সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের 'ভাইজান' সলমন খান বর্তমানে জোর চর্চায়। ‘সিকান্দর’ বক্স অফিসে হতাশ করলেও এবার তিনি নাকি এবার ফিরছেন একেবারে নতুন রূপে! গুঞ্জন বলছে, দক্ষিণী পরিচালক হরিশ শঙ্করের সঙ্গে বড় মাপের অ্যাকশন ছবিতে জুটি বাঁধতে চলেছেন সলমন!
সূত্রের দাবি, হারিশ শঙ্কর এবং সলমন খান একসঙ্গে ভরপুর এক মশলা ছবি বানানোর পরিকল্পনা করছেন। আর সবচেয়ে বড় চমক— ছবিটি ‘পুষ্পা ২’-এর প্রযোজক মাইথ্রি মুভি মেকার্স-এর ব্যানারে নির্মিত হবে! যদি খবর সত্যি হয়, তাহলে এটা সলমন এবং হরিশের প্রথম সরাসরি প্রজেক্ট হবে। তবে হরিশ শঙ্করের সঙ্গে সলমনের যোগসূত্র কিন্তু নতুন নয়। এর আগে তিনি সলমনের ‘দবাং’-এর তেলুগু রিমেক ‘গব্বর সিং’ বানিয়েছিলেন, যেখানে পবন কল্যাণ ছিলেন মুখ্যভূমিকায়। এবার কি আসল ‘চুলবুল পান্ডে’-কে নিয়েই তিনি আসছে তাঁর নতুন পরবর্তী ছবিতে?
উল্লেখ্য, মাইথ্রি মুভি মেকার্স এতদিন তেলুগু ইন্ডাস্ট্রিতে রাজত্ব করলেও, এবার তারা বলিউডে পা রাখতে চলেছে সানি দেওল-এর পরবর্তী ছবি ‘জাঠ’ এর মাধ্যমে। ছবিটি গোপীচাঁদ মালিনেনি পরিচালিত এবং মুক্তি পাবে ১০ এপ্রিল, ২০২৫। তবে তাদের দ্বিতীয় প্রজেক্টে কি থাকছেন সলমন?
হরিশ শঙ্কর সম্প্রতি ‘মিস্টার বচ্চন’ পরিচালনা করেছেন, যেখানে লিড রোলে ছিলেন রবি তেজা। এটি অজয় দেবগনের ‘রেইড’-এর তেলুগু রিমেক ছিল। বর্তমানে, তিনি পবন কল্যাণের ‘উস্তাদ ভগত সিং’ পরিচালনা করছেন, যা থালাপথি বিজয়ের ‘থেরি’-র রিমেক।
