বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | অপারেশন থিয়েটারে রক্তারক্তি কাণ্ড, কাঁচি নিয়ে চিকিৎসকের উপর হামলা

Rajat Bose | ০১ মার্চ ২০২৫ ১২ : ৩৬Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার রাতে ধারালো অস্ত্র নিয়ে হাসপাতালের অপারেশন থিয়েটারের মধ্যেই কর্তব্যরত এক চিকিৎসককে হামলা করে বসলেন এক রোগী। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। 

আহত চিকিৎসককে প্রাথমিক চিকিৎসার পর আপাতত ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ চিকিৎসক অমিত কুমার দাঁ। 
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধে নাগাদ বহরমপুর থানা এলাকায় এক যুবকের উপর তার বাড়িতেই ধারাল অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। আহত ওই যুবকের পরিবারের সদস্যরা তাঁকে রক্তাক্ত অবস্থায় মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। 


হাসপাতাল অধ্যক্ষ অমিত কুমার দাঁ বলেন, ‘‌ওই যুবকের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। সেই কারণে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা ভর্তির পরই ওই যুবককে অপারেশন থিয়েটারে (ওটি) নিয়ে যান।’‌ 

অধ্যক্ষ জানান, ‘‌ওটিতে যখন চিকিৎসকরা অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময় হঠাৎই ওই যুবক বিছানা থেকে উঠে পড়েন এবং অপারেশন টেবিলের ট্রে–তে রাখা একটি কাঁচি নিয়ে একজন চিকিৎসককে লক্ষ্য করে চালিয়ে দেন।’‌ 


হাসপাতাল সূত্রের খবর, এই ঘটনায় চিকিৎসক দেবব্রত পাল নামে একজন অ্যানেস্থেটিস্ট–এর গাল কেটে যায়। হাসপাতালেই দ্রুত তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। অধ্যক্ষ জানিয়েছেন, ‘‌আহত ওই চিকিৎসককে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ওই রোগীকে একাধিক ওষুধ দিয়ে শান্ত করে তার চিকিৎসা চলছে।’‌ 


হাসপাতালের এক চিকিৎসক জানান, আহত ওই যুবক দীর্ঘদিন ধরে ‘‌বাইপোলার ডিসঅর্ডার’‌ সহ আরও একাধিক অসুখে ভুগছে। গত কয়েক বছর ধরে ওই যুবক ‘‌মানসিক’‌ভাবে কিছুটা অসুস্থ থাকলেও তার পরিবারের তরফ থেকে ঠিকভাবে চিকিৎসা করা হয়নি। শুক্রবার সন্ধে নাগাদ পারিবারিক কোনও একটি বিবাদকে কেন্দ্র করে পরিবারেরই এক সদস্য ওই যুবকের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল।
 
মেডিক্যাল কলেজের অধ্যক্ষ বলেন, ‘‌প্রাথমিকভাবে আমাদেরও মনে হয়েছে আহত ওই যুবক মানসিকভাবে স্থিতিশীল নয়। সুতরাং তার দীর্ঘ চিকিৎসার প্রয়োজন রয়েছে। তবে হাসপাতালের ওটিতে এরকম একটি অনভিপ্রেত ঘটনা যে ঘটতে পারে তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমাদের প্রাথমিক লক্ষ্য অসুস্থ ওই রোগীকে দ্রুত সুস্থ করে তোলা।’‌ 

 

 

 


Patient Attackdoctors of murshidabad medical collegePolice Investigation

নানান খবর

নানান খবর

ভুয়ো সিম কার্ড চালু করে অসৎ উদ্দেশ্যে বিক্রি, গাইঘাটা পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক

বেহাল তারাপুরের বিড়ি শ্রমিকদের হাসপাতাল, ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে কেন্দ্র, অভিযোগ তৃণমূল সাংসদের

দেওরের পুরুষাঙ্গে কোপ মেরে স্বামীকে নিয়ে চম্পট বৌদির

এপ্রিলেই বঙ্গোপসাগরে দু'টি নিম্নচাপ, একটি পরিণত হতে পারে দানবীয় ঘূর্ণিঝড়ে, এল আবহাওয়ার মেগা আপডেট

পাঁচ টাকায় পেটপুরে খাবার, জেলা হাসপাতালে চালু হল মা ক্যান্টিন

দাউদাউ করে জ্বলছে চাপড়ামারি জঙ্গল, বিপর্যস্ত বন্যপ্রাণ, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে

ইঁদুর মারতে সেমাইয়ের সঙ্গে মেশানো হয়েছিল বিষ, খেয়ে ফেলল বাড়ির শিশুরা, ভয়াবহ পরিণতি

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫টি ঘর, ঝলসে গেল গবাদি পশু-মজুত টাকা, গ্রাম জুড়ে হাহাকার

এবার সিকিম যাওয়া হবে আরো সহজ! পাহাড়ে যাতায়াতে সিকিম ও বাংলার যৌথ উদ্যোগ, জেনে নিন

একই ভুলে হাত হারালেন একই বাসের দুইযাত্রী, নদিয়াতে হাড়হিম করা দুর্ঘটনা

ইদের আনন্দ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে,মৃত ৪

বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে গিয়ে রহস্যমৃত্যু নাবালিকার, জঙ্গল থেকে উদ্ধার দেহ

সিঁদুরে মেঘ হল বৃষ্টি, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়, কোন স্বার্থ কেন্দ্রের?

চলো ঘুরে আসি, ভিক্ষুক সেজে শিশু চুরি মালদায়

‘এত পরিমাণ বাজি মজুত রাখার কারণ কী?’ পাথরপ্রতিমার ঘটনায় তদন্তে পুলিশ

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া