রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৪ মার্চ ২০২৫ ১১ : ১৮Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: বিবাহবিচ্ছেদ যে এমন ভাবে শাপে বর হবে তা নিজেও কল্পনা করেননি ৩১ বছর বয়সি তানিয়া সান্তিয়াগো। স্বামী ছেড়ে যাওয়ার পর শারীরিক ভাবে সুস্থ হয়ে ওঠার লক্ষ্যে নিজেকে নিয়োজিত করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এই তরুণী। আর তাতেই কেল্লাফতে। এক দুই কেজি নয়, গত তিন বছরে তানিয়া কমিয়ে ফেলেছেন ১৯০ কিলোগ্রাম ওজন!
২০২১ সালটা খুবই কঠিন ছিল তানিয়ার জন্য। তখন তিনি বয়সে ২৭, আর ওজনে ২৭০ কেজি! হ্যাঁ, ঠিকই পড়ছেন। স্থূলতা বা ওবেসিটির শিকার তানিয়া তখন সেভেন এক্স এল পোশাকও পরতে পারেন না ঠিক মতো। বিছানা থেকে একা উঠতে পারেন না, ছয় জনের খাবার একা খেতে হয়। এমন অবস্থায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। কিন্তু তিন মাসের মাথায় আসে দুঃসংবাদ। গর্ভপাত হয়ে যায় তাঁর। সন্তান হারানোর বেদনা সামলে ওঠার আগেই স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়।
নিজের জীবনে বদল আনার জন্য বোধহয় এমন ধাক্কারই দরকার ছিল তানিয়ার। নিজের জীবন নিয়ে খুশি ছিলেন না তিনি। মাথায় ঘুরছিল, এই অবস্থায় আর কি কখনও মা হতে পারবেন না তিনি? এর পরই নিজের জীবন পুরোপুরি বদলে ফেলার সিদ্ধান্ত নেন তরুণী। প্রথম বছরেই কঠোর শরীরচর্চা আর খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে ১০৮ কেজি ওজন কমান তিনি। কিন্তু এরপর ফের একটি দুঃসংবাদ আসে। দেখা যায় ফ্যাটি লিভারে আক্রান্ত হয়েছেন তিনি। চিকিৎসকেরা জানান, দ্রুত ব্যবস্থা না নিলে ক্যানসারে আক্রান্ত হবেন তিনি।
২০২৩ সালের জানুয়ারিতে গ্যাস্ট্রিক বাইপাস অস্ত্রোপচার হয় তানিয়ার। কিন্তু শারীরিক অসুস্থতাও দমিয়ে রাখতে পারেনি তাঁকে। চলতে থাকে শরীরচর্চা। বর্তমানে তাঁর ওজন ৮০ কিলোগ্রামের কাছাকাছি। সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তানিয়া সম্প্রতি জানিয়েছেন, নিজের চেহারায় এতটাই বদল এসেছে যে একদিন তাঁর তুতো বোন শপিং মলে তাঁকে দেখে চিনতেই পারেননি। কিছুদিন আগেই মনের মানুষও খুঁজে পেয়েছেন তিনি। তিনিও তানিয়ার কাহিনি শুনে হতভম্ব। এমনকী তানিয়ার আগের ছবি দেখেও তিনি বিশ্বাস করতে পারছেন না যে কোনও মানুষ এতটা বদলে যেতে পারেন।
নানান খবর
নানান খবর

রোজ রাতে এক কাপ খেলেই সুস্থ হবে ময়লায় গলে যাওয়া লিভার! জানেন কীভাবে তৈরি করতে হয় এই জাদু পানীয়?

বেলাগাম ইউরিক অ্যাসিডে লাগাম পরাতে নিয়ম করে খান এই পাঁচটি খাবার! এক ঝটকায় বাগে আসবে সমস্যা

তিরিশের ঘরে পৌঁছতেই পিঠের ব্যথায় কাবু? রোজকার পাঁচ কাজেই লুকিয়ে আছে কারণ!

এক ঢিলেই ঘায়েল হবে ডায়াবেটিস এবং কোষ্ঠকাঠিন্য! নিয়ম করে খান এই পাঁচ খাবার