বুধবার ০২ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | গোপনে জমির রেকর্ড বদলের অভিযোগ, আক্রান্ত তিন মহিলা, মারধর বিএলআরওকেও

Kaushik Roy | ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ১১Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: টাকা দিয়ে গোপনে জমির রেকর্ড বদল। প্রতিবাদ করতে গেলে বিএলআরও-র চেম্বারে তিন মহিলাকে বেধড়ক মারধর করা হয়। আবার বিএলআরও-কে মারধরের পাল্টা অভিযোগও উঠেছে। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও ভূমি দপ্তর সূত্রে জানা গিয়েছে, ‌হাসনাবাদের আমলানি গ্রাম পঞ্চায়েতের তকিপুর গ্রামের বাসিন্দা রাজেশ দাসের পারিবারিক একটি জমি গোপনে অন্য ব্যক্তির নামে রেকর্ড হয়ে গিয়েছে। 

 

রাজেশবাবু তা জানতে পারার পর ভূমি দপ্তরে বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু দপ্তরের পক্ষ থেকে সেই রেকর্ড পূর্বের মালিকের নামে ফিরিয়ে দেওয়া হয়নি। কয়েকজন মহিলা-সহ রাজেশ বাবুর পরিবারের লোকেরা এদিন সরাসরি হাসনাবাদ ভূমি দপ্তরের আধিকারিক তপনকুমার বসুর চেম্বারে প্রবেশ করেন। তপনবাবুকে তাঁরা সরাসরি প্রশ্ন করেন, কীভাবে গোপনে তাঁদের জমির রেকর্ড অন্য ব্যক্তির নামে বদল করে দেওয়া হল। ভূমি অধিকারিক তার সদুত্তর দিতে পারেননি বলে জমির মালিকের অভিযোগ। তখন ওই চেম্বারের ভিতরেই দু'পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। 

 

রাজেশবাবুর পরিবারের লোকেদের অভিযোগ, ভূমি আধিকারিকের দপ্তরের কর্মী ও বহিরাগতরা তাঁদের মারধর করে অফিস থেকে বের করে দিয়েছেন। তাতে তিন মহিলা জখম হন। আবার পাল্টা অভিযোগ উঠেছে, রাজেশবাবুর পরিবারের লোকেরাই বিএলআরও তপনবাবুকে প্রথমে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দু'পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। 

 

রাজেশ দাসের বড় বোন কাবেরী দাস বলেন, 'আমাদের পৈত্রিক জমি গোপনে অন্য ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেল। বিষয়টি নিয়ে আমরা একটি অভিযোগ করেছি। কিন্তু ভূমি অধিকারিকের কাছ থেকে কোনও সহযোগিতা পাচ্ছিলাম না। আজ তিনি আমাদের অফিসে আসতে বলেছিলেন। এখানে আসার পর আমাদের মারধর করা হয়েছে। আমরা অনেকেই আক্রান্ত হয়েছি। আমার ভাইয়ের স্ত্রী গুরুতর জখম হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।'

 

বিএলআরও তপনবাবু বলেন, 'জমি রেকর্ড বদলের ঘটনা নিয়ে একটা অভিযোগ হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। যাঁদের জমি রেকর্ড অন্য নামে বদল হয়ে গিয়েছে, তাঁরা আজ এসেছিলেন। তাঁদের আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম, উপযুক্ত তদন্ত করে জমির রেকর্ড পূর্ববর্তী মালিকের নামে ফিরিয়ে দেয়া হবে। কিন্তু তার আগেই আমার অফিসের চড়াও হয়ে আমাকে মারধর করা হয়েছে। পুলিশকে আমরা সিসিটিভির ফুটেজ দিয়ে দিয়েছি।'


Local NewsHasnabad NewsWest Bengal News

নানান খবর

নানান খবর

ইদের আনন্দ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে,মৃত ৪

বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে গিয়ে রহস্যমৃত্যু নাবালিকার, জঙ্গল থেকে উদ্ধার দেহ

সিঁদুরে মেঘ হল বৃষ্টি, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়, কোন স্বার্থ কেন্দ্রের?

চলো ঘুরে আসি, ভিক্ষুক সেজে শিশু চুরি মালদায়

‘এত পরিমাণ বাজি মজুত রাখার কারণ কী?’ পাথরপ্রতিমার ঘটনায় তদন্তে পুলিশ

দক্ষিণ ২৪ পরগণায় পাথরপ্রতিমায় বাজি বানানোর সময় বিস্ফোরণ, চার শিশু সহ সাত জনের মৃত্যু

সমাজে হত্যা ও ধর্ষণের প্রবণতা বৃদ্ধির নেপথ্যে প্রধান কারণ কী, মানসিক অবসাদ না কি সমাজমাধ্যম?

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হল না, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু সেনাকর্মীর

ঈদের আনন্দের মাঝেই শোকের ছায়া মুর্শিদাবাদে, পুড়ে ছাই বিঘের পর বিঘে চাষের জমি

খুশির ঈদে একই সঙ্গে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, রিষড়ায় সম্প্রীতির বার্তা দিলেন সকলেই

শেওড়াফুলিতে সারা বাংলা দ্বৈত ক্যারম প্রতিযোগিতা সমাপ্ত, চ্যাম্পিয়ন অমিত কর্মকার ও হায়দার আলি

দুর্যোগ মোকাবিলার নামে কাটা হচ্ছে গাছ! রেলের কাণ্ডে রেগে কাঁই আমজনতা, পরিবেশ বাঁচাতে শুরু আন্দোলন

সাত সকালে অবাক কাণ্ড, তাজ্জব সকলে, ইদের আগে আতঙ্কিত গোটা গ্রাম, ভয়ঙ্কর অভিযোগ তৃণমূল বিধায়কের

চারুমার্কেটের আবাসনে বরাকরের যুবকের রহস্যমৃত্যু, গুরুতর অভিযোগ বাবা-মায়ের

মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির, মুসলিম ভাইদের জন্য ইফতারের আয়োজন পুরোহিত-ব্রাহ্মণদের

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া