রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৪ মার্চ ২০২৫ ১২ : ০১Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: হুলস্থুল কাণ্ড ব্রিটেনে। কেউ যৌনতার আশায় ছুটে চলেছেন মধ্যরাতের রাস্তায়, কেউ মেতে উঠছেন জুয়ায়। আর এসবই নাকি হচ্ছে একটি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়। সংবাদসংস্থা বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমনিই অভিযোগ জানিয়েছেন একাধিক ব্যক্তি। গোটা বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে ব্রিটেনে।
ঠিক কী অভিযোগ উঠছে? নার্ভের অসুখ পারকিনসন্স ডিজিজ এবং রেস্টলেস লেগ সিন্ড্রোম বা আরএলএস নামের রোগে ব্যবহৃত হয় রোপিনিরল নামের একটি ওষুধ। বিজ্ঞানের ভাষায় একে ডোপামিন অ্যাগোনিস্ট ওষুধ বলা হয়। ওষুধ প্রস্তুতকারক সংস্থা জিএসকে এই ওষুধকে বাজারজাত করে। অভিযোগ এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবেই দেখা দিচ্ছে এমন সব উপসর্গ যা রোগীরা কল্পনাও করতে পারেননি। সরকারি বিবৃতি না এলেও সংবাদমাধ্যমে নাকি ওষুধের এহেন পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করে নেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে।
সংস্থার দাবি, ওষুধের সঙ্গে দেওয়া শ্বেতপত্রে উল্লেখ করা আছে, কিছু ক্ষেত্রে অভূতপূর্ব যৌন আচরণ দেখা যেতে পারে রোগীদের মধ্যে। কিন্তু এইটুকু সতর্কবার্তা কি যথেষ্ট? প্রশ্ন উঠছে তা নিয়েই। প্রশ্নের মুখে ইংল্যান্ডের ওষুধ নিয়ামক সংস্থা এমআইচআরএ-ও। চাপের মুখে সংস্থার তরফে একটি সাধারণ সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে যৌনতৃষ্ণা বেড়ে যাওয়া এবং ক্ষতিকর আচরণ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
নানান খবর
নানান খবর

রোজ রাতে এক কাপ খেলেই সুস্থ হবে ময়লায় গলে যাওয়া লিভার! জানেন কীভাবে তৈরি করতে হয় এই জাদু পানীয়?

বেলাগাম ইউরিক অ্যাসিডে লাগাম পরাতে নিয়ম করে খান এই পাঁচটি খাবার! এক ঝটকায় বাগে আসবে সমস্যা

তিরিশের ঘরে পৌঁছতেই পিঠের ব্যথায় কাবু? রোজকার পাঁচ কাজেই লুকিয়ে আছে কারণ!

এক ঢিলেই ঘায়েল হবে ডায়াবেটিস এবং কোষ্ঠকাঠিন্য! নিয়ম করে খান এই পাঁচ খাবার