
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নিজের অজান্তেই অচেনা দম্পতির সন্তানের জন্ম দিলেন এক মহিলা। তাও আবার দেশের অন্যতম নামজাদা একটি ফার্টিলিটি ক্লিনিকে! এমন ঘটনাতেই শোরগোল পড়ে গিয়েছে অস্ট্রেলিয়া জুড়ে। ঘটনার জেরে বিতর্কের কেন্দ্রে ব্রিসবেনের একটি আইভিএফ ক্লিনিক।
অস্ট্রেলিয়ার প্রথম সারির একটি আইভিএফ ক্লিনিক মোনাশ। বহু দম্পতি এই প্রতিষ্ঠানে আসেন টেস্টটিউব বা অন্যান্য কৃত্রিম পদ্ধতি ব্যবহার করে সন্তানের জন্ম দিতে। সেখানেই ঘটে এমন এক ঘটনা যা চোখ কপালে তুলেছে অনেকের। ফেব্রুয়ারি মাসের শেষে এক দম্পতি জানান, তাঁদের সংরক্ষণ করে রাখা শুক্রাণু এবং ডিম্বাণু তাঁরা ওই ক্লিনিকের একটি অন্য শাখায় নিয়ে যেতে চান। তখনই দেখা যায় তাঁদের সংরক্ষিত শুক্রাণু এবং ডিম্বাণু অন্য এক মহিলাকে দিয়ে দেওয়া হয়েছে। এই অদলবদলের জেরে নিজের অজান্তেই অন্য দম্পতির সন্তানের মা হয়ে গিয়েছেন ওই মহিলা!
ঘটনা প্রকাশ্যে আসতেই সর্বসমক্ষে ক্ষমা চেয়েছেন সংস্থার সিইও মাইকেল কাপ। সাংবাদিক সম্মেলনে মাইকেল জানান, গোটা ঘটনায় সংস্থার কর্মীরা মানসিক ভাবে ভেঙে পড়েছেন। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে তাঁরা ব্যক্তিগত স্তরে যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন তিনি। শুধু অভ্যন্তরীণ তদন্তই নয়, ব্রিসবেনের চিকিৎসা নিয়ামক সংস্থাও খতিয়ে দেখছে বিষয়টি। তবে মাইকেলের দাবি, এই ঘটনাটি একেবারেই বিচ্ছিন্ন একটি বিষয়। আর কোনও দম্পতির শুক্রাণু বা ডিম্বাণু অদলবদল হয়নি বলেও দাবি করেছেন তিনি।
এখন এই তিনটি পানীয় খেলেই বুড়ো বয়সে কাজ করবে না বিশেষ অঙ্গ! অভ্যাস ত্যাগ করুন আজই
গোড়াতেই চিহ্নিত করুন কিডনির রোগ, প্রাণ বাঁচাতে চিনে নিন কিডনি ড্যামেজ-এর পাঁচ লক্ষণ
১০ বছর আগে দিয়েছিলেন লিভার, এবার ৬০ বছর বয়সে কিডনি দান করে ছেলের প্রাণ বাঁচালেন বৃদ্ধা মা, চোখে জল নেটপাড়ার
চোখ থেকে রক্ত পড়ছে গলগল করে, বীর্যে মিশে যাচ্ছে জীবাণু! করোনার পর নতুন আতঙ্ক মারবার্গ ভাইরাস? কাঁপছেন বিজ্ঞানীরা
ফিরে আসছে করোনার অন্ধকার? দেশে কোভিড ঝড়ের মধ্যেই হাড়হিম করা ভবিষ্যদ্বাণী হিমাচলের ‘বাবা ভাঙ্গা’-র
জীবন নিয়ে খেলবেন না, র্যাকেট নিয়ে খেলুন! এ জীবনে হৃদরোগ ছুঁতে পারবে না, কেন জানেন?
রক্ত সংকটের দিন শেষ! কৃত্রিম রক্ত তৈরি করলেন জাপানি বিজ্ঞানীরা, কবে থেকে পাওয়া যাবে?
আমের নামে বিষ খাচ্ছেন না তো? অসময়ে শেষ হবে কিডনি-লিভার, কেনার সময়ে সতর্ক হবেন কোন বিষয়ে?
গলে পচে যাচ্ছে লিভার, জানান দেয় ৫ লক্ষণ! অবহেলা করলেই মারা পড়বেন!
গায়ের রং নীল হয়ে যায়, রোজের ব্যবহৃত এই ধাতুর প্রভাবে, অসাবধান হলেই ঘটে যেতে পারে মারাত্মক বিপদ
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বাইডেন! জানেন প্রস্রাবের ধারা দুর্বল হওয়াও এর লক্ষণ? কীভাবে সময় মতো চিনবেন এই রোগ?
টানা তিনদিন একটি কাজ করলেই নতুন কোষ গজাবে মস্তিষ্কে! কমবে মানসিক চাপ! যুগান্তকারী গবেষণায় নতুন আলো