শুক্রবার ২১ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মুর্শিদাবাদে উদ্ধার কয়েক লক্ষ টাকার মাদক, পুলিশের জালে মা ও ছেলে

Rajat Bose | ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ১৭Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ রাতের অন্ধকারে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছিল মা ও ছেলে। গা ছমছম অন্ধকারে পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখে দু’‌জনে জানিয়েছিল ‘‌ভূত’‌ দেখে ভয় পেয়েছে তারা। পুলিশকেই বলেছিল তাদের বাড়ি পৌঁছে দিতে। পুলিশকে ফাঁকি দিয়ে অভিনব কায়দায় হেরোইন পাচার করতে গিয়ে বৃহস্পতিবার রাতে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে প্রায় ৬০০ গ্রাম হেরোইন সহ ধরা পড়ল মা এবং ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মানোয়ারা বিবি (৪৫) এবং রকি শেখ (২৪)। বাড়ি লালগোলা থানার ছামাপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, ধৃতরা অসম থেকে হেরোইন নিয়ে বিভিন্ন গাড়ি পাল্টে প্রথমে ওমরপুর আসে। তারপর সেখান থেকে বাসে করে লালগোলা যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই রঘুনাথগঞ্জ থানার  পুলিশ ১২ নম্বর জাতীয় সড়কের উপর ওমরপুর থেকে গ্রেপ্তার করে তাদের।

 রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে ওমরপুরে বাংলা গেস্ট হাউস সংলগ্ন এলাকায় নাকা তল্লাশি শুরু করে। সেই সময় এক মহিলা এবং যুবককে অত্যন্ত ‘‌ভীত’‌ অবস্থায় এবং মুখে কিছু বিড়বিড় করে যেতে দেখে সন্দেহ হয় পুলিশের। দু’‌জনে পুলিশকে জানায় তারা ‘‌ভূত’‌ দেখে ভয় পেয়ে গিয়েছে। তাই মন্ত্র পড়ছে। ‘‌ভূতে’‌র হাত থেকে বাঁচতে তারা পুলিশের সাহায্য পর্যন্ত চায় বাড়ি যাওয়ার জন্য। কিন্তু ওই নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশের সন্দেহ হওয়ায় তাদের আটক করে তল্লাশি চালাতে উদ্ধার হয় প্রায় ৬০০ গ্রাম হেরোইন। পুলিশের দাবি আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। 


প্রসঙ্গত গত সপ্তাহে রাজ্য পুলিশের এসটিএফ এবং ফরাক্কা থানার পুলিশ অসম থেকে ঝাড়খন্ড পাচারের সময় প্রায় এক কোটি টাকা মূল্যের হেরোইন আটক করে। গ্রেপ্তার হয়েছিল তিন জন। 

রঘুনাথগঞ্জ ১ বিডিও জানিয়েছেন, ‘‌গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার রাতে ওমরপুর থেকে এক যুবক এবং এক মহিলাকে গ্রেপ্তার করেছে। সম্পর্কে তারা মা ও ছেলে। তাদের কাছ থেকে অত্যন্ত উন্নতমানের প্রায় ৬০০ গ্রাম হেরোইন জাতীয় মাদক পাওয়া গিয়েছে।’‌ 

তিনি আরও জানান, ‘‌পাচারকারীরা সম্ভবত উত্তরবঙ্গ থেকে হেরোইন নিয়ে বাসে করে লালগোলা যাওয়ার জন্য ওমরপুরে এসেছিল। ধৃতদের শুক্রবার বহরমপুরে এনডিপিএস আদালতে তোলা হবে।’‌


হেরোইন পাচারের এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।


brown sugarrecovered from murshidabadtwo arrested

নানান খবর

নানান খবর

উত্তর কলকাতায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা যুবকের, তদন্তে পুলিশ

‘পুজো বলতে জগদ্ধাত্রীকেই বুঝি’, বিশ্ববাংলা জগদ্ধাত্রী সম্মানে চন্দননগরের ভূয়সী প্রশংসায় ইন্দ্রনীল সেন

রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল গ্রেটার নেতা বংশীবদন বর্মনকে

রক্তে ভাসছে চারপাশ, চা বাগানে উদ্ধার ম্যানেজারের দেহ

'চিলে কান নিয়ে গেছে', বাংলার প্রাচীন প্রবাদ যেন সত্যি হয়ে যাচ্ছে মুর্শিদাবাদের এই গ্রামে

প্রথম মহিলা যাকে সাজা দেওয়া হল, জেলে থাকতে হবে পাঁচ বছর

পুলিশ পরিচয়ে বর্ধমানে অন্তঃসত্ত্বা আইনজীবীকে মারধর, মৃত গর্ভস্থ সন্তান, কর্মবিরতিতে বর্ধমান বার অ্যাসোসিয়েশন

অজানা ফলের আতঙ্ক মাথাভাঙ্গা শহরে, বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা

রাজ্যে আয়ুষ্মান ভারত হেল্থ কার্ডের নামে তোলা হচ্ছে টাকা, বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ

টিউশন থেকে ফেরার পথে ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্তকে গাছে বেঁধে পুলিশকে খবর বাসিন্দাদের

বন্যপ্রাণীদের মধ্যেও বাড়ছে পুংলিঙ্গের আধিপত্য, গন্ডার সমাজে পুরুষের তুলনায় কমছে স্ত্রী প্রজাতিরা

মাটির টানে ১৩ হাজার কিমি পাড়ি, মিনেসোটা থেকে খড়দহে হাজির টেম্পরি, কী খুঁজছেন?

কোথাও শিলাবৃষ্টি, কোথাও তুমুল ঝড়, টানা তিনদিন জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা, জারি কমলা সতর্কতা

রাত তিনটেয় বারাসত আদালতের বিচারকক্ষে কারা? শুনলে চমকে উঠবেন আপনিও

লাইসেন্সবিহীন পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, মেমারি থেকে গ্রেপ্তার বিজেপি নেতা

সোশ্যাল মিডিয়া