ে ফিরে আসেন। স্থানীয় বাসিন্দারা তখন তাঁকে ছেলেধরা সন্দেহে বেধড়ক মারধর শুরু করেন। রাতে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

 

শিশুটির মা কল্পনা বলেন, 'অনেকক্ষণ ধরে ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না। যে মহিলার ওপর ছেলের দেখাশোনার দায়িত্ব দিয়েছিলাম, তাকেও খুঁজে পাচ্ছিলাম না। আমাদের সন্দেহ, ওই মহিলা আমার ছেলেকে অন্য কোথাও পাচার করার ছক করেছিল। পরে সে ভয় পেয়ে ফিরে এসেছে।'

 

যদিও ওই মহিলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।তিনি দাবি করেছেন, শিশুটি তাঁর সঙ্গে যাওয়ার বায়না করেছিল। শিশুটিকে সঙ্গে নিয়ে তিনি অন্য বাড়িতে কাজে গিয়েছিলেন। কুণ্ডু বাড়িতে তিনি কাজ করবেন না বলায় চক্রান্ত করে তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।

 

প্রসঙ্গত, গত বছর জুন মাসে ছেলেধরা সন্দেহে পরপর গণপিটুনির ঘটনা ঘটেছিল। তারপর ছেলেধরা আতঙ্ক গোটা জেলায় ছড়িয়ে পড়ে। হাবড়া, বনগাঁ, অশোকনগর, দেগঙ্গা ও গাইঘাটায় বেশ কয়েকজনকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেওয়া হয়েছিল। পরে পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক প্রচার শুরু হয়েছিল। প্রায় দু'মাস পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল।


BarasatCrime newsNorth 24 Pargana

নানান খবর

নানান খবর

বুনো হাতির আক্রমণে মৃত্যু দুই মহিলার, দিন কাটছে আতঙ্কে, তটস্থ গ্রামবাসীরা

একদিকে শোভাযাত্রা-অন্যদিকে চলছে নমাজ পাঠ, সম্প্রীতির রামনবমীতে হুগলিতে শৃঙ্খলার নজির

শুটিং শেষে মুম্বইয়ের দিকে রওনা দিলেন কার্তিক আরিয়ান, বার্তালাপ করলেন বাংলায়

ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি পিষে দিল আড়াই বছরের শিশুকে

ওয়াকফ বিল বাতিলের দাবিতে মগরাহাটে রেল অবরোধ, শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল

দুঃসাহসিকভাবে পরপর গণ্ডার হত্যা, এবার চোরা শিকারিদের কিংপিনকে কড়া সাজা আলিপুরদুয়ার আদালতের

হাওড়ায় থার্মোকলের কারখানায় দাউদাউ আগুন, ঝলসে মৃত্যু এক শ্রমিকের

রাম নবমী নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন ইমামরা, জানালেন ওয়াকফ নিয়ে কঠোর মনোভাব

রাম নবমীকে কেন্দ্র করে তৎপর প্রশাসন, নেওয়া হয়েছে একাধিক সতর্কতা

বিলের মাঝে দুই নৌকার সংঘর্ষ, তলিয়ে গেল ছাত্রীরা, তারপর?

রামনবমীর আগে বিরাট সম্প্রীতি মিছিলের সাক্ষী জঙ্গিপুর, একসঙ্গে চলার বার্তা জাকির হোসেনের

ভারতসেরা বাংলা! উৎপাদনক্ষমতায় দেশের সেরা রাজ্যের দুই বিদ্যুৎকেন্দ্র

ভারতীয় ন্যায় সংহিতা আইনে রাজ্যে প্রথম খুনের মামলায় সাজা, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

মা-বাবার ঘরে চুপিসারে ক্যামেরা লাগাল ছেলে! কী ধরা পড়ল ফুটেজে, হাড়হিম হয়ে যাবে

সুপ্রিম কোর্টের নির্দেশে হারিয়েছেন চাকরি, তবু মানে না মন, ক্লাস নিতে কলকাতা থেকে হুগলিতে হাজির শিক্ষক

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া