শনিবার ০৫ জুলাই ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | ইস্টবেঙ্গলে 'আফ্রিকান' ফুটবলার চান মেহতাব, প্রাক্তন লাল-হলুদ ফুটবল সচিবের মনে 'সন্তোষ' আনতে ব্যর্থ মেসি-দিমিরা

KM | ২১ এপ্রিল ২০২৫ ০২ : ৫৯Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: একসময়ে উগা-উগা শব্দব্রহ্মে কাঁপত কংক্রিটের যুবভারতী ক্রীড়াঙ্গন। দলকে জিতিয়ে উঠে পরিচিত সমর্থকদের দেখলেই দীঘল চেহারার নাইজেরিয়ান ডিফেন্ডার বলতেন, ''উই গননা বিট দেম...আই টোল্ড ইউ না..আই টোল্ড ইউ না।''  

উইংয়ে লাল-হলুদ জার্সি পরে পাখির মতো উড়তেন আরেক নাইজেরিয়ান পেন অর্জি। সেই সময়ে সংবাদপত্রে শিরোনাম হত, ''পেন দিয়ে প্রতিপক্ষের শোকগাথা লিখল ইস্টবেঙ্গল।''  টাইম মেশিনের সাহায্য নিয়ে আরও অতীতে যাওয়া যাক।

ব্রাজিলিয়ান ডগলাস দ্য সিলভা স্মৃতিরোমন্থন করে একবার বলেছিলেন, ''আমি তখন সদ্য ব্রাজিল থেকে এসেছি ইস্টবেঙ্গলে। ডার্বি ম্যাচের আগে টানেল থেকে শুনতে পাচ্ছিলাম সমর্থকরা চিৎকার জুড়েছে ডগলাস-ডগলাস।''

এখন যুবভারতীর লাল-হলুদ গ্যালারিতে কোনও পছন্দের বিদেশি ফুটবলারের নাম তো অনুরণিত হতে শোনা যায় না।  

স্মৃতির সরণী ধরে হাঁটা যাক ফেলে আসা দিনে। ঘানার তারকা ইউসুফ ইয়াকুবুর খেলা দেখে মোহিত স্ট্যানলি রোজারিও একবার বলছিলেন, ''ইয়াকুবু জাদুকর।'' স্ট্যানলি রোজারিও তখন লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবের হেডস্যর।  

No photo description available.

এখন কোনও লাল-হলুদ সমর্থককে বিস্ফারিত চোখে বিদেশি ফুটবলারের প্রশংসায় মেতে উঠতে দেখা যায় না। আইএসএলে ইস্টবেঙ্গল যোগ দেওয়ার পর একমাত্র একজন বিদেশি ফুটবলারের নাম লাল-হলুদের অসংখ্য হোয়াটসঅ্যাপ গ্রপে উচ্চারিত হয়। তিনি ব্রাইট এনোবাখারে। বাকিরা ছাপ ফেলতে ব্যর্থ। নজর কাড়তে পারলেনই না।  একক দক্ষতায় ম্যাচ জেতাতে পারলেন না। শিরোনাম হওয়া তো দূর অস্ত। গঞ্জনা হজম করতে হয় তাঁদের। 

তুলনায় উঠে আসে তখন আর এখন। এদিনই একটি ইস্টবেঙ্গল গ্রুপে জোর চর্চা চলছিল। গ্রুপের এক সদস্য লিখলেন, ''উগা, পেন, চিডিদের যাঁরা ইস্টবেঙ্গলে এনেছিলেন, তাঁদের অভাব অনুভূত হয়।'' একসময়ে লাল-হলুদের বিদেশি ফুটবলারদের দেখে বিজ্ঞাপনের ক্লিশে হয়ে যাওয়া বাক্যবন্ধনী ব্যবহৃত হত কলকাতা ময়দানে, ''গৃহস্থের গর্ব, পড়শির ঈর্ষা।'' 

এই ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলারদের দেখে অনেক লাল-হলুদ ভক্ত বলেন, ''এদের খেলা দেখে রক্তের গতি বাড়ে না।'' কেন এই অধঃপতন? কেন পিছিয়ে যাওয়া?  অস্ট্রেলিয়ান তোলগে, নাইজেরিয়ান এডে চিডি বা অ্যালান গাওদের এই বঙ্গে আনার ভগীরথ ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবল সচিব সন্তোষ (বাবু) ভট্টাচার্য। তিনি অবশ্য নেতিবাচক নন।

