বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | পেত্রাতোসকে নামানোর আগে কী চলছিল মলিনার মাথায়? নিজেই সেই রহস্য ফাঁস করলেন বাগান কোচ

Kaushik Roy | ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৩৪Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: একাধিক রেকর্ড সঙ্গে নিয়ে আইএসএল লিগ শিল্ড পকেটে পুরেছে মোহনবাগান সুপার জায়েন্ট। দু’ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে বসে থাকাটাও একটা নজির। স্বাভাবিক ভাবেই এদিন হাসিখুশি দেখাল বাগান কোচ হোসে মলিনাকে। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে তিনি ফাঁস করলেন এক অন্য রহস্য। চলতি্ মরশুমে খুব একটা ভাল ফর্মে ছিলেন দিমিত্রি পেত্রাতোস। কিন্তু এদিন ফর্মে থাকা জেসন কামিংসকে বসিয়ে দিমিকে নামালেন মলিনা। আর সেখানেই ঘুরে গেল খেলা। গুরুত্বপূর্ণ ম্যাচে জয়সূচক গোলে দিমিত্রি বুঝিয়ে দিলেন কেন তাঁকে ‘মাঠের নতুন রাজা’ বলা হয়। কিন্তু ফর্মে থাকা ফুটবলারদের বসিয়ে দিমিত্রি কেন?

 

মলিনা জানালেন, ‘প্রথম হাফ সমানে সমানে হলেও দ্বিতীয় হাফে আমরা অনেক গোল করার সুযোগ তৈরি করেছি। নিজেদের মাঠে নিজেদের সমর্থকদের সামনে আমরা শিল্ড জিততে চেয়েছিলাম। সে কারণেই শেষের দিকে আক্রমণাত্মক খেলতে বলি দলকে। বলেছিলাম, একটা দল হিসেবে খেলতে। আমার মনে হচ্ছিল এই ম্যাচটা দিমির ম্যাচ হতে পারে। জানি না কেন, কিন্তু এটা আমার মাথায় ঘুরছিল। সে কারণেই দিমিকে নামাই’। গোল পেতে এদিন শেষের দিকে একাধিক পরিবর্তন করেছিলেন বাগান কোচ। সেই প্রসঙ্গেই তিনি জানালেন, ‘প্রথম একাদশ থেকে শুরু করে সবকটা পরিবর্তন ভেবেচিন্তেই করেছি। আক্রমণ বাড়ানোর জন্য টাংরিকে বসিয়ে থাপাকে নামিয়েছিলাম। শেষের দিকে লিস্টন ক্লান্ত হয়ে পড়ায় আশিককে নামাই। আক্রমণ বাড়াতেই কামিংসকে নামানো’।

 

তবে হাউসফুল যুবভারতীতে এদিন যে বাড়তি কোনও চাপ ছিল না তাও জানালেন মলিনা। তাঁর কথায়, ‘বাড়তি কোনও চাপ ছিল না। আমরা শুধু আমাদের সমর্থকদের সামনে নিজেদের মাঠে শিল্ড জিততে চেয়েছিলাম। চাপ ছিল গোয়ার, কারণ ওদের জিততেই হত। ওরা কেরালার বিরুদ্ধে জিততে না পারলে আমরা জিতে যেতাম, সেটা হল আসল চাপ। আমরা ওড়িশার সঙ্গে না জিতলে আরও দুটো ম্যাচ পেতাম। তবে এদিন জিতে যে শিল্ড এসেছে আমি তাতে খুশি’। চলতি মরশুমে মোহনবাগান যে ফর্ম দেখিয়েছে তা যেকোনো কোচেরই খুশি হওয়ার কথা। বাগান কোচও এদিন জানিয়ে গেলেন, ‘দলের খেলায় খুশি। যেভাবে আক্রমণ করেছে দল তাতে আরও আগেই গোল হতে পারত। তবে শেষ মুহূর্তে দিমি যে গোলটা তা অনবদ্য। ম্যানেজমেন্ট, সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ আমাকে কোচের দায়িত্ব দেওয়ার জন্য, আমার ওপর বিশ্বাস রাখার জন্য। আরও দুটো ম্যাচ রয়েছে, সেগুলোও জিততে চাই। আমাদের লক্ষ্য ছিল সমর্থকদের খুশি করা। সেটা করতে পেরেছি ভেবে ভাল লাগছে’।

ছবি: অভিষেক চক্রবর্তী


Sports newsMohunbaganIndian Super League

নানান খবর

নানান খবর

সতীর্থর গোল চুরি করে ক্ষমা চাইলেন রাফিনিয়া, বিষয়টা কী?

'ভাল ক্রিকেটের জন্য প্রস্তুতি নিই, নির্দিষ্ট পরিস্থিতির জন্য নয়', সিএসকে ম্যাচের আগে বললেন ভেঙ্কটেশ আইয়ার

ফের নেতৃত্বে ধোনি, আইপিএলের বাকি ম্যাচে সিএসকে-র ক্যাপ্টেন সেই মাহিই, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন রুতুরাজ!

আইএসএল ফাইনালের মোড় ঘুরিয়ে দিতে পারেন এই পাঁচ তারকা, তাঁরা কারা?

কনুইয়ে চোট, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কি নামবেন বাভুমা? শক্তি হারাল দক্ষিণ আফ্রিকা!

গতির ঝড় তুললেন আর্চার, গিলের উইকেট ওড়ালেন রাজস্থানের তারকা পেসার

পন্থের অখেলোয়াড়োচিত দুষ্টুমিতেই ম্যাচ হেরেছে কলকাতা! লখনউ অধিনায়কের কৌশল নিয়ে তুঙ্গে বিতর্ক

পাঁচটি ম্যাচে ২টিতে জয়, শক্তি বাড়াতে কলকাতা নিল তরুণ তারকাকে, গতির ঝড় তুলতে পারেন বল হাতে

রান নেই রোহিতের ব্যাটে, আইপিএলের মধ্যে দিয়ে এলেন নিজের জার্সি

সামনে ফ্রান্স মানেই বিপজ্জনক মার্টিনেজ, মাঠে নামার আগে সাঁ জাঁকে বিরাট বার্তা আর্জেন্টাইন গোলকিপারের

ব্যাটে ক্যালিপসোর মূর্ছনা তুলে রাসেলকে ধ্বংস করলেন পুরান, দুই ক্যারিবিয়ানের ব্যক্তিগত ডুয়েল জিতলেন লখনউ তারকা

দেড় বছর পরে গোল, গোল করে ভাইকে খুঁজলেন আপুইয়া, শেষ পর্যন্ত কি পেলেন?

আইপিএলে রান নেই, এর মধ্যেই বিরাট সম্মান পেতে চলেছেন রোহিত শর্মা

টি২০ ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ হল বিরাটের, সবচেয়ে বেশি রান কার জানুন 

ভরা আইপিএলের মাঝেই বিজেপিতে যোগ দিলেন ধোনির চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা, কে তিনি?

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া