বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | সুনীলদের বিরুদ্ধে খেলা মোটিভেশন, মহেশের কাছে প্রত্যেক ম্যাচই ফাইনাল

Sampurna Chakraborty | ০১ মার্চ ২০২৫ ১৮ : ৫২Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: প্রথম দু'বছরের তুলনায় কিছুটা ম্লান। চোট-আঘাতে বেশ কিছুটা সময় মাঠের বাইরে কেটে যায়। তাই চেনা ছন্দে তাঁকে দেখার জন্য অপেক্ষা করতে হয়েছে। কয়েক ম্যাচ আগে থেকে আবার সেই পুরোনো মহেশের ঝলক দেখতে পাওয়া যাচ্ছে। তবে চেনা পজিশনে নয়। উইংয়ের পাশাপাশি এবার মাঝমাঠ সামলাতেও দেখা গিয়েছে নাওরেম মহেশকে। পছন্দের জায়গা উইং হলেও, দলের স্বার্থে যেকোনও পজিশনে খেলতে তৈরি। মহেশ বলেন, 'কোচের প্ল্যান অনুযায়ী আমাদের মানিয়ে নিতে হয়। কোচ আমাকে ট্রেনিংয়ে দেখে। জানে কোন পজিশনে আমি সবচেয়ে বেশি কার্যকরী হব। আমি মানিয়ে নেওয়ায় চেষ্টা করি। দলের স্বার্থে কোচ যেখানে চায়, আমি সেখানেই খেলতে তৈরি।' 

২২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের আট নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। এখনও সুপার সিক্সের যোগ্যতা অর্জন করার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেক্ষেত্রে অস্কার ব্রুজোর দলের বাকি দুই ম্যাচ জেতার পাশাপাশি মুম্বই সিটি এফসি এবং ওড়িশাকে তাঁদের বাকি ম্যাচ হারতে হবে। লাল হলুদ প্লেয়ারদের কাছে শেষ দুই ম্যাচ ফাইনাল। মহেশ বলেন, 'গত তিন-চার ম্যাচ ধরে আমরা ভাল খেলছি। প্লেয়াররা বাকি দুই ম্যাচের গুরুত্ব বোঝে। আমাদের কাছে প্রত্যেক ম্যাচই ফাইনাল। এই দুটো ম্যাচই আমাদের সুপার সিক্সের ভাগ্য নির্ধারণ করবে। তাই রবিবারের ম্যাচটা জেতা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।'

চলতি মরশুমে রবিবার ঘরের মাঠে আইএসএলের শেষ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ বেঙ্গালুরু। সুনীল ছেত্রীদের বিরুদ্ধে খেলা বাড়তি মোটিভেশন। এই প্রসঙ্গে মহেশ বলেন, 'সুনীলদের বিরুদ্ধে খেলা বেশিরভাগ প্লেয়ারদের স্বপ্ন। আমাদের কাছে এটা ডু অর ডাই ম্যাচ। আমরা জিততে না পারলে, লিগ থেকে ছিটকে যেতে হবে।' এই প্রথম আইএসএলে জয়ের হ্যাটট্রিক করেছে ইস্টবেঙ্গল। আত্মবিশ্বাসে ফুটছে লাল হলুদ শিবির। সুনীলদের হারিয়ে শেষ ম্যাচ পর্যন্ত সুপার সিক্সের আশা জিইয়ে রাখতে চায় মহেশরা।


Naorem MaheshEast BengalISL

নানান খবর

নানান খবর

ব্যাটেই লাগেনি বল, অথচ ডাগ আউটের দিকে হাঁটা লাগালেন ঈশান কিষান, দেখুন ভিডিও

আইপিএলের জন্য ছাড়তে পারেন পিএসএল, আগামী বছরের দিকে তাকিয়ে পাক তারকা

মায়োরকার গোল লক্ষ্য করে ৪০টি শট নিয়ে বার্সা জিতল মাত্র ১ গোলে

ফুটবল মাঠ কাড়ল তরুণ-তাজা প্রাণ, গা ঘামানোর সময়ে মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু ফুটবলারের

'আসুন সবাই শান্তি ও মানবতার পক্ষে দাঁড়াই', পহেলগাঁওয়ে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন হার্দিক-কামিন্সদের

'ক্রিকেট খেলে ভুল করেছি', কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

ওয়াংখেড়েতে হবে টি-২০ মুম্বই লিগ, টুর্নামেন্টের মুখ কে?

কেকেআরের ব্যর্থতার কারণ খুঁজে বের করলেন আকাশ চোপড়া, কাঠগড়ায় দাঁড় করালেন তিন নাইটকে

খেতাব হেরে রানার্স আপ ট্রফি নিতে অস্বীকার করলেন সাবালেঙ্কা, আরও একটা পোর্শে হাতছাড়া

কেকেআরের থেকেও বেশি সমালোচিত রাসেল, ক্যারিবিয়ান তারকার পাশে এবার দেশের অন্যতম ম্যাচ উইনার

কলকাতা হারল রে, প্লে অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে রাহানেদের

ইস্টবেঙ্গলে 'আফ্রিকান' ফুটবলার চান মেহতাব, প্রাক্তন লাল-হলুদ ফুটবল সচিবের মনে 'সন্তোষ' আনতে ব্যর্থ মেসি-দিমিরা

কেকেআরে ব্রাত্য গিলই তুললেন ঝড়, রাসেল–নারাইন আর কতদিন খেলবেন কলকাতায়?‌ 

অবিশ্বাস্য গোল করতেই পছন্দ করেন ভালভার্দে, রহস্য ফাঁস কুর্তোয়ার

বাদ ডি’‌কক, প্রথম একাদশে গুরবাজ, টস জিতে ইডেনে শুরুতে বোলিং করবে কলকাতা

সোশ্যাল মিডিয়া