বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০১ মার্চ ২০২৫ ১১ : ২০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: মধ্যমগ্রামে মা ও শিশুকন্যার রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার হয়েছে দেহ।
গত মঙ্গলবারই ট্রলিবাগ কাণ্ড ঘিরে শোরগোল পড়েছিল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। সেই মধ্যমগ্রামেরই দোহারিয়া এলাকায় এবার মা–মেয়ের রহস্যমৃত্যুতে ছড়াল তীব্র চাঞ্চল্য।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম মধুমিতা রায় এবং প্রশংসা রায়। মধ্যমগ্রামের বাসিন্দা মধুমিতা এবং তাঁর মেয়ের নিথর দেহ উদ্ধার হয় শুক্রবার রাতে। দরজা ভেঙে দু’জনের দেহ উদ্ধার হয়েছে। বিছানার মধ্যে পাঁচ বছরের প্রশংসা রায়ের দেহ উদ্ধার হয়। আর মেঝে থেকে উদ্ধার হয় ২৫ বছরের মধুমিতা রায়ের দেহ। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। গৃহবধূর স্বামী সুমন রায়কে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে মধ্যমগ্রাম থানার পুলিশ। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। তাতে উল্লেখ রয়েছে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ গৃহবধুর দেহে কেরোসিন তেলের উপস্থিতি মিলেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, পরিবারের দাবি মেয়েকে বিষ খাইয়ে নিজেও বিষ খান ওই বধূ। কী কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। পরিবারও কিছু বলতে পারছে না। শনিবার দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় মধ্যমগ্রাম থানার পুলিশ। চলছে তদন্ত। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
প্রতিবেশীদের দাবি, মধুমিতা হাসিখুশি ছিলেন। তাই আচমকা এই ঘটনায় সবাই চমকে গিয়েছেন।
জানা গেছে, মধুমিতারা থাকতেন ভাড়াবাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাত বছরের দাম্পত্য জীবনে মধুমিতার পরিবারে কোনও অশান্তি ছিল না। স্বামী এবং পাঁচ বছরের মেয়ে নিয়ে সুখের সংসার ছিল তাদের। মধুমিতার স্বামী পিচ–বোর্ড কারখানায় কাজ করেন। মধ্যমগ্রাম দোহারিয়া শৈলেননগরে ভাড়া থাকতেন তারা। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো শুক্রবার কাজে গিয়েছিলেন মধুমিতার স্বামী। বাড়তি রোজগারের আশায় শুক্রবার বিকেলে ওভারটাইম করছিলেন তিনি। তাঁর দাবি, বিকেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য দু’বার বাড়িতে ফোন করেন। কিন্তু কেউ ফোন তোলেনি। পরিবারের খোঁজ নিতে পাশের এক মুদি দোকানে ফোন করেন তিনি। তাঁর ফোন পেয়ে প্রতিবেশী ভাড়াটিয়া ও স্থানীয় লোকেরা তাদের খোঁজে মধুমিতাদের ঘরে যান। স্থানীয়দের দাবি, ঘরে গিয়ে তারা দেখতে পান, খাটের উপরে পাঁচ বছরের প্রশংসা পড়ে রয়েছে। এবং মেঝেতে পড়ে রয়েছে মধুমিতা। তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
নানান খবর

নানান খবর

ভদ্রেশ্বরে সবজির ক্ষেতে আগুন, নিয়ন্ত্রণে আনল দমকলের ২ টি ইঞ্জিন

শিশুপাচারে অভিযোগ! মুম্বই পুলিশের হাতে গ্রেপ্তার উত্তরপাড়ার মহিলা চিকিৎসক, উদ্ধার করা হল শিশুদেরও

খাবার না পেয়ে কাঁদছিল ছোট বোন, খিচুড়ি আনতে গিয়ে মর্মান্তিক পরিণতি দিদির

চলতে চলতেই হাতের কাছে পাওয়া যাবে বই, ডিজিটাল যুগে বই পড়ার অভ্যাস তৈরিতে অভিনব উদ্যোগ

রাজ্যে নতুন উৎপাদন কেন্দ্র তৈরির ভাবনা বিড়লা-নু-র

মাটি নিয়ে গবেষণার মাঝেই ইসরো-তে চাকরির ডাক, ময়ূরাক্ষীর বিরাট সাফল্যে উজ্জ্বল দিনহাটা

অগ্নিদগ্ধ ব্যবসায়ী পরিবার, আগুনে ঝলসে চার জন ভর্তি হাসপাতালে

ভাবছেন এই গরমে কোথায় পাবেন স্বস্তি? ঘুরে আসতে পারেন 'অফবিট' এই জায়গা থেকে

বিয়ের দাবিতে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ধরনায় যুবতী! হাতে প্ল্যাকার্ড

পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রী, জনতার মারে হাসপাতালে ভর্তি গাড়ির চালক

পড়ে রইল খাবার, পাত্র-পাত্রী দু'পক্ষের মধ্যে তুমুল ইট ছোড়াছুড়ি

মুখ্যমন্ত্রীর আশ্বাসেই বিশ্বাস, রিষড়ার এই স্কুলে যোগ দিলেন চাকরিহারা শিক্ষকরা

নতুন বাইক নিয়ে 'জয়রাইড', সেতু থেকে খালে পড়ে থামল দুরন্ত গতি

বিয়ের তিরিশ বছর পর বধূ নির্যাতন, স্ত্রীকে আগুনে পুড়িয়ে খুন, যাবজ্জীবন কারাদণ্ড বলাগড়ের বৃদ্ধের

জীবনের ঝুঁকি নিয়েই জঙ্গলে প্রবেশ করলেন মৌলেরা, শুরু মধু সংগ্রহের কাজ