রবিবার ৩০ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | গম্ভীরের সাপোর্ট স্টাফ ছাঁটতে চলেছে বোর্ড, কোপ পড়বে কাদের ওপর?

Sampurna Chakraborty | ২৭ মার্চ ২০২৫ ১৫ : ৪৭Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: আইপিএল চলাকালীনই ইংল্যান্ড সফর নিয়ে ভাবতে শুরু করেছে বিসিসিআই। আগের দিনই জানা গিয়েছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য ভারতীয় এ দলের হয়ে খেলতে হতে পারে বিরাট কোহলি, রোহিত শর্মাকে। বর্ডার-গাভাসকর ট্রফিতে দুই তারকাই ব্যর্থ হন। তাই আগাম পরিকল্পনা সাজাতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারই মধ্যে একটি খবর সামনে এল। ইংল্যান্ড সফরের আগে ছেঁটে ফেলা হতে পারে টিম ইন্ডিয়ার সহকারী কোচ অভিষেক নাইয়ার এবং ফিল্ডিং কোচ টি দিলীপকে। গম্ভীরের সাপোর্ট স্টাফ ছোট করার পরিকল্পনায় বিসিসিআই। একটি সর্বভারতীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, ভবিষ্যতে কোচিং স্টাফের এত বড় ইউনিট রাখতে চাইছে না বোর্ড। ২৯ মার্চ গুয়াহাটিতে হাই-প্রোফাইল বৈঠক আছে। সেখানে উপস্থিত থাকবেন বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া, নির্বাচক প্রধান অজিত আগরকর এবং কোচ গৌতম গম্ভীর। সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

টি-২০ বিশ্বকাপের পর দায়িত্ব নেন গৌতম গম্ভীর। প্রথম ভারতীয় কোচ হিসেবে দু'জন সহকারী এবং একজন বোলিং কোচকে সঙ্গে করে নিয়ে আসেন। রবি শাস্ত্রী এবং রাহুল দ্রাবিড় যা কখনও করেননি। অভিষেক নায়ার এবং রায়ান টেন দুশখাতেকে সহকারী কোচ হিসেবে নিযুক্ত করা হয়। বোলিং কোচ করা হয় মর্নি মরকেলকে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হার এবং অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর সিরিজে ব্যর্থতার পর গম্ভীরের সাপোর্ট স্টাফের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এনসিএ এবং ভারতীয় এ দলের কোচ সিতাংশু কোটাককে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করে বিসিসিআই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সাপোর্ট স্টাফ হিসেবে ছিলেন অভিষেক নায়ার, রায়ান টেন দুশখাতে, মর্নি মরকেল, টি দিলীপ এবং সিতাংশু কোটাক। 

এখানেই শেষ নয়। টিম ইন্ডিয়ার জাম্বো স্টাফে রয়েছে তিনজন থ্রো ডাউন বিশেষজ্ঞ, দু'জন ম্যাসাজ থেরাপিস্ট, একজন সিনিয়র এবং জুনিয়র ফিজিওথেরাপিস্ট, একজন ডাক্তার, একজন নিরাপত্তারক্ষী, অপারেশনস ম্যানেজার, কম্পিউটার অ্যানালিস্ট, কয়েকজন লজিস্টিক্যাল এবং মিডিয়া ম্যানেজার। তারমধ্যে অনেকেই প্রায় দশবছর ভারতীয় দলের সঙ্গে রয়েছে। যেমন রাঘবেন্দ্র ২০১১ সাল থেকে টিম ইন্ডিয়ার অঙ্গ। এবার বোর্ড মনে করছে ব্যাটিং কোচ হিসেবে কোটাক এবং বোলিং কোচ হিসেবে মরকেল থাকায়, আরও একজন সহকারী এবং ফিল্ডিং কোচের প্রয়োজন নেই। দ্রাবিড়ের সাপোর্ট স্টাফের থেকে একমাত্র দিলীপই গম্ভীরের টিমে ছিলেন। তাঁর অনুপস্থিতিতে ফিল্ডিং কোচের দায়িত্ব সামলাবেন দুশখাতে। সম্প্রতি সাদা বলের ক্রিকেটে সফল টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার মাত্র ন'মাসের ব্যবধানে দুটো আইসিসি টুর্নামেন্টে জিতেছে ভারত। তবে লাল বলের ক্রিকেটে তেমন সাফল্য নেই। শেষ নয় টেস্টের মধ্যে ছ'টিতে হার। মাত্র একটিতে জিতেছে। আইপিএলের পর জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে চাইছে বোর্ড।


Gautam GambhirTeam IndiaEngland SeriesBCCI

নানান খবর

নানান খবর

হৃদরোগে নয়, যৌন সক্ষমতা বাড়ানোর ওষুধে মৃত্যু ওয়ার্নের? তিন বছর পরে সামনে এল বিস্ফোরক তথ্য

চলতি বছরেই ফের অস্ট্রেলিয়া পাড়ি দেবে টিম ইন্ডিয়া, জেনে নিন পূর্ণাঙ্গ সূচি 

জোড়া গোলে রোনাল্ডোকে ছুঁলেন এমবাপে, লা লিগায় বার্সাকে ছুঁয়ে প্রতিযোগিতা জমাল রিয়াল

সামনে মুম্বই, অভিজ্ঞ নাইট ফিরছেন দলে, স্বস্তি কেকেআরের সাজঘরে

অতীতের ছায়া! দু'ম্যাচে রান না পাওয়ায় রোহিতকে নিয়ে 'গেল গেল' রব তুলছেন প্রাক্তন ক্রিকেটার

আইএসএলে পাঁচতারা পারফরম্যান্স বেঙ্গালুরুর, মুম্বইকে উড়িয়ে দিয়ে শেষ চারে সুনীলদের সামনে গোয়া

গতবার অসম্মানিত হতে হয়েছিল আহমেদাবাদে, এবার সেই মাঠেই ডুবল পাণ্ডিয়ার মুম্বইয়ের রণতরী

কেকেআর কোচ পণ্ডিতের বিরুদ্ধে বড় অভিযোগ, ৯০ করেও দল থেকে বাদ পড়েন তারকা, গ্রাস করেছিল অবসাদ

কোর্টে জকোভিচ, গ্যালারিতে মেসি, আর্জেন্টাইন মহাতারকার সামনে 'নার্ভাস' হয়ে পড়েন সার্বিয়ান কিংবদন্তি

মৃত্যুর মুখ থেকে ফিরে প্রথম ফেসবুক পোস্ট তামিমের, কী লিখলেন?

ইংল্যান্ডের অধিনায়ক হওয়ার প্রসঙ্গ উড়িয়ে দিলেন তারকা ক্রিকেটার

আইপিএলের ম্যাচ চলাকলীন তুলকালাম, গ্যালারিতে তুমুল হাতাহাতি কলকাতা-রাজস্থানের সমর্থকদের

হাসপাতাল থেকে ছাড়া পেলেন তামিম, ক্রিকেট খেলতে পারবেন আর? এল বড় আপডেট

প্রচণ্ড গরম, আর্দ্রতা চরমে, চিপক বাধা টপকাতে মরিয়া হয়ে নামছে আরসিবি

স্পিন বোলিংয়ের কোচের নিয়োগে নির্দেশিকা প্রকাশ বিসিসিআইয়ের, মানতে হবে এই শর্তগুলি

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া