রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

নিজস্ব সংবাদদাতা | ০৫ মার্চ ২০২৫ ১৬ : ০২Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: পুরুষদের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ যৌন অঙ্গ অণ্ডকোষ। সাধারণত একজন সুস্থ পূর্ণবয়স্ক পুরুষের দেহে দু’টি অণ্ডকোষ থাকে। এবার নেটমাধ্যম রেড্ডিটে এক ব্যক্তি জানালেন, দু’টি নয়, একটিমাত্র অণ্ডকোষ নিয়ে জন্মেছেন তিনি। আর তাতেই সমস্যায় পড়ছেন যৌন মিলনের সময়।
এমন কি সম্ভব? কী বলছে বিজ্ঞান?
বৈজ্ঞানিক দিক থেকে দেখলে বিষয়টি বিরল হলেও অসম্ভব নয়। একে চিকিৎসাশাস্ত্রের ভাষায় বলে মনোর্কিজম। এটি পুরুষদের এমন একটি জন্মগত অবস্থা, যেখানে জন্মের সময় একটি মাত্র অণ্ডকোষ থাকে। এটি সাধারণত অল্প বয়সেই ধরা পড়ে।
মনোর্কিজম বিভিন্ন কারণে হতে পারে, যেমন:
* অণ্ডকোষের ভ্রূণীয় বিকাশে ত্রুটি: গর্ভকালীন সময়ে অণ্ডকোষের স্বাভাবিক বিকাশে কোনও ত্রুটি হলে এমনটা হতে পারে।
* অণ্ডকোষের স্থানচ্যুতি: অণ্ডকোষ সাধারণত শরীরের অভ্যন্তর থেকে ধীরে ধীরে স্ক্রোটামে নেমে আসে। এই নেমে আসার প্রক্রিয়ায় কোনও বাধা আসলে অণ্ডকোষ পেটের ভিতরে বা অন্য কোনও স্থানে আটকে যেতে পারে।
* অণ্ডকোষের অনুপস্থিতি: বিরল ক্ষেত্রে, একটি অণ্ডকোষ সম্পূর্ণভাবে অনুপস্থিত থাকতে পারে।
* অণ্ডকোষের অ্যাট্রোফি: জন্মের পর কোনও কারণে একটি অণ্ডকোষ ক্ষতিগ্রস্ত হলে বা শুকিয়ে গেলে এমনটা হতে পারে।
কোন কোন লক্ষণ দেখে চেনা যাবে মনোর্কিজম?
* স্ক্রোটামে একটি মাত্র অণ্ডকোষ অনুভব করা যায়।
* যে অণ্ডকোষটি অনুপস্থিত, সেই দিকে স্ক্রোটাম খালি বা ছোট মনে হতে পারে।
রেড্ডিটে নাম প্রকাশে অনিচ্ছুক ওই যুবক দাবি করেছেন, যৌন মিলনে এমনিতে তাঁর কোনও শারীরিক অসুবিধা হয় না। কিন্তু সঙ্গী বিষয়টি নিয়ে কী ভাববেন তা নিয়ে বড়ই দুশ্চিন্তা হয়। বিজ্ঞান যদিও জানাচ্ছে, সব সময় মনোর্কিজমের কারণে শারীরিক সমস্যা নাও হতে পারে। কারণ একটি অণ্ডকোষ থেকেও যৌন উদ্দীপনা সৃষ্টিকারী টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে মনোর্কিজমের কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে।
মনোর্কিজমের জটিলতা:
* বন্ধ্যাত্ব: একটি মাত্র অণ্ডকোষ থাকলে শুক্রাণুর সংখ্যা কম হতে পারে, যা বন্ধ্যাত্বের কারণ হতে পারে।
* অণ্ডকোষের ক্যানসার: পেটের ভিতরে আটকে থাকা অণ্ডকোষে ক্যানসারের ঝুঁকি কিছুটা বেশি থাকে।
* মানসিক চাপ: মনোর্কিজমের কারণে কিছু পুরুষের মধ্যে মানসিক চাপ বা আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে।
তাই সবমিলিয়ে এমন সমস্যায় ভুগলে অযথা দুশ্চিন্তা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভাল।
নানান খবর
নানান খবর

রোজ রাতে এক কাপ খেলেই সুস্থ হবে ময়লায় গলে যাওয়া লিভার! জানেন কীভাবে তৈরি করতে হয় এই জাদু পানীয়?

বেলাগাম ইউরিক অ্যাসিডে লাগাম পরাতে নিয়ম করে খান এই পাঁচটি খাবার! এক ঝটকায় বাগে আসবে সমস্যা

তিরিশের ঘরে পৌঁছতেই পিঠের ব্যথায় কাবু? রোজকার পাঁচ কাজেই লুকিয়ে আছে কারণ!

এক ঢিলেই ঘায়েল হবে ডায়াবেটিস এবং কোষ্ঠকাঠিন্য! নিয়ম করে খান এই পাঁচ খাবার