বুধবার ১৬ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

ক্যাম্পাস থেকে | অলিম্পিয়াড থেকে ক্যারাটে, ফুটবল থেকে পড়াশোনা, উৎকর্ষের অন্যতম পীঠস্থান কোলাঘাট টেকনো ইন্ডিয়া স্কুল

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০২ মার্চ ২০২৫ ১৭ : ১৩Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: পড়াশোনার পাশাপাশি খেলাধুলোতেও যে নজর কাড়া যায় তার অন্যতম উদাহরণ টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুল, কোলাঘাট (টিআইজিপিএস কোলাঘাট)। স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলোতেও পারদর্শী। ক্যারাটে, দাবা, ফুটবল, অ্যাথলিট, অলিম্পিয়াড প্রতিটি ক্ষেত্রে ছাপ রেখেছে তারা।

সাফল্যের খতিয়ান চোখ ধাঁধানো। ষষ্ঠ শ্রেণীর ছাত্র রূপঙ্কর পালই জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছে। অষ্টম শ্রেণীর ছাত্র সঙ্কল্প আচার্য্য জাতীয় ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী। অষ্টম শ্রেণীর ছাত্র স্বর্ণাভ মাইতি আন্তর্জাতিক ওপেন দাবা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানাধিকারি। ক্যারাটে প্রতিযোগিতায় ব্রোঞ্জ মেডেল জিতেছে পঞ্চম শ্রেণীর ছাত্র সার্থক মণ্ডল। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)-এর অনুর্ধ্ব-১৪ টুর্নামেন্ট ক্যালকাটা ফুটবল লিগ নার্সারি ডিভিশন চ্যাম্পিয়নশিপে স্কুলের ছাত্র অস্মিত সেন গোল করে সেরা পারফরম্যান্সের পুরষ্কার জিতেছে। ভারত অ্যাকাডেমি অ্যান্ড সায়েন্সেস-এর ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে স্কুলের নবম শ্রেণীর ছাত্র রোমিত দিন্দা। 

পিছিয়ে নেই মেয়েরাও। জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে মেয়েদের বিভাগে ব্রোঞ্জ জিতেছে অষ্টম শ্রেণীর ছাত্রী অনুষ্কা দাস। আন্তর্জাতিক অঙ্ক অলিম্পিয়াডে জাতীয় স্তরে ব্রোঞ্জ জিতেছে অষ্টম শ্রেণীর ছাত্রী শ্রীতমা গোস্বামী।

দেশে একটি অনন্য অত্যাধুনিক শিক্ষার পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে ২০১৫ সালে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট শহরে প্রতিষ্ঠিত হয় টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুল। ইংরেজি মাধ্যম স্কুলটি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) পাঠ্যক্রম অনুসরণ করে। স্কুলটি কো-এড। ছাত্রছাত্রী জন্য প্রতিযোগিতামূলক পরিবেশ প্রদান করার জন্য উন্নত পরিকাঠামো এবং সুযোগ-সুবিধা রয়েছে স্কুলটিতে। ছাত্রছাত্রীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা করার দক্ষতা, আত্মবিশ্বাস, তাদের ব্যক্তিত্ব উদ্ভাসিত করার জন্য সর্বদা চেষ্টা করে চলেছে টিআইজিপিএস কোলাঘাটের দক্ষ শিক্ষক শিক্ষিকারা। স্মার্ট ক্লাসরুম প্রযুক্তি, ডিজিটাল বোর্ড, মাল্টিমিডিয়া এবং ইন্টারনেট অ্যাক্সেস-সহ কম্পিউটার-সহায়ক পদ্ধতির মাধ্যমে পড়াশোনা করে থাকে ছাত্রছাত্রীরা। সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাদারদের দ্বারা পরিচালিত ভ্রমণ, সেমিনার, কর্মশালা, খেলাধুলা এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপগুলিও স্কুলের দৈনিক পাঠ্যক্রমের অবিচ্ছেদ্য অংশ। ভবিষ্যতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে ছাত্রছাত্রীরা, সেই বিষয়টি মাথায় রেখেই শিক্ষাপ্রদানের অনবরত চেষ্টা করে চলেছে স্কুলটি।


SchoolEducationTechno IndiaOlympiadKarate

নানান খবর

নানান খবর

সোশ্যাল মিডিয়া