মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

East Bengal is out of the fight of ISL super six

খেলা | শেষ মুহূর্তের পেনাল্টি থেকে সুনীলের গোল, এগিয়ে থেকেও ড্র ১০ জনের লাল-হলুদের, সুপার সিক্সের আশাও শেষ ইস্টবেঙ্গলের

KM | ০২ মার্চ ২০২৫ ২১ : ৪১Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গলের সুপার সিক্সে যাওয়ার আশা শেষ হয়ে গেল ঘরের মাঠেই। ৯০ মিনিট পর্যন্তও লাল-হলুদের আশা বেঁচেছিল। লাল-হলুদ সমর্থকরা ভেবেছিলেন বেঙ্গালুরুকে হারিয়ে দেবে ইস্টবেঙ্গল। মেসি-মহেশদের চোয়াল চাপা লড়াই শেষমেশ এনে দেবে তিন-তিনটি পয়েন্ট। সুপার সিক্সে যাওয়ার ক্ষেত্রে এই তিন পয়েন্টই তো জিয়নকাঠির কাজ করবে ইস্টবেঙ্গলের। 

কিন্তু সুনীল ছেত্রী পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলের স্বপ্ন চূর্ণ করলেন। খেলার শেষে যুবভারতীতে বিষাদসিন্ধুর হাহাকার। প্রায় হাতের মুঠোয় চলে আসা তিন পয়েন্ট মাঠেই ছেড়ে সাজঘরে যেতে হল অস্কার ব্রজোঁর ছেলেদের। সেই সঙ্গে এবারের মতো আইএসএল-ও শেষ হয়ে গেল লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবের।  

গোটা দ্বিতীয়ার্ধ ১০ জনে খেলল লাল-হলুদ। দিয়ামান্তাকোস প্রথমার্ধের শেষের দিকে লাল কার্ড দেখে ইস্টবেঙ্গলের কাজ আরও কঠিন করে দেন। বিরতির পরে ইস্টবেঙ্গল লড়ল মরিয়া হয়ে। একের পর এক বেঙ্গালুরুর আক্রমণ আছড়ে পড়ল লাল-হলুদের পেনাল্টি বক্সে। দু'বার পোস্টে লেগে প্রতিহত হয়। শেষমেশ মোক্ষম সময়ে নীশু কুমার মারাত্মক ভুল করে বসলেন। শূন্যের বল বের করতে গিয়ে হ্যান্ড বল করে বসেন। পেনাল্টি থেকে সুনীল ছেত্রী এসব সুযোগ হাতছাড়া করেন না। অথচ এমন তো হওয়ার কথা ছিল না। 

খেলার ১১ মিনিটে মেসি বাউলি এগিয়ে দিয়েছিলেন লাল-হলুদকে। তার পরেও একাধিক গোল করার সুযোগ পেয়েছিল লাল-হলুদ। গুরপ্রীতের সঙ্গে করমর্দনের দূরত্বে বল পেয়েও গোল করতে পারেননি বিষ্ণু। মহেশের নেওয়া শট বেঙ্গালুরুর জালে জড়ালেও দিয়ামান্তাকোস অফসাইডে থাকার অজুহাতে সেই গোল বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে গুরপ্রীতকে সামনে পেয়েও গোল করতে পারেননি ডেভিড। এত গোলের সুযোগ নষ্ট করলে ম্যাচ জেতা যায় কী করে!

তার উপরে গ্রিক স্ট্রাইকার দিয়ামান্তাকোস অস্কারের শিরঃপীড়া আরও বাড়িয়ে দেন। বিরতির ঠিক আগে বেঙ্গালুরুর আলবার্তো নোগুয়েরাকে ঢুঁসো মেরে লাল কার্ড দেখলেন ইস্টবেঙ্গলের দিমি। একে গোলের মধ্যে নেই তিনি, তার উপর দলকে ঝামেলায় ফেলে চলে যাচ্ছেন। এই সব অচল বিদেশিকে দিয়ে যুদ্ধ জেতা যায় না। জেতেওনি ইস্টবেঙ্গল। 

মরশুমের শুরুতে কার্লেস কুয়াদ্রাত জমানায় ৬টি ম্যাচ থেকে কোনও পয়েন্ট নেই। অস্কার এসে মরিয়া হয়ে লড়লেন। ইস্টবেঙ্গলের উন্নতিও ঘটালেন। কিন্তু কখনও চোট, কখনও লাল কার্ড, কখনও রেফারি ইস্টবেঙ্গলের কাজ কঠিন করে দেয়। ৫ তারিখ এএফসি চ্যালেঞ্জ লিগে তুর্কমেনিস্তানের ক্লাবের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচের আগেও ইস্টবেঙ্গলের সাজঘরে চোটের লাল চোখ। এদিন আনোয়ার আলির হ্যামস্ট্রিংয়ে চোট লাগে। প্রথমার্ধেই উঠে যান তিনি। আনোয়ার কি পারবেন এএফসি চ্যালেঞ্জ লিগে নামতে? 


EastBengalBengaluruISL

নানান খবর

নানান খবর

প্রবল বিদ্যুৎ বিভ্রাট স্পেনে, বার্সা-ইন্টার মিলান ম্যাচ হবে তো?

শাহরুখের বন্য উদযাপন দেখে সেদিন ভয় পেয়েছিলেন আক্রম, ১৩ বছর পরে শেয়ার করলেন আক্রম

পদ্ম সম্মান তুলে দেওয়া হল শ্রীজেশ-অশ্বিনদের হাতে, তারাদের মেলা রাষ্ট্রপতি ভবনে

'জাতীয় দল থেকে নিষিদ্ধ করা উচিত রুডিগারকে', কোপা দেল রে ফাইনালে রেফারিকে আইসপ্যাক ছোড়ার জের

কারা যাবে প্লে অফে?‌ শতাংশের বিচারে কারা এগিয়ে জানুন

টানা তিনবার রিয়াল বধের পর ফুটছে বার্সেলোনা, এখন লক্ষ্য শুধুই ট্রেবল, সাফ বার্তা হ্যান্সি ফ্লিকের

কোপা দেল রে ফাইনালে রেফারিকে ছুঁড়ে মারেন আইসপ্যাক, প্রকাশ্যে ক্ষমা চাইলেন আন্তোনিও রুডিগার

রেফারিকে বরফ ছুড়ে মেরেছেন! ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন রিয়াল তারকা

কলকাতা থেকে এবার রয়্যালসে! আইপিএলের মাঝেই নতুন অভিযানে অভিষেক নায়ার?

অলিম্পিক ক্রিকেটে সোনা পেতে মরিয়া চিন, ফাঁস করলেন স্টিভ ওয়া

ঝড়-বৃষ্টিতে পরিত্যক্ত কলকাতা-পাঞ্জাব ম্যাচ, এক পয়েন্ট করে পেল দুই দল

পাঞ্জাব ঝড়ের পরে কলকাতায় ঝড়ের সঙ্গী বৃষ্টি, ইডেনে বন্ধ খেলা

ইডেনে প্রিয়াংশ-প্রভসিমরন ঝড়, নাইটদের পাহাড় প্রমাণ রানের টার্গেট দিল পাঞ্জাব

১৪ বছরের বৈভবের জন্য শাস্ত্রীয় বচন! মেনে চললে উন্নতি হবেই

'তুই আমার মতো খেলতে পারবি না', রোহিতের মুখে আচমকাই এমন কথা কেন?

সোশ্যাল মিডিয়া