শনিবার ২৬ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৩ : ২০Rahul Majumder
সংবাদসংস্থা মুম্বই:
বেড়েই চলেছে ‘ছাবা’র গর্জন!
বেড়েই চলেছে 'ছাবা'র গর্জন। মুক্তি পাওয়ার পর থেকেই শিরোনামে ভিকি কৌশল-রশ্মিকা মন্দানা অভিনীত ছবি ‘ছাবা’। ছবিতে জেশুবাঈ ভোঁসলে এবং ছত্রপতি শম্ভাজি মহারাজ-এর চরিত্রে ধরা দিয়েছেন রশ্মিকা এবং ভিকি। ‘ছাবা’তে মুঘলসম্রাট ঔরঙ্গজেব-এর ভূমিকায় রয়েছেন অক্ষয় খান্না। মুক্তি পাওয়ার পর থেকেই দারুণ চর্চিত এই ছবি। বিশ্বব্যাপী ভাল ব্যবসা করার পাশাপাশি এই ছবি ঘিরে দর্শকের নানান কিসিমের উন্মাদনার মুহূর্তও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এবার ৩০০ কোটি টাকার ক্লাব ছুঁয়ে ফেলল 'ছাবা'। এখনও পর্যন্ত বক্স অফিসের নিরিখে ভিকির কেরিয়ারে সবথেকে সফলতম ছবি হয়ে দাঁড়াল এটি। এতদিন পর্যন্ত এই তকমা ছিল 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক'-এর। ৩৪২ কোটি টাকা যায় করেছিল সেই ছবি। এখনই সেখানে 'ছাবা'র আয় ৩৪৩ কোটি টাকা।
‘খিলাড়ি’র প্রসঙ্গে চটলেন ‘বাবু ভাইয়া’
বছরে চার-পাঁচটি ছবি মুক্তি পায় অক্ষয় কুমারের। হিট অথবা ফ্লপ, যাই-ই হোক না কেন ছবি মুক্তির গড় একই থাকে তাঁর। তবে শেষ কয়েকবছরে অক্ষয়ের ঝুক্তিতে কোনও হিট নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে, সেই প্রসঙ্গে পরেশ রাওয়ালকে জিজ্ঞেস করা হলে খানিক মেজাজ হারালেন পরেশ রাওয়াল। বর্ষীয়ান অভিনেতার কথায়, “অক্ষয় কাজ করতে ভালবাসে তাই করছে। লোকে ওঁর কাছে ছবির প্রস্তাব নিয়ে যায়, ও তার মধ্যে বাছাই করে কাজ করে। ও তো আর বিনে পয়সায় কাজটা করছে না। প্রযোজকেরা টাকা দিচ্ছে তাই ও করছে। আর সবথেকে বড় কথা, অক্ষয় তো আর চুরি-ডাকাতি করছে না, চিটিংবাজিও করছে না। স্রেফ নিজের কাজটা করছে। তাতে অন্য কারও তো কোনও অসুবিধে থাকার কথা নয়!”
জামাইবাবু সইফ
রাজ কাপুরের দৌহিত্র অভিনেতা আদর জৈন এবং আলেখা আদবানির বিয়ে নিয়ে সরগরম ছিল মুম্বই। প্রায় সপ্তাহখানেক ধরে চলছে বিয়ের নানা অনুষ্ঠান। আদরের বিয়েতে দেখা গিয়েছে তাঁর জামাইবাবু সইফ আলি খান, করিনা-সহ কাপুর পরিবারের অন্যদের। বিয়েতে জামাইবাবুর দায়িত্ব- নিষ্ঠাভরে পালন করেছেন সইফ। এখনও পুরোপুরি সেরে ওঠেননি তিনি। তবু নিজের দায়িত্ব পালন থেকে বিচ্যুত হননি তিনি। অনুষ্ঠানে আদরের গলায় পরিয়ে দেন মালা। তারপর তাঁকে স্নেহভরে বুকে টেনে নেন সইফ। নীচু স্বরে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কিছু পরামর্শও দিতে দেখা যায় বলি-তারকাকে। পিছনে তখন হাসিমুখে, হুল্লোড়ে মেজাজে করিনা। আদর-সইফের সেই মুহূর্তের ভিডিও মন ছুঁয়েছে নেটপাড়ার।
নানান খবর

নানান খবর

বৃদ্ধাশ্রম নয়, বাবা-মা'দের জন্য ক্রেশ গড়ে তুললেন রাখি গুলজার! 'আমার বস'-এর ট্রেলারে ফুটল আর কোন চমক?

অস্ত্র হাতে রাজকুমার, গর্জে উঠছেন প্রসেনজিৎ— আসছে ‘মালিক’!

পেট ভরে মাংস খাওয়ানোর পর প্রযোজককে দিয়ে থালা মাজিয়েছিলেন নানা পাটেকর! জানেন সেই ঘটনা?

ঘোর বিপত্তি 'রাজা শিবাজী'র শুটিং ফ্লোরে! রিতেশের চোখের সামনে নদীতে তলিয়ে গেলেন কোরিওগ্রাফার

এআর রহমানকে সাধারণ বিদ্যুৎকর্মী ভেবে নিয়েছিলেন কাশ্মীরি মেয়েরা! কিন্তু কেন?

কোনও ছবির প্রিমিয়ারে আর যাবেন না স্বস্তিকা মুখোপাধ্যায়! কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

‘ও আমাকে ডুবিয়ে দিতে চেয়েছিল’, বরুণের জন্মদিনে বিরাট অভিযোগ পুজা হেগড়ের, দেখালেন হাতেগরম প্রমাণও!

জুয়ার রাজপথে বিজয় বর্মা! শেষ হল ‘মটকা কিং’-এর শুটিং, অভিনব কায়দায় ঘোষণা অভিনেতার

‘সীতা’ হতে চেয়েছিলেন ‘কেজিএফ’ নায়িকা! দিয়েছিলেন অডিশনও, তবু কীভাবে সেই চরিত্রে সুযোগ পেলেন সাই পল্লবী?

অভিনয়ে ফিরলেন মুনমুন সেন, সুস্মিতার সঙ্গে জুটিতে কোন গল্পে দেখা যাবে অভিনেত্রীকে?

নরক হয়ে উঠছে কাশ্মীর, আর সহ্য করা যায় না: সলমন খান

পহেলগাঁও কাণ্ডের রেশে বিপাকে ফাওয়াদ খান, আটকে যাচ্ছে পাকিস্তানি অভিনেতার ‘আবির গুলাল’-এর মুক্তি?

স্বামীর নিথর দেহের পাশে বসে স্ত্রী, পহেলগাঁও-এর ঘটনায় ঘিবলি ছবি পোস্ট দর্শনার, ট্রোলিংয়ের শিকার হতেই কী বললেন অভিনেত্রী?

‘ম্যায়নে প্যায়ার কিয়া ২’-এ নেই সলমন! বরজাতিয়ার ছবিতে কে হচ্ছেন নতুন ‘প্রেম’?

যেখানে ভালবাসা পেয়েছিলাম, সেখানেই আজ মৃত্যু নাