শনিবার ০৫ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | হায়দরাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির জমি নিয়ে সংঘর্ষ, ছাত্রদের গ্রেপ্তার, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে

Sourav Goswami | ০৩ এপ্রিল ২০২৫ ১৩ : ৪৯Sourav Goswami


আজকাল ওয়েবডেস্ক: হায়দরাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ক্যাম্পাসের ভিতরে ও বাইরে সোমবার (৩১ মার্চ) বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সংঘর্ষের মূল কারণ ছিল ৪০০ একর বনভূমির উপরে বুলডোজার দিয়ে সমতল করার প্রচেষ্টা, যা নিয়ে ছাত্ররা প্রবল আপত্তি তোলে।

এই জমি সরকার আইটি পার্ক গড়ার জন্য বেসরকারি সংস্থার কাছে নিলাম করতে চাইছে বলে অভিযোগ উঠেছে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্রদের পাশাপাশি বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতি সরব হয়েছে।

এই জমির মালিকানা নিয়ে বিতর্ক দীর্ঘ দুই দশক ধরে চলছে। ২০২২ সালে তেলেঙ্গানা হাইকোর্ট রায় দিয়েছিল যে জমিটি সরকারেরই মালিকানায় রয়েছে, কারণ বিশ্ববিদ্যালয়ের কাছে জমির মালিকানার কোনো বৈধ দলিল নেই। পরবর্তীতে সুপ্রিম কোর্টও এই রায় বহাল রাখে।

তবে, পরিবেশবাদী সংস্থা ‘ভাটা ফাউন্ডেশন’ হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করে দাবি করেছে যে জমিটিকে ‘জাতীয় উদ্যান’ হিসেবে ঘোষণা করা হোক। কারণ, এখানে বিরল প্রজাতির প্রাণী ও উদ্ভিদের বাসস্থান রয়েছে। আদালত আগামী ৭ এপ্রিল এই মামলার শুনানি ধার্য করেছে।


সরকার যখন জমির উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে টেন্ডার আহ্বান করে, তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ‘#OxygenNotAuction’ নামে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালায়। তাঁরা দাবি করে, এখানে ভারতীয় রক পাইথন, হানুমান, চতুর্গর্ণী হরিণ, ঈগল, পেঁচা, এবং বিভিন্ন ধরনের পরিযায়ী পাখির বাসস্থান রয়েছে।

২৯ মার্চ, ছাত্ররা মুখ্যমন্ত্রী এ. রেভন্ত রেড্ডির কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানায়। পরদিন, পুলিশ ৫২ জন ছাত্রকে গ্রেপ্তার করে, যদিও পরে ব্যক্তিগত বন্ডে তাঁদের মুক্তি দেওয়া হয়। ৩০ মার্চ রাতে ৪০-৫০টি বুলডোজার দিয়ে সরকার জমি সমতল করার কাজ শুরু করে, যা নিয়ে ছাত্রদের সঙ্গে পুলিশের ফের সংঘর্ষ হয়।

তেলেঙ্গানা সরকারের দাবি, ২০০৪ সালে জমিটি IMG অ্যাকাডেমি ভারত প্রাইভেট লিমিটেডকে ক্রীড়া কমপ্লেক্স তৈরির জন্য বরাদ্দ করা হয়েছিল। কিন্তু পরে সেই সংস্থার কাছ থেকে জমির দখল ফিরিয়ে নেওয়া হয়। বর্তমান সরকার আইনি লড়াই জিতে আইটি পার্ক তৈরির পরিকল্পনা নিয়েছে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য, জমি সংক্রান্ত কোনো যৌথ সমীক্ষা হয়নি এবং তাঁদের অনুমতি ছাড়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কার্যনির্বাহী পরিষদের সম্মতি ছাড়া সরকার জমি হস্তান্তর করতে পারে না বলে তাঁরা দাবি করেছে।


এই ইস্যুতে BRS সরাসরি কংগ্রেস সরকারকে আক্রমণ করেছে। তাঁরা অভিযোগ করেছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সংবিধানের কথা বলেন, অথচ তাঁর সরকার ছাত্রদের উপর দমননীতি চালাচ্ছে। BRS-এর এক্স পোস্টে বলা হয়েছে, "মহব্বত কি দোকান (ভালোবাসার দোকান) নয়, কংগ্রেস আসলে ধোঁকার বাজার (প্রতারণার বাজার)।”

তেলেঙ্গানা বিধানসভায় মুখ্যমন্ত্রী রেড্ডি দাবি করেছেন, "ওখানে সংরক্ষিত বন্যপ্রাণী নেই, বরং কিছু ধূর্ত শিয়াল উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাইছে।"

এখন নজর থাকবে ৭ এপ্রিলের আদালতের রায়ের দিকে, যেখানে জমির পরিবেশগত গুরুত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। ছাত্রদের আন্দোলন এবং বিরোধী রাজনৈতিক দলের সমর্থনে বিষয়টি আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।


HCUTelengana Congress

নানান খবর

নানান খবর

শপিং মলে ঢুকেই ছুড়ে দিলেন কফি, কেনই বা হঠাৎ মেজাজ হারালেন তরুণী

কংগ্রেসের নতুন উদ্যোগ: মনমোহন সিংহ ফেলোশিপ প্রোগ্রাম চালু

৫২ বছর একসঙ্গে সংসার, কোন ঝড় টলাতে পারেনি তাঁদের, মৃত্যুও আলাদা করতে পারল না দম্পতিকে

গরমকালে বার বার লোডশেডিং, বিরক্ত হয়ে নিজেই কুলার বানিয়ে ফেলল দশম শ্রেণীর ছাত্রী, খরচ কত হল?

হঠাৎ করে গায়ে আগুন জ্বলে উঠল, স্বামীর সঙ্গে এ কী করলেন স্ত্রী!

কুকুরের ভক্তিতে তাক লাগল নেটপাড়ায়, ভাইরাল ভিডিও

পাশাপাশি বসে মোদি-ইউনূস, দেখা হলেও কথা হল না! তবে মুখোমুখি বৈঠকের জল্পনায় ঘি

হাতের কাছে পেয়ে তরুণীর সঙ্গে কী করল হনুমান, সবাই দেখল অবাক হয়ে

পিৎজা-পানীয় অর্ডার করেই আত্মঘাতী তরুণী, কাঠগড়ায় তুতো দাদা! প্রেম-প্রতারণার অভিযোগ পরিবারের

রামনবমীতেই উদ্বোধন নয়া পামবান সেতুর, কী হবে পুরনো সেতুটির ভবিষ্যৎ? খোলসা করল রেলমন্ত্রক

টুকরো টুকরো হয়ে ছড়িয়ে, জ্বলছে আগুন, জামনগরে ভেঙে পড়ল যুদ্ধবিমান, খোঁজ নেই পাইলটের

হোয়াটসঅ্যাপে ভিডিও পোস্ট করে সোজা শ্বশুরবাড়ি, শাশুড়ি-মেয়েকে খুন, কারণ জানলে চমকে যাবেন

‘সভাপতি বাছতে পারেন না’, বিজেপিকে অখিলেশ খোঁচা দিতেই জবাব দিলেন শাহ! কী বললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী?

দিল্লি দাঙ্গায় ভূমিকার অভিযোগে বিজেপি মন্ত্রী কপিল মিশ্রের বিরুদ্ধে এফআইআর

অফিসে ছুটি নেওয়ার অভিনব উপায় বার করলেন মেকআপ আর্টিস্ট তরুণী, ভাইরাল ভিডিও

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া