বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ২৫ মার্চ ২০২৫ ২২ : ৩০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ফুটবলের উন্নতিতে এবার নয়া উদ্যোগ নিল টেকনো ইন্ডিয়া গ্রুপ। প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে চুক্তি হল টেকনো ইন্ডিয়া গ্রুপের। খাস কলকাতায় খুব শীঘ্রই স্থাপিত হতে চলেছে ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল স্কুল। মঙ্গলবার লন্ডনে ম্যাঞ্চেস্টার সিটির অফিসে চুক্তি স্বাক্ষরিত হল দুই পক্ষের। জানা গিয়েছে, কলকাতায় স্কুল তৈরি হওয়ার পর পড়ুয়াদের ফুটবলে ট্রেনিং দেবেন ম্যান সিটির বিশেষজ্ঞ কোচরাই।
আধুনিক মানের পরিকাঠামো, উন্নত মানের ট্রেনিংয়ে তরুণ ফুটবলার গড়ে তোলাই হবে এই ফুটবল স্কুলের মূল লক্ষ্য। স্কুল চালু হওয়ার সময়ই ইংল্যান্ড থেকে উড়িয়ে আনা হবে কোচেদের। শুধু ফুটবলের দক্ষতা নয়, সমানভাবে গুরুত্ব দেওয়া হবে শারীরিক এবং মানসিক বিকাশের ওপরেও। ৩ থেকে ১৭ বছর বয়সী খেলোয়াড়দের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। বিশেষ প্রতিভাবান ফুটবলারদের নিয়ে যাওয়া হবে ব্রিটেনে। সেখানে ম্যাঞ্চেস্টার সিটির নিজস্ব পরিকাঠামোতে অনুশীলন করতে পারবেন তারা। পাশাপাশি, অভিজ্ঞতা অর্জন হবে আন্তর্জাতিক ফুটবলেরও।
চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, “ইংল্যান্ডের সঙ্গে আমাদের আবেগের সম্পর্ক। আপনারা জানেন বাংলা কতটা ফুটবল ভালোবাসে। কতটা ক্রিকেট ভালোবাসে। বাংলার তিনটি ক্লাব ভীষণ গুরুত্বপূর্ণ। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান। আরও অনেক ক্লাব আছে। আমি সবার জন্য গর্বিত। আমি খুশি যে সত্যমরা এই চুক্তি করল।”
প্রত্যেক ফুটবলারের পারফরম্যান্স মূল্যায়ন করে রিপোর্ট দেবেন ম্যান সিটির ফুটবল বিশেষজ্ঞরা। সেখানেই বলা হবে, কোন ফুটবলারের কোন জায়গায় উন্নতির দরকার। স্বপ্নদ্রষ্টা সত্যম রায় চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত টেকনো ইন্ডিয়া গ্রুপ ভারতের অন্যতম নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের মধ্যে উন্নত এবং মানসম্মত শিক্ষা প্রদান এবং সামগ্রিক উন্নয়নের জন্য নিবেদিত। একাধিক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে টেকনো ইন্ডিয়া গ্রুপ গত ৪০ বছর ধরে দেশের শিক্ষার ভবিষ্যত গঠনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
ম্যাঞ্চেস্টার সিটির মতো ঐতিহ্যবাহী ক্লাব এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের মধ্যে এই চুক্তিকে ‘গর্বের মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর দেবদূত রায়চৌধুরী। তাঁর কথায়, ‘এই চুক্তি আমাদের কাছে অত্যন্ত গর্বের। কলকাতার ফুটবল ঐতিহ্যের সঙ্গে ম্যাঞ্চেস্টার সিটির বিশ্বমানের প্রশিক্ষণ পদ্ধতির সংমিশ্রণে ভবিষ্যতের চ্যাম্পিয়নরা তৈরি হবে’।
সিটি ফুটবল গ্রুপের ফুটবল শিক্ষা বিভাগের ম্যানেজিং ডিরেক্টর জর্জিনা বুস্কেটস জানান, ‘টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে কলকাতায় আমাদের প্রথম ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল স্কুল খুলতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ম্যাঞ্চেস্টারে আমাদের যে পদ্ধতি ব্যবহার করে ট্রেনিং চলে এখানেও সেভাবেই ফুটবল শেখানো হবে।
ম্যাঞ্চেস্টার থেকে কোচেরা আসবেন। তৃণমূল স্তর থেকে শুরু করে সমস্ত স্তরে ফুটবলারদের তৈরি করাই হবে আমাদের প্রধান লক্ষ্য’। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ম্যাঞ্চেস্টার সিটি বর্তমানে বিশ্ব ফুটবলে অন্যতম শক্তিশালী ক্লাব। তরুণ প্রতিভাকে ফুটবলার হিসেবে তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত পরিচিত নাম ইপিএলের এই ক্লাব।
নানান খবর
নানান খবর

আশঙ্কার মাঝেই জোর কম্পন, বুধ সন্ধেয় কেঁপে উঠল জাপান

বাড়ি ফিরতেই উৎফুল্ল, আবেগঘন সুনিতা জড়িয়ে ধরলেন পোষ্যকে

ছিলেন ডেলিভারি বয়, এক রাতেই খুল গেল কপাল! পাকিস্তানি বন্ধুর দৌলতে কী হল, শুনলে চমকে যাবেন

বাজারে আসতে চলছে প্লাস্টিকের ‘যম’, আশার কথা শোনালেন গবেষকরা

কাটা হাত ভেবে খুনের মামলা দায়ের, আসলে ছিল 'আদর পুতুল'!

উল্টোপথে ঘুরছে পৃথিবী, বিরাট চিন্তায় বিজ্ঞানীরা

ফিরে এল ১৩০ বছর পর, চিন্তার কালো মেঘ বিজ্ঞানীদের মনে

মঙ্গলে রয়েছে জলের সমুদ্র, নাসার হাতে অবাক করা তথ্য

কাজ হারাতে চলেছেন ২ হাজার আইটি কর্মী, কেন এমন সিদ্ধান্ত নিল এই মার্কিন প্রতিষ্ঠান

বিপুল টাকা পাওয়া যাবে, প্রস্তাব পেয়েই মা হতে রাজি হল নাবালিকা! তারপর

কুমির-ঘড়িয়ালের ভয়ঙ্কর লড়াই! আঁতকে ওঠার মতো দৃশ্য ভাইরাল নেটদুনিয়ায়

ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে নথি হাতিয়ে পালানোর চেষ্টা, ব্যংককে গ্রেপ্তার চার চীনা নাগরিক

ভূমিকম্পই যুগলের জীবনে ডেকে আনল কাল, ভাইরাল ভিডিও

মানবাধিকার এবং গণতন্ত্র নিয়ে উল্লেখযোগ্য কাজ, নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী

‘৬-৭জনের চিৎকারে রীতিমতো বিরক্ত সকলে’, কেলগ-কাণ্ডে মমতা ব্যানার্জির পাশে ছিলেন যিনি, করণ বিলিমোরিয়া জানালেন সবটা