বুধবার ০২ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মাজারের দায়িত্বে হিন্দু পরিবার, বছরের পর বছর ধরে সম্প্রীতির দৃষ্টান্ত বহন করে চলেছে ভদ্রেশ্বর

AD | ২৯ মার্চ ২০২৫ ১৯ : ৫৭Abhijit Das


মিল্টন সেন, হুগলি: সম্প্রীতির অনন্য নজির। মাজার মুসলিমদের আরাধনার জায়গা। অথচ সেই আরাধানাস্থলের যাবতীয় দায়িত্ব পালন করে চলেছে হিন্দু পরিবার। নিষ্ঠার সঙ্গে দৈনিক ধূপ, মোমবাতি জ্বালানো, মাজারের পরিচ্ছন্নতা বজায় রাখা সব দায়িত্বই মাজার সংলগ্ন দাস পরিবারের। এই প্রথা চলে আসছে দীর্ঘ সময় ধরে। কোনও হানাহানি নেই, জাতপাতের  ভেদাভেদ নেই। সম্প্রীতির দৃষ্টান্ত বহন করে চলেছেন ভদ্রেশ্বর পালপাড়ার বাসিন্দারা। 

সম্প্রতি "হিন্দু হিন্দু ভাইভাই" লেখা বিজেপির ব্যনারকে কেন্দ্র করে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। চেষ্টা হয় হিন্দুত্ববাদের জিগির তুলে জাতপাতের রাজনীতির। পাল্টা পোস্টার ঝুলিয়ে অন্যান্য রাজনৈতিক দল। শুরু হয় নানা জল্পনা। পোস্টার-যুদ্ধ চলাকালীন অন্য চিত্র ধরা পড়ল ভদ্রেশ্বরের একাধিক মাজারে। দীর্ঘদিন ধরে পালপাড়ার সৈয়দ সাহ পীরের মাজার তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছেন পালপাড়ার দাস পরিবার। এমনই দৃষ্টান্ত রয়েছে পার্শ্ববর্তী হিন্দুস্তান পার্কে। সেখানে রয়েছে মানিক সাহ পীর বাবা। একইসঙ্গে ভদ্রেশ্বর পুরসভার ভাগার এলাকায় রয়েছে করিম সাহের মাজার। এই দু'টি মাজার অবস্থিত সম্পূর্ণই হিন্দুবসতির মধ্যেই। আশেপাশে কোথাও মুসলিম জনবসতি নেই। ফলে মাজার পরিচালনা থেকে সংস্কার আর্থিক সহায়তা থেকে দেখভাল সবই করে থাকেন স্থানীয়রাই। শুধু মাত্র একজন বৃদ্ধ মৌলবি মাজারের পুজোপাঠের দায়িত্বে থাকেন। 

ভদ্রেশ্বর পুরসভা এলাকায় রয়েছে একাধিক জুটমিল। ফলে নানা সম্প্রদায়ের বাস গোটা এলাকায়। হিন্দু মুসলিম ছাড়াও রয়েছেন তামিল, মাদ্রাজি, তেলেগু, ওড়িয়া, আসামিজ ইত্যাদি বিভিন্ন ভাষার মানুষ। বছরের পর বছর। তাঁরা একসঙ্গেই বসবাস করছেন। কথিত আছে ১৯৬৭ সালে শ্রীধাম চন্দ্র দাস এক মুসলিম ব্যক্তির কাছ থেকে পালপাড়ায় কিছুটা জমি ক্রয় করে বসবাস শুরু করেছিলেন। তখন থেকেই তিনি সৈয়দ সাহ পীরের মাজারের দায়িত্ব পালন করে আসছেন। সারা বছর তিনি মাজারের দেখভাল করেন। সবেবরাতের সময় মুসলিম সম্প্রদায়ের মানুষ মাজারে প্রার্থনা করতে আসেন। 

এই প্রসঙ্গে দাস পরিবারের গৃহবধূ শুক্লা দাস জানিয়েছেন, তাঁর শশুর ওই জমি মাজার-সহ কিনেছিলেন। সেই থেকে তিনি পুজো করে আসছেন। শ্রীদাম বাবুর মৃত্যুর পর গোটা পরিবার এই পীরের সেবা করে থাকে। প্রতি বছর ২৬ জানুয়ারি মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ মাজারে আসেন প্রার্থনা করতে। আগে মাজার মাটির ছিল। বর্তমানে টিনের চাল, পাকা দেওয়াল তৈরি করা হয়েছে। ওখানে হিন্দু-মুসলিম সবাই সমান। কোনও ভেদাভেদ নেই। জাতিধর্ম নির্বিশেষে সকলেই সমান। 

মাজারের মৌলবি মহম্মদ সেলিম জানিয়েছেন, তিনি স্থানীয় তিনটি মাজার দেখাশোনা করেন। আগে গোটা এলাকা জঙ্গল ছিল। সেই সময় থেকেই পীর সাহেবরা সেখানে থাকতেন। তাঁদের মৃত্যুর পর ওখানে কবর দেওয়া হয় এবং মাজার তৈরি হয়। আশেপাশে গোটা এলাকায় হিন্দুদের বাস। হিন্দুরা মাজারের জন্য আর্থিক সাহায্যও করেন। সকলে মিলে দেখাশোনা করা হয়। সকলে মিলে মাজারে উৎসব পালন করেন। 

এই প্রসঙ্গে ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী বলেন, "ভদ্রেশ্বরে জাত ধর্মের ভেদাভেদ নেই। সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে, একই এলাকায় মিলেমিশে বসবাস করেন। রাজনৈতিক ফায়দা তোলার জন্য সাম্প্রদায়িক রাজনৈতিক দল এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তবে ভদ্রেশ্বরে সেই চক্রান্ত সফল হয় না। কারণ, ওখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন সবাই এক। মানুষ শান্তি প্রিয়।"

ছবি পার্থ রাহা।


Religious harmonyBhadreshwar

নানান খবর

নানান খবর

ইদের আনন্দ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে,মৃত ৪

বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে গিয়ে রহস্যমৃত্যু নাবালিকার, জঙ্গল থেকে উদ্ধার দেহ

সিঁদুরে মেঘ হল বৃষ্টি, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়, কোন স্বার্থ কেন্দ্রের?

চলো ঘুরে আসি, ভিক্ষুক সেজে শিশু চুরি মালদায়

‘এত পরিমাণ বাজি মজুত রাখার কারণ কী?’ পাথরপ্রতিমার ঘটনায় তদন্তে পুলিশ

দক্ষিণ ২৪ পরগণায় পাথরপ্রতিমায় বাজি বানানোর সময় বিস্ফোরণ, চার শিশু সহ সাত জনের মৃত্যু

সমাজে হত্যা ও ধর্ষণের প্রবণতা বৃদ্ধির নেপথ্যে প্রধান কারণ কী, মানসিক অবসাদ না কি সমাজমাধ্যম?

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হল না, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু সেনাকর্মীর

ঈদের আনন্দের মাঝেই শোকের ছায়া মুর্শিদাবাদে, পুড়ে ছাই বিঘের পর বিঘে চাষের জমি

খুশির ঈদে একই সঙ্গে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, রিষড়ায় সম্প্রীতির বার্তা দিলেন সকলেই

শেওড়াফুলিতে সারা বাংলা দ্বৈত ক্যারম প্রতিযোগিতা সমাপ্ত, চ্যাম্পিয়ন অমিত কর্মকার ও হায়দার আলি

দুর্যোগ মোকাবিলার নামে কাটা হচ্ছে গাছ! রেলের কাণ্ডে রেগে কাঁই আমজনতা, পরিবেশ বাঁচাতে শুরু আন্দোলন

সাত সকালে অবাক কাণ্ড, তাজ্জব সকলে, ইদের আগে আতঙ্কিত গোটা গ্রাম, ভয়ঙ্কর অভিযোগ তৃণমূল বিধায়কের

চারুমার্কেটের আবাসনে বরাকরের যুবকের রহস্যমৃত্যু, গুরুতর অভিযোগ বাবা-মায়ের

মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির, মুসলিম ভাইদের জন্য ইফতারের আয়োজন পুরোহিত-ব্রাহ্মণদের

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া