সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

নিজস্ব সংবাদদাতা | ২৮ মার্চ ২০২৫ ১৭ : ৪২Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: স্নায়ুর রোগ এমন একধরনের সমস্যা যা একবার দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসা করাতে হয়। রোগ বেড়ে গেলে কঠিন হয়ে ওঠে নিরাময়। স্নায়ুর রোগ বিভিন্ন ধরনের হতে পারে এবং এর প্রাথমিক লক্ষণগুলিও রোগের ধরনের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। তবে, সাধারণভাবে স্নায়ুরোগের কিছু প্রাথমিক লক্ষণ দেখা দিতে পারে।
১. দীর্ঘস্থায়ী মাথাব্যথা
অনেক স্নায়ুরোগের প্রাথমিক লক্ষণ দীর্ঘস্থায়ী মাথাব্যথা। এই ধরনের মাথাব্যথা সাধারণ মাথা যন্ত্রণার থেকে আলাদা হতে পারে। সাধারণ ব্যথানাশক ওষুধে সহজে কমতে নাও পারে। কিছু ক্ষেত্রে, মাথাব্যথার সঙ্গে বমি বমি ভাব, বমি হওয়া বা আলোর প্রতি সংবেদনশীলতাও থাকতে পারে।
২. শরীরের কোনও অংশে অসাড়তা বা ঝিনঝিন করা
শরীরের হাত, পা, মুখ বা অন্য কোনও অংশে হঠাৎ করে অসাড়তা বা ঝিনঝিন করা স্নায়ুরোগের একটি প্রাথমিক লক্ষণ হতে পারে। মাল্টিপল স্ক্লেরোসিস, পেরিফেরাল নিউরোপ্যাথি বা স্ট্রোকের মতো স্নায়বিক রোগের প্রাথমিক পর্যায়ে এই লক্ষণ দেখা যেতে পারে।
৩. মাংসপেশীর দুর্বলতা
শরীরের কোনও নির্দিষ্ট অংশে দুর্বলতা অনুভব করা বা সাধারণভাবে সারা দেহেই মাংসপেশীর দুর্বলতা অনুভব করা স্নায়ুরোগের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এর ফলে হাঁটাচলা করতে অসুবিধা হতে পারে, কোনও জিনিস ধরতে বা তুলতে সমস্যা হতে পারে, অথবা শরীরের কোনও একটি দিক দুর্বল লাগতে পারে। এই দুর্বলতা ধীরে ধীরে বাড়তে পারে বা হঠাৎ করেও দেখা দিতে পারে। মায়াস্থেনিয়া গ্রাভিস, অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস বা অন্যান্য স্নায়ু ও পেশী সংক্রান্ত রোগের প্রাথমিক পর্যায়ে এই লক্ষণ দেখা যায়।
৪. দৃষ্টিশক্তির পরিবর্তন
দৃষ্টিশক্তির হঠাৎ পরিবর্তন, যেমন ঝাপসা দেখা, ডাবল ভিশন বা একটি চোখে দৃষ্টি কমে যাওয়া স্নায়ুরোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। অপটিক নার্ভের সমস্যা বা মস্তিষ্কের কিছু অংশে সমস্যার কারণে এই ধরনের লক্ষণ দেখা দিতে পারে।
৫. স্মৃতিশক্তি বা মনোযোগে সমস্যা
স্মৃতিশক্তি কমে যাওয়া, ভুলে যাওয়া, অথবা মনোযোগ দিতে অসুবিধা হওয়া স্নায়ুরোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এটি ডিমেনশিয়া বা অ্যালজাইমারের মতো রোগের প্রাথমিক ইঙ্গিত হতে পারে। তবে, কম বয়সেও যদি এই ধরনের সমস্যা দেখা দেয় এবং তা ক্রমশ বাড়তে থাকে, তাহলে স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। মস্তিষ্কের কার্যকারিতা ব্যাহত হওয়ার কারণে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।
নানান খবর
নানান খবর

প্রধানমন্ত্রী মোদি রোজ খান! এই সবজির জুস নিয়ম করে খেলে ছুঁতে পারবে না রোগ ভোগ, দূরে থাকবে ডায়াবেটিস

বয়স বাড়লেও ছানি পড়বে না, দৃষ্টি হবে ঈগলের মতো! নিয়ম করে খান পাঁচটি খাবার

রোজ রাতে এক কাপ খেলেই সুস্থ হবে ময়লায় গলে যাওয়া লিভার! জানেন কীভাবে তৈরি করতে হয় এই জাদু পানীয়?

বেলাগাম ইউরিক অ্যাসিডে লাগাম পরাতে নিয়ম করে খান এই পাঁচটি খাবার! এক ঝটকায় বাগে আসবে সমস্যা

তিরিশের ঘরে পৌঁছতেই পিঠের ব্যথায় কাবু? রোজকার পাঁচ কাজেই লুকিয়ে আছে কারণ!

এক ঢিলেই ঘায়েল হবে ডায়াবেটিস এবং কোষ্ঠকাঠিন্য! নিয়ম করে খান এই পাঁচ খাবার