বাস্তব চিত্র তুলে ধরে পোড়খাওয়া কর্তা আজকাল ডট ইন-কে বলছেন, ''দুটো সময় দু'ধরনের। এভাবে তুলনা চলে না। এখন খেলার ধরন বদলেছে, কোচেদের স্ট্র্যাটেজিও বদলে গিয়েছে। আমাদের প্রতিপক্ষ দলে এখন অনেক ভাল মানের বিদেশি ডিফেন্ডার এসে গিয়েছে। আবার প্রতিপক্ষের আক্রমণভাগেও এসেছে দারুণ মানের সব বিদেশি ফুটবলার। আগে হয়তো ছবিটা উলটো ছিল। আমাদের প্রতিপক্ষের কাছে ডিফেন্ডার বলুন বা আক্রমণভাগের সেরকম মানের বিদেশি প্লেয়ার হয়তো ছিল না।''

রবিবার সুপার কাপ থেকে প্রথম ম্যাচ হেরেই বিদায় নিয়েছে ইস্টবেঙ্গল। অথচ গতবার মহানদী তীরে লাল-হলুদ মশাল জ্বলে উঠেছিল। এবার যাওয়ার আগেই তাল কাটে। কোচ অস্কার ব্রজোঁর সঙ্গে সমস্যায় ক্লেটন সিলভা ছাঁটাই হন। খেলা দেখার পরে প্রত্যক্ষদর্শীদের মনে হয়েছে, লাল-হলুদ খেলোয়াড়দের জেতার স্পৃহাটাই হারিয়ে গিয়েছে। কেউ আবার বলছেন, মরশুমের শেষে এসে অনেক সময়ে খেলার ইচ্ছা নষ্ট হয়ে যায়। পা বাঁচিয়ে খেলে অনেকে। সোশ্যাল মিডিয়া ইস্টবেঙ্গলকে নিয়েই সরগরম। লাল-হলুদের ব্যর্থতাই চর্চায় থাকে। বিদেশি ফুটবলারদের প্রশংসার পরিবর্তে নিন্দাই চলে বেশিরভাগ সময়। 

ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ ট্রেভর জেমস মর্গ্যান এই প্রতিবেদককে বলছিলেন, ''পারথ থেকে আইএসএল দেখা যায় না। আমি ইস্টবেঙ্গলের ৯০ মিনিট খেলা দেখিনি। ফলে আমার পক্ষে এখনকার বিদেশি ফুটবলার নিয়ে মতামত দেওয়া অন্যায় হবে। তবে আমার সময়ে খুব ভাল মানের সব বিদেশি পেয়েছিলাম। স্থানীয় ফুটবলাররাও বেশ ভাল ছিল। আর আমি খুব ভাল মানুষদের সান্নিধ্য পেয়েছিলাম ইস্টবেঙ্গলে।'' 

সেই সময়ের লাল-হলুদের খেলায় ছিল ঔজ্জ্বল্য। মনে রেখে দেওয়ার মতো পারফরম্যান্স ছিল ইস্টবেঙ্গল সৈন্যদের। দু'জন স্টপারের সামনে পেন্ডুলামের মতো দুলতেন মেহতাব হোসেন। তার পরে দুটো উইংয়ে বল ভাসাতেন। মাঝমাঠের সেই ব্রিগেডিয়ার মেহতাব হোসেন বলছিলেন, ''এদেশের ফুটবলে বিদেশিরাই কিন্তু পার্থক্য গড়ে দেয়। আমি ব্যারেটোকে দেখেছি মোহনবাগানে। আমাদের দলে উগা-তোলগে-চিডিকে দায়িত্ব নিয়ে খেলতে দেখেছি। লিডারশিপ কোয়ালিটি ছিল ওদের মধ্যে। নেতিবাচক কথা বলতে পছন্দ করি না। কিন্তু এখন সত্যি কী যে হচ্ছে বুঝতে পারছি না।'' 

ইস্টবেঙ্গলের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান আনছে বিশ্বকাপ খেলা ফুটবলার। যে কোনও সময়ে ম্যাচের রং বদলে দেন তাঁরা। লাল-হলুদের প্রাক্তন ফুটবল সচিব বলছেন, ''ভাল মানের বিদেশি ফুটবলার আনতে গেলে আরও বেশি অর্থ খরচ করতে হবে। প্লেয়ারদের রেট এখন অনেক বেড়ে গিয়েছে। এটাও ভাবার বিষয়।'' 

প্রশ্ন ওঠে সমাজ মাধ্যমে, ''ওরা পারে আমরা পারি না।'' প্লেয়ার চেনার দৃষ্টি, দক্ষতা, দূরদৃষ্টি কোথাও কি কমে যাচ্ছে? মেহতাব বলছেন, ''এখন তো এদেশের ফুটবলে এজেন্ট, সিটিও এরকম গাল ভরা কত সব নাম। কী আর বলব!'' 

আইএসএলে হতাশার জন্ম দিয়েছে ইস্টবেঙ্গল। মরশুমের শেষে এসেও সেই হতাশা। সুপার কাপে মেসি বাউলি সহজ গোলের সুযোগ নষ্ট করে বসলেন। কেরালা ব্লাস্টার্সের হয়ে অসংখ্য গোল করা দিমায়ান্তাকোস লাল-হলুদ জার্সিতে এসে পথভ্রষ্ট। গ্রিসের তারকা আইএসএল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, সতীর্থরা তাঁকে ঠিকমতো বল বাড়াতে পারছেন না। একটা মরশুম কেটে গেল অথচ বোঝাপড়াই তৈরি হল না।

ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভার পা থেকে হারিয়ে গিয়েছে গোল। চোটের লাল চোখ দেখে মাঠের বাইরে বসেছিলেন তিনি। তার পর কোচের সঙ্গে সমস্যা। সুপার কাপে যাওয়ার আগে খবর হল, সল ক্রেসপোর চোট।  

একসময়ে ইস্টবেঙ্গলের বিদেশিদের পায়ে ম্যাচের ভাগ্য নির্ধারিত হত। এখন লাল-হলুদের বিদেশিদের দেখে মন ভরে না সমর্থকদের। সন্তোষবাবু বলছিলেন, ''
কোনও একজনের একটা মুভ দেখে মনে হল দারুণ প্লেয়ার। আবার পরক্ষণেই মিস পাস করে দিল। সেভাবে কাউকে তো মনে ধরল না।'' 

বেশ কয়েকদিন আগের কথা। আজকাল ডট ইন-কে প্রাক্তন নাইজেরিয়ান ডিফেন্ডার উগা ওপারা বলেছিলেন, ''সাফল্য পেতে হলে আফ্রিকান ফুটবলার আনতে হবে।'' প্রাক্তন সতীর্থের সঙ্গে সহমত পোষণ করছেন মেহতাব হোসেন। তিনি বলছেন, ''আমি উগা ওপারার সঙ্গে একমত। আফ্রিকান ফুটবলার আনা হলে তাঁরা লড়ে যাবে, দায়বদ্ধতাও বেশি দেখাবে। কম অর্থে ভাল মানের প্লেয়ারও পাওয়া যাবে। এতে উপকৃত হবে ইস্টবেঙ্গলই।'' 

মেহতাবের কথা কি শুনলেন লাল-হলুদ কোচ থেকে কর্তা? শুনলে কিন্তু সন্তোষ ফিরতে পারে লেসলি ক্লডিয়াস সরণীতে। 

 

 


নানান খবর

এজবাস্টনে নতুন কীর্তি, কপিল দেবের এলিট ক্লাবে জায়গা দখল সিরাজের

স্মিথ-ব্রুকের পার্টনারশিপ ভেঙে ভারতকে ম্যাচে ফেরান, তাসত্ত্বেও লর্ডসে নিজের ভাগ্য নিয়ে অনিশ্চিত বাংলার পেসার

পেসারদের কটাক্ষ, কপিল-শ্রীনাথদের উদাহরণ টানলেন কিংবদন্তি

সিরাজের ৬ উইকেট, তৃতীয় দিনের শেষে চালকের আসনে ভারত

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে জঘন্যতম! এই রেকর্ড ভুলে যেতে চাইবেন ভারতের তারকা বোলার

৪০৭ রানে অলআউট ইংল্যান্ড, আফ্রিদি-ওয়ার্নারের পর ভারতের বিরুদ্ধে অনন্য নজির স্মিথের

ভারতীয় দলের হেড কোচের জন্য বিজ্ঞাপন ফেডারেশনের, দৌড়ে এগিয়ে কে?

সাত গোলের পর দ্বিতীয় ম্যাচে ম্লান, সুরুচির কাছে আটকে গেল ইস্টবেঙ্গল

টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি গিলের, ভারত অধিনায়কের ইংল্যান্ড শাসন

কয়েকদিন আগেই পাশাপাশি দাঁড়িয়ে নেশনস লিগ জয় সেলিব্রেট করেছেন, বন্ধু নেই মানতে পারছেন না রোনাল্ডো

সেঞ্চুরি হাতছাড়া জাদেজার, দেড়শো পেরিয়ে গিলের ইংল্যান্ড শাসন

দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল মোহনবাগান, চার গোলে মাটি ধরাল কালীঘাটকে

ভারতের দুই স্পিনারকে 'নির্বিষ' করতে নতুন কৌশল ইংল্যান্ডের, এগিয়ে আনা হয়েছে বাউন্ডারি

বিয়ে করতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি, দুর্ঘটনায় মৃত বর সহ পরিবারের আট সদস্য 

সোমবারের পর শনিবার, ফের ব্যাহত মেট্রো পরিষেবা 

কাটোয়ায় পর পর বোমা বিস্ফোরণ, মৃত এক, আহত অন্তত তিন

উল্টোরথে সাজ সাজ রব দিঘায়, ভক্তদের জন্য থাকছে অন্নভোগের ব্যবস্থা

চাল ভেজানো জল এক সপ্তাহ ব্যবহার করুন এইভাবে, রূপচর্চা থেকে শরীর, সবই হয়ে উঠবে চকচকে

ভোটের আগে বিহারে খুন বিজেপি নেতা, নীতীশ সরকারের সমালোচনায় সরব বিরোধীরা 

উল্টোরথে জেলায় জেলায় চলবে দুর্যোগ, জারি হলুদ ও কমলা সতর্কতা

উল্টোরথে ঘুরবে ভাগ্যের চাকা, চার রাশির বাম্পার লাভ! আয়ে রকেট গতিতে উন্নতি, লটারি কাটলেই কোটিপতি

মেয়ের দায়িত্ব না নেওয়া, মানসিক অত্যাচার- স্বামীকে নিয়ে মুখ খুললেন স্বর্ণকমল

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে 'সিতারে জামিন পর' দেখলেন কোয়েল

বিশ্ব-সন্ত্রাসবাদী মাসুদ আজহার এখন কোথায়? জবাবে চমকে দেওয়া দাবি করলেন পাক মন্ত্রী বিলাওয়াল ভুট্টো

দলাই লামার উত্তরাধিকার নিয়ে বিতর্কে ভারতের অবস্থান করল কেন্দ্র

শীত-গ্রীষ্ম হোক বা বর্ষা, ফ্রিজ ছাড়া চলে নাকি! ব্যবহারের এই সব ভুলেই বিগড়ে যেতে পারে যন্ত্রটি

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় খবর, প্রভিডেন্ট ফান্ডের আন্তর্গত বিভিন্ন প্রকল্পে সুদের হার ঘোষণা

মাসে ৪৫৮৫ টাকা করে জমালেই কোটিপতি হওয়ার সুযোগ, কত দিনে? জানুন এই প্রকল্প সমন্ধে

মাএ ৭ টাকায় বাঁচতে পারতেন শেফালী জারিওয়ালা? ‘কাঁটা লাগা গার্ল’-এর মৃত্যু ঘিরে ভাইরাল হল ‘রাম কিট’!

দুর্ঘটনার পর রাস্তাতেই পড়ে থাকলেন, কেউ চিনতে পারল না, মৃত্যু পঞ্চায়েতের 'সচিবজি'র

'খেলনা ট্রেন'-এর জন্মদিন পালনে গান বাঁধল টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের পড়ুয়ারা

“অপরাধী চিরকাল অপরাধী নয়”—বাল্মীকির দৃষ্টান্ত টেনে কেরালা হাইকোর্টের মন্তব্য

পাকিস্তানের জন্য খুব খারাপ খবর, তড়িঘড়ি ব্যবসা গুটিয়ে ফেলল এই বহুজাতিক প্রযুক্তি সংস্থাটি

'কথায় কথায় যৌনতা আর গালিগালাজ ছাড়া কিচ্ছু নেই'- ওয়েব সিরিজের কনটেন্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য পরেশ রাওয়ালের

বয়স অনুসারে ব্লাড সুগারের মাত্রা কত হওয়া উচিত? জানুন ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে কখন সতর্ক হবেন

সলমনের বুকে গর্ব, চোখে-মুখে রক্ত! ‘গলওয়ান’ ছবির নতুন পোস্টার দেখে দুয়ো না সিটি-কী দিচ্ছে নেটপাড়া?

লম্বা ১২৫ ফুট হলেও চওড়া মাত্র ৩ ফুট! অভিনব নকশার এই বাড়িই এখন ভাইরাল

সোশ্যাল মিডিয়া