বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
AD | ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ০৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: এক সপ্তাহের বেশি সময় ধরে স্বাস্থ্যজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন পোপ ফ্রান্সিস। ৮৮ বছর বয়সী পোপ বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্ট অনুভব করার পর হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তাঁর উভয় ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে। গত ১৪ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে রয়েছেন পোপ। শেষ ২৪ ঘণ্টায় তাঁর স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। ভ্যাটিকান প্রথমবারের মতো তাঁর শারীরিক অবস্থাকে 'সঙ্কটজনক' বলে বর্ণনা করেছে।
গত দু'বছর ধরে নানাবিধ অসুস্থতায় ভুগছিলেন পোপ। ফুসফুসের সংক্রমণের ঝুঁকি রয়েছে তাঁর। তরুণ বয়সে তাঁর প্লুরিসি রোগ হয়েছিল এবং তাঁর একটি ফুসফুসের অংশবিশেষ কেটে বাদ দেওয়া হয়েছিল। তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় মৃত্যুর আশঙ্কা করছেন ভক্তরা।
একই বছরের ২০১৩ সালে ২৮শে ফেব্রুয়ারি পোপ বেনেডিক্ট ষোড়শের পদত্যাগের পর ১৩ই মার্চ ফ্রান্সিস পোপের দায়িত্ব গ্রহণ করেন। ঐতিহ্যগতভাবে, ক্যামারলেঙ্গো (ভ্যাটিকানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা) পোপের মৃত্যুর খবর নিশ্চিত করেন। বর্তমানে এই পদে রয়েছে আইরিশ কার্ডিনাল কেভিন ফারেল। পোপের মৃত্যু হলে ফারেলই তাঁকে প্রথম দেখতে যাবেন। এর পর তাঁর নাম ধরে ডেকে আরও একবার জাগিয়ে তোলার চেষ্টা করা হবে। চিকিৎসায় সারা দেওয়া বন্ধ করে দিলে ঐতিহ্য অনুযায়ী, তাঁর স্বাক্ষরের আংটিটি বিকৃত বা ধ্বংস করা দেওয়া হবে। তাঁর আংটি পোপের নথির সীলমোহর হিসেবে কাজ করে। আংটি বিকৃত বা ধ্বংস করে দেওয়ার অর্থ তাঁর রাজত্বের সমাপ্তি। পোপের বাসস্থানগুলি সিল করে দেওয়া হবে। ক্যামারলেঙ্গো ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচালনা পর্ষদকে জানাবেন যে পোপ মারা গিয়েছেন। এরপর ভ্যাটিকান গণমাধ্যমে এক বিবৃতি দিয়ে বিশ্ববাসীকে পোপের মৃত্যুর খবর জানাবে।
পোপের মৃতদেহ সাধারণত মৃত্যুর চার থেকে ছয় দিনের মধ্যে সমাহিত করা হয়। এর নেতৃত্বে থাকেন কলেজ অফ কার্ডিনালসের ডিন। বর্তমানে সেই পদে রয়েছেন ৯১ বছর বয়সী ইতালীয় জিওভান্নি বাতিস্তা রে। সাধারণত, পোপকে ভ্যাটিকান গ্রোটোসে সমাহিত করা হয়, যা সেন্ট পিটারস ব্যাসিলিকার নীচে অবস্থিত। যদিও, ২০২৩ সালে একটি সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস বলেছিলেন রোমের সান্তা মারিয়া ম্যাগিওর ব্যাসিলিকায় যেন তাঁর দেহ রাখা হয়। দেহ সমাধি দেওয়ার পর নয় দিন শোক পালন করা হবে।
পোপের শেষকৃত্যের প্রায় তিন সপ্তাহ পর নতুন পোপ নির্বাচন করা হবে একটি অত্যন্ত গোপনীয় প্রক্রিয়ার মাধ্যমে। গত ৭০০ বছর ধরে এই ঐতিহ্য চলে আসছে। কলেজ অফ কার্ডিনালস সিস্টিন চ্যাপেলে একটি সম্মেলন আয়োজনের জন্য আহ্বান জানাবে। সেখানে ভোটাভুটির মাধ্যমে নতুন পোপকে বেছে নেওয়া হবে। অন্তত দুই তৃতীয়াংশ ভোটে জয়ী হতে হবে। কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলে, কার্ডিনাল পিয়েত্রো পারোলিন, কার্ডিনাল উইম এইক, কার্ডিনাল পিটার এর্দো, কার্ডিনাল মারিও গ্রেচ, কার্ডিনাল মাতিও মারিয়া জুপ্পি, কার্ডিনাল রেমন্ড বুর্কে, কার্ডিনাল ফ্রিডোলিন অ্যামবঙ্গো বেসুঙ্গু পোপের পদের অন্যতম দাবিদার।
নানান খবর
নানান খবর

আশঙ্কার মাঝেই জোর কম্পন, বুধ সন্ধেয় কেঁপে উঠল জাপান

বাড়ি ফিরতেই উৎফুল্ল, আবেগঘন সুনিতা জড়িয়ে ধরলেন পোষ্যকে

ছিলেন ডেলিভারি বয়, এক রাতেই খুল গেল কপাল! পাকিস্তানি বন্ধুর দৌলতে কী হল, শুনলে চমকে যাবেন

বাজারে আসতে চলছে প্লাস্টিকের ‘যম’, আশার কথা শোনালেন গবেষকরা

কাটা হাত ভেবে খুনের মামলা দায়ের, আসলে ছিল 'আদর পুতুল'!

উল্টোপথে ঘুরছে পৃথিবী, বিরাট চিন্তায় বিজ্ঞানীরা

ফিরে এল ১৩০ বছর পর, চিন্তার কালো মেঘ বিজ্ঞানীদের মনে

মঙ্গলে রয়েছে জলের সমুদ্র, নাসার হাতে অবাক করা তথ্য

কাজ হারাতে চলেছেন ২ হাজার আইটি কর্মী, কেন এমন সিদ্ধান্ত নিল এই মার্কিন প্রতিষ্ঠান

বিপুল টাকা পাওয়া যাবে, প্রস্তাব পেয়েই মা হতে রাজি হল নাবালিকা! তারপর

কুমির-ঘড়িয়ালের ভয়ঙ্কর লড়াই! আঁতকে ওঠার মতো দৃশ্য ভাইরাল নেটদুনিয়ায়

ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে নথি হাতিয়ে পালানোর চেষ্টা, ব্যংককে গ্রেপ্তার চার চীনা নাগরিক

ভূমিকম্পই যুগলের জীবনে ডেকে আনল কাল, ভাইরাল ভিডিও

মানবাধিকার এবং গণতন্ত্র নিয়ে উল্লেখযোগ্য কাজ, নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী

‘৬-৭জনের চিৎকারে রীতিমতো বিরক্ত সকলে’, কেলগ-কাণ্ডে মমতা ব্যানার্জির পাশে ছিলেন যিনি, করণ বিলিমোরিয়া জানালেন সবটা