শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ০২ মার্চ ২০২৫ ১৭ : ০৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: উত্তর দিনাজপুরের পড়ুয়াদের মেধার জয়জয়কার। সেই মেধার আরও স্ফূরণে সহায়তা করে চলেছে টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল রায়গঞ্জ।
পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ আয়োজিত 'পশ্চিমবঙ্গ বিজ্ঞান আভিখা ২০২৪'-এ টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল রায়গঞ্জের পঞ্চম শ্রেণির 'এ' সেকশনের ছাত্রী শ্রীনিকা ঝা প্রথম স্থান অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে।
উত্তর দিনাজরপুর জেলায় আন্তঃ স্কুল বিদ্যালয় বার্ষিক শীতকালীন অ্যাথলেটিক মিট ২০২৫-এ এই স্কুলের পড়ুয়াদের সাফল্য নজরকাড়া।
একনজরে সফল পড়ুয়াদের তালিকা...
- প্রাচী সরকার (অষ্টম শ্রেণি) - শট পুট থ্রো এবং ডিসকাস থ্রোতে রৌপ্য পদক।
- ঐন্দ্রিলা বসাক (নবম শ্রেণি) - ১০০ মিটার দৌড়ে রৌপ্য পদক।
- সমৃদ্ধি সাহা (নবম শ্রেণি) - ডিসকাস থ্রোতে ব্রোঞ্জ পদক।
- আয়ুষ রায় (অষ্টম শ্রেণি) - ১০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক।
- আশিফ আসকারি ইসলাম (একাদশ শ্রেণি) - শট পুট থ্রোতে ব্রোঞ্জ পদক।
জয়েন্ট এন্ট্রাস মেইন পরীক্ষায় দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী রেসম ফিজা সফল হয়েছেন।
টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল রায়গঞ্জের অষ্টম শ্রেণীর ছাত্র মাস্টার নৈতিক লুনাওয়াতকে আন্তর্জাতিক হিন্দি অলিম্পিয়াডে স্বর্ণপদক অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছে। এই অলিম্পিয়াড যৌথভাবে আয়োজন করেছিল হিন্দি অলিম্পিয়াড অ্যাসোসিয়েশন, প্রতিরক্ষামন্ত্রক এবং বিদেশমন্ত্রক।
এই স্কলেরই পঞ্চম শ্রেণীর ছাত্র সোম্বুদ্ধ সরকার অঙ্কনে আন্তঃরাজ্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। এই প্রতিযোগিতার আয়োজক ছিল, কলাকুঞ্জ সংস্কৃতি পরিষদ।
অষ্টম শ্রেণির মিস প্রাচী সরকার, দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করেছে। প্রাচী পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের স্কুল গেমস এবং অনূর্ধ্ব-১৭ ক্রীড়া বিভাগে রাজ্য চ্যাম্পিয়ন। প্রাচীই হল উত্তর দিনাজপুর জেলার প্রথম মেয়ে, যে ক্যারাটেতে জাতীয় স্তরে বাংলার প্রতিনিধিত্ব করেছেন।
তৃতীয় নবাব কাপ ওপেন ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পঞ্চম শ্রেণির আমান চৌধুরী 'কুমিত' বিভাগে প্রথম এবং 'কাটা' বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে। একই প্রতিযোগিতায় পঞ্চম শ্রেণির আরশি চৌধুরী 'কাটা' বিভাগে প্রথম এবং 'কুমিত' বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে।
অষ্টম শ্রেণীর প্রাচী সরকার ৬৮তম 'স্টেট স্কুল গেমস ২০২৪'-এ অনূর্ধ্ব ১৪-১৯ বছর বয়সী বিভাগে ক্যারাটে প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জন করে জাতীয় ক্যারাটে টুর্নামেন্টের জন্য নির্বাচিত হয়েছে।
শুধু শিক্ষাক্ষেত্রে মেধার বিকাশই নয়, ক্রীড়াক্ষেত্রেও শিক্ষার্থীদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং দলগতভাবে কাজ করার চেতনার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল রায়গঞ্জ। মেধাবীদের পাশে থেকে তাদেরকে নতুন জীবনের দিশা দেখানোই টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের মূল লক্ষ্য।