শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ২৮Sampurna Chakraborty
সম্পূর্ণা চক্রবর্তী: দাদু এবং নাতির নাম এক। একজন সিনিয়র দিমিত্রি পেত্রাতোস, অন্যজন জুনিয়র দিমিত্রি পেত্রাতোস। মনে হতেই পারে, মোহনবাগানের ইতিহাস রচনার দিনে হঠাৎ দাদু-নাতির প্রসঙ্গ আসছে কেন? এদিন হোসে মোলিনার দলের লিগ শিল্ড জয়ের অন্তরালে লুকিয়ে রয়েছে এক দাদু-নাতির কাহিনী। চলতি মরশুম ভাল যায়নি দিমিত্রির। সর্বসাকুল্যে দুটো গোল। তাও আবার পেনাল্টি থেকে। মরশুমের অর্ধেক সময় বেঞ্চে বসেই কেটে গিয়েছে। সুযোগ মেলেনি। হাতেগোনা কয়েকটা ম্যাচে শুরু করেন। তাতেও সাফল্য পাননি। সবুজ মেরুন জার্সিতে সবচেয়ে খারাপ মরশুম। খেতাব জয়ী গোল না পেলে হয়তো এই বছরটা স্মৃতি থেকে মুছে ফেলতে চাইতেন দিমি।
রাতারাতি নায়ক থেকে খলনায়ক বনে গিয়েছিলেন। যে সমর্থকরা এতদিন তাঁকে মাথায় তুলে নাচত, তাঁরাই তাঁর বিদায়ের প্রহর গুনতে শুরু করেছিল। এই জায়গা থেকে প্রত্যাবর্তন করা সহজ নয়। কিন্তু অজি তারকাকে কে উদ্দীপ্ত করেছে জানেন? তাঁর দাদু। সর্বক্ষণ দিমিকে জিজ্ঞেস করতেন, কেন গোল করতে পারছো না? দাদুর এই কথা কানে বাজত প্রেত্রাতোসের। এটাই তাঁকে গোলে ফেরার তাগিদ জোগায়। খুশির সময় পরিবারকে ভোলেননি। গোল উৎসর্গের তালিকা লম্বা। তারমধ্যেও দাদুর বিশেষ উল্লেখ করেন। দিমিত্রি বলেন, 'আমি এই গোল ফ্যান, সতীর্থ, দলের সদস্য, আমার পরিবার যারা সবসময় আমার পাশে থেকেছে, স্ত্রী, বাচ্চা, মা-বাবা, ভাই-বোন, দাদু-ঠাকুমাকে উৎসর্গ করছি। দাদুর কথা বিশেষভাবে বলতে হবে। কারণ দাদু সবসময় আমাকে জিজ্ঞেস করত, আমি কেন গোল করতে পারছি না?'
গত আড়াই বছরে সবুজ মেরুন জার্সিতে প্রচুর গোল করেছেন। গোয়ায় আইএসএলের চ্যাম্পিয়নশিপ ম্যাচ থেকে শুরু করে ডুরান্ড ফাইনাল, ডার্বি, একাধিক গুরুত্বপূর্ণ গোল রয়েছে। তবুও এই গোলকে মোহনবাগানের জার্সিতে সেরা তিনের মধ্যে রাখছেন। দিমিত্রি বলেন, 'অবশ্যই এই গোল সেরা তিনে জায়গা পাবে। কারণ যে পরিস্থিতি এবং পরিবেশে গোলটা করেছি, সেটা আলাদা। এটার সঙ্গে আবেগ জড়িয়ে আছে।' গত দু'মাস কেরিয়ারের কঠিনতম সময়। বহু সমালোচনা কানে এসেছে। সমর্থকদের থেকে বিরূপ ব্যবহারও পেয়েছেন। কিন্তু হাল ছাড়েননি। দাঁতে দাঁত চেপে পড়ে ছিলেন। সেই কারণেই হয়তো গোলের পর অভিনব সেলিব্রেশনে মাতেন। ঠিক কী চলছিল তাঁর মনে?
দিমিত্রি বলেন, 'খারাপ সময় ফুটবলের অঙ্গ, জীবনের অঙ্গ। আমি গোল করার কথা ভাবিনি। মাঠে নেমে নিজের সেরাটা দিতে চেয়েছিলাম।জানতাম এক মিনিট পার্থক্য গড়ে দিতে পারে। তারমধ্যে নিজের সেরাটা দিতে হবে। সেটব্যাক জীবনের অঙ্গ। কিন্তু হাল ছাড়া যাবে না। আমি মনে করি না শেষ দুই মাস ব্যর্থ হয়েছি। একমাত্র থেমে গেলে ব্যর্থতা আসে।' ছন্দে থাকা জেসন কামিন্সের আগে পেত্রাতোসকে নামানোর ফাটকা খেলেন হোসে মোলিনা। ম্যাচ শেষে মোহনবাগানের কোচ জানান, তাঁর মনে হয়েছিল এটা দিমির ম্যাচ হতে পারে। মোলিনার মান রাখেন অজি তারকা। তবে লিগ শিল্ডেই থামতে চান না। এবার আইএসএল চ্যাম্পিয়নশিপের টার্গেটে নতুন লড়াই শুরু করবেন দিমিরা।
ছবি: অভিষেক চক্রবর্তী
নানান খবর
নানান খবর

বোর্ডের চুক্তিতে প্রমোশন হচ্ছে এই দুই ক্রিকেটারের, কারা তাঁরা?

আইপিএলের মাঝপথেই দেশে ফিরছেন কামিন্স? স্ত্রীর পোস্টে শুরু জল্পনা

রোহিত কবে রান পাবেন? একেবারে দিন জানিয়ে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার

স্বামীর সঙ্গে স্ত্রীও যখন ফুটবল কোচ, বিদেশে ভবিষ্যতের 'গুরবিন্দর' তৈরির সাধনায় ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা

দ্রাবিড়ের সঙ্গে ঝামেলা শুরু স্যামসনের! ভিডিও ঘিরে জোর বিতর্ক

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম?

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই

এবারের আইপিএলে প্রথম সুপার ওভার, রক্তের গতি বাড়িয়ে দেওয়া ম্যাচে রাজস্থানকে হারাল দিল্লি

টেস্টে রোহিতের ভবিষ্যৎ কী? আইপিএলের মধ্যেই তাঁকে নিয়ে জল্পনা দূর করলেন হিটম্যান

রহস্য মৃত্যু ফুটবলারের, এগারো তলা থেকে পড়ে প্রাণ হারালেন গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার

কেকেআর-পাঞ্জাব ম্যাচে অদ্ভুত ঘটনা, ভেঙ্কটেশ আইয়ার নিলেন এক রান, স্কোরবোর্ডে যোগ হল পাঁচ রান, কিন্তু কেন?

একই দলের হয়ে এবার খেলবেন মেসি ও রোনাল্ডো, কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে দুই মহাতারকাকে?