সোমবার ২৮ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ছ'দিনেও পূর্ণমের খবর নেই, এবার সন্তানকে নিয়েই পাঠানকোট রওনা হলেন অন্তঃসত্ত্বা রজনী

Pallabi Ghosh | ২৮ এপ্রিল ২০২৫ ১৫ : ৪৪Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: ভিডিও কল করেন না। ফোনেও কথা বলেন না বাবা। শত্রু দেশে নাকি বাবা বন্দি। সেখানে কী করছেন, কেমন আছেন। আট বছরের ছেলের এমন নানা প্রশ্ন। উত্তর নেই রজনীর কাছে। সেই উত্তর খু্ঁজতে এবার পাঠানকোট রওনা হলেন বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী সাউ। 

ছ'দিন ধরে তাঁর স্বামী শত্রু দেশে বন্দি। স্ত্রী হিসেবে তিনি কী করে স্থির থাকতে পারেন! তাই পাঠানকোটে রওনা দিলেন। কলকাতা বিমানবন্দরে যাওয়ার সময়, বাড়ি থেকে বেরিয়ে এ কথাই বললেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমারের স্ত্রী। 

এদিন রজনী আরও বলেছেন, সরকারের তরফে তিনি কোনও খবর পাচ্ছেন না। এখনও দেশের স্বরাষ্ট্র দপ্তর বা বিএসএফ তাঁর স্বামীর বর্তমান অবস্থার বিষয়ে কোনও খবর দিতে পারেনি। শুধু এটুকুই তাঁরা জানিয়েছেন, সে পাকিস্তানে বন্দি হয়ে রয়েছেন। তারপর কী হল, আর কোনও খবর নেই। রজনীর দাবি, যে মানুষটা ১৭ বছর ধরে বর্ডার সিকিউরিটি ফোর্সে চাকরি করছেন। কর্মরত অবস্থায় দিন-রাত, দীর্ঘ সময় কাটিয়েছেন বর্ডার এলাকাতেই। সেই মানুষটাই কিনা ভারতের সীমানা চিনতে পারলেন না। লঙ্ঘন করে পাকিস্তানে ঢুকে পড়লেন! তাঁর আশঙ্কা, অপহরণ করা হয়েছে তাঁর স্বামীকে। এখনও পর্যন্ত তাঁর স্বামীকে ছাড়ানোর বিষয়ে সরকারি তরফে কোনও উদ্যোগ তাঁর নজরে পড়েনি। 

বিএসএফ আধিকারিকদের একটি দল রবিবার পূর্ণমের রিষড়ার বাড়িতে এসেছিল। কিন্তু তাঁরা এসে যে কথা বলে গেছেন বা আশ্বস্ত করে গেছেন, তাতে তিনি এবং গোটা পরিবার বিন্দুমাত্র নিশ্চিন্ত হতে পারেননি। এদিন রজনী তাঁর আট বছরের ছেলে আরব, বোন পিঙ্কি গুপ্তা, পূজা গুপ্তা ও ভাই সত্যপ্রকাশ গুপ্তা, এই পাঁচজন পাঠানকোটের উদ্দেশে রওনা দেন। কলকাতা থেকে বিমানে চণ্ডীগড় যাবেন। সেখান থেকে তাঁরা সড়কপথে পৌঁছবেন পাঠানকোট। সেখানে পৌঁছে ২৪ নম্বর ব্যাটেলিয়ানের অফিসারদের সঙ্গে কথা বলবেন। 

রজনী বর্তমানে অন্তঃসত্ত্বা। তবু ঝুঁকি নিয়ে পাঠানকোট  রওনা হলেন। এদিন বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে রজনী বলেন, 'ওখানে পৌঁছে আগে খোঁজখবর নেব। যদি কোনও খবর না পাই, তাহলে দিল্লির দরজায় কড়া নাড়ব।' 
ছবি পার্থ রাহা।


BSF JawanHooghly

নানান খবর

নানান খবর

'অশান্ত' সামশেরগঞ্জ থেকে উদ্ধার সাম্প্রতিক সময়ের সবথেকে বড় জাল নোটের 'কনসাইনমেন্ট', গ্রেপ্তার দুই

বীরভূমের নলহাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, দীঘিতে ডুবে মৃত্যু তিন শিশুর

আকাশ থেকে ওটা কী পড়ল পুকুরে? বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা, তীব্র বারুদের গন্ধও

দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, মুখ্যমন্ত্রীর পরিদর্শন

বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন, আজই দিঘার উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী

আলিপুরদুয়ারে চা বাগানের জলাশয়ে পড়ে গেল লেপার্ড, উদ্ধার করতে কালঘাম ছুটল বনকর্মীদের

অষ্টম 'মেদিনীপুর শ্রী' হলেন পশ্চিম মেদিনীপুরের চন্দন জানা

থানার মধ্যেই তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপ, রামপুরহাটে আটক অভিযুক্ত ও তার পরিবার

'জলদি ঘর-আ-যায়েগা পূর্ণম', রিষড়া এসে জানালেন বিএসএফ আধিকারিকরা

যৌন কেলেঙ্কারিতে বহিষ্কৃত সিপিএম নেতা বংশগোপাল, লবিবাজির শিকার বলে দাবি তাঁর

ভরসন্ধেয় আসানসোলে চলল গুলি, গুলিবিদ্ধ ব্যবসায়ী ভর্তি হাসপাতালে

তীব্র গরম থেকে রেহাই, শিলাবৃষ্টিতে স্বস্তি ফিরল বাঁকুড়ায়

'কাশ্মীরে ২৬ পর্যটক আর কুম্ভমেলায় মৃত্যু হয়েছে ১০০ পুণ্যার্থীর, সংসদে আলোচনা চাই', আর্জি কল্যাণের

অনাথ আশ্রমে প্রয়াত মৌ রায়চৌধুরীর স্মরণসভা, গানে-কথায় শ্রদ্ধাজ্ঞাপন

দিঘার পর্যটন ব্যবসায়ে নতুন জোয়ার, জগন্নাথ ধামের উদ্বোধনে বাড়ছে পর্যটকদের ভিড়

সোশ্যাল মিডিয়া