শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৭ মার্চ ২০২৫ ১৩ : ২০Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: অর্শ এবং কোলন ক্যানসারের লক্ষণগুলি অনেকটা এক ধরনের। তাই সাধারণ মানুষের পক্ষে দুই রোগের উপসর্গ আলাদা করা কঠিন। উভয়ের ক্ষেত্রেই মলদ্বারে রক্তপাত, ব্যথা এবং অস্বস্তি হতে পারে। অনেক সময় দেখা যায় কেউ কেউ কোলন ক্যানসারের লক্ষণগুলিকে অর্শ ভেবে উপেক্ষা করেন। আর তাতেই দেরি হয়ে যায়। সময় থাকতে দুই রোগের পার্থক্য বোঝা জরুরি।
অর্শের লক্ষণ:
* মলত্যাগের সময় উজ্জ্বল লাল রঙের রক্তপাত। রক্তের রং উজ্জ্বল লাল হওয়ার অর্থ এই রক্ত বেশি পুরোনো নয়।
* মলদ্বারে ব্যথা বা অস্বস্তি, বিশেষ করে মলত্যাগের সময়।
* মলদ্বারের চারপাশে চুলকানি বা জ্বালা।
* মলদ্বারের বাইরে ফোলা বা মাংসপিণ্ড।
কোলন ক্যান্সারের লক্ষণ:
* মলত্যাগের অভ্যাসের পরিবর্তন, যেমন ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য যা কয়েক সপ্তাহের বেশি সময় ধরে থাকে।
* মলের রঙের পরিবর্তন, যেমন কালো বা গাঢ় লাল মল। সরু ফিতের মতো মল নির্গত হওয়াও এই ক্যানসারের লক্ষণ।
* পেটে ব্যথা বা অস্বস্তি, বিশেষ করে ক্র্যাম্প বা গ্যাস।
* ক্লান্তি বা দুর্বলতা।
* অনিচ্ছাকৃত ওজন হ্রাস।
* মলদ্বারে রক্তপাত, যা গাঢ় লাল হতে পারে। কোলন ক্যানসারে যে রক্তপাত হয় তা বেশি সময় শরীরের ভিতর থাকে। ফলে গাঢ় হয়ে যায় রং।
অন্যান্য পার্থক্য:
* অর্শ সাধারণত মলদ্বারের চারপাশে হয়, যেখানে কোলন ক্যানসার কোলনের যে কোনও অংশে হতে পারে।
* অর্শের ব্যথা সাধারণত মলত্যাগের সময় হয়, অন্যদিকে কোলন ক্যানসারের ব্যথা ক্রমাগত হতে থাকে।
কখন ডাক্তারের কাছে যাবেন: সাধারণ মানুষের পক্ষে দুই রোগের লক্ষণগুলি আলাদা করে চেনা প্রায় অসম্ভব। তাই একমাত্র পথ হতে পারে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া।
* যদি আপনার মলদ্বারে রক্তপাত হয়, তবে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন।
* মলত্যাগের অভ্যাসে ঘন ঘন পরিবর্তন হলে, কয়েক সপ্তাহ অন্তর ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হলেও চিকিৎসকের কাছে যেতে হবে।
* যদি আপনার পেটে ব্যথা বা অস্বস্তি থাকে, বিশেষ করে ক্র্যাম্প বা গ্যাস হয় তবে চিকিৎসকের পরামর্শ নিন।
* অকারণ ক্লান্তি বা দুর্বলতা এবং অনিচ্ছাকৃত ওজন হ্রাসও ভাল লক্ষণ নয়।
নানান খবর
নানান খবর

তিরিশের ঘরে পৌঁছতেই পিঠের ব্যথায় কাবু? রোজকার পাঁচ কাজেই লুকিয়ে আছে কারণ!

এক ঢিলেই ঘায়েল হবে ডায়াবেটিস এবং কোষ্ঠকাঠিন্য! নিয়ম করে খান এই পাঁচ খাবার

এক ফোঁটা মদ না খেয়েও হতে পারে ফ্যাটি লিভার! রোজকার এই পাঁচটি অভ্যাসই নষ্ট করে দিতে পারে যকৃৎ

চর্বি ধুয়ে মুছে সাফ হবে, ভাল থাকবে রক্তনালী-হৃদযন্ত্র! রোজকার এই অভ্যাস কমাতে পারে ডায়াবেটিসও

নিজের অজান্তেই অচেনা পুরুষের শুক্রাণুতে অন্তঃসত্ত্বা মহিলা! তুলকালাম কাণ্ড হাসপাতালে