আজকাল ওয়েবডেস্ক: রোভম্যান পাওয়েলকে কেকেআরের টুপি দিলেন অভিষেক নায়ার। তিনি দলে এলেন মইন আলির জায়গায়। নাইটদের জার্সিতে ক্যারিবিয়ান তারকার আত্মপ্রকাশ ঘটবে শনিবার সন্ধ্যায়। 

এই পাঞ্জাব কিংসের কাছেই অ্যাওয়ে ম্যাচে হারতে হয়েছিল কলকাতাকে। হারের হ্যাটট্রিকের আশঙ্কা নাইটদের ড্রেসিং রুমে। শনিবার কলকাতা জিতলে হারের হ্যাটট্রিক ঠেকাতে পারবে। আবার আগের লজ্জাজনক হারের প্রতিশোধও নিতে পারবে। 

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার। ম্যাক্সওয়েল ও আজমাতুল্লা পাঞ্জাব কিংসের প্রথম একাদশে জায়গা পেয়েছেন। অন্য দিকে অজিঙ্ক রাহানে জানালেন, চেতন শাকারিয়া এলেন রামনদীপ সিংয়ের জায়গায়। 

ছোটবেলায় অসম্ভব দারিদ্র্যের সম্মুখীন হয়েছিলেন। তাঁর শয়নে, স্বপনে এবং জাগরণে ছিল ক্রিকেট, ক্রিকেট আর ক্রিকেট। ক্রিকেট খেলেই নিজেদের অবস্থার উন্নতি ঘটানোর স্বপ্ন দেখতেন। 

স্কুলে পড়ার সময়ে মাকে কথা দিয়েছিলেন একদিন পরিবারের দুঃখ-দুর্দশা দূর করবেন। সেই রভম্যান পাওয়েলকে এবারের মেগা নিলামে দেড় কোটি টাকায় কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।  

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন বোলার ইয়ান বিশপ স্বদেশীয় পাওয়েলের জীবনের গল্প বলেছিলেন একবার। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ''হাতে ১০ দশ মিনিট থাকলে ইউটিউবে রভম্যান পাওয়েলের ভিডিওটা দেখবেন। রভম্যান আইপিএলে সুযোগ পাওয়ায় অন্যদের মতো আমিও দারুণ খুশি হয়েছি। খুব ছোট জায়গা থেকে উঠে এসেছে পাওয়েল। দুঃখ-দুর্দশা লেগেই ছিল। স্কুলে পড়ার সময়ে মাকে প্রতিশ্রুতি দিয়েছিল, পরিবারের অবস্থা ও ফেরাবে। সেই চেষ্টা ক্রমাগত করে চলেছে রভম্যান পাওয়েল।''

২০১৭ সালেও কলকাতা নাইট রাইডার্সে ছিলেন পাওয়েল। কিন্তু সেই সময়ে খেলার সুযোগই পাননি। সাত বছর আগে ক্যারিবিয়ান পাওয়ার হিটারের দাম ছিল মাত্র তিরিশ লাখ টাকা।  শনিবার সন্ধ্যায় নজর থাকবে রোভম্যান পাওয়েলের দিকে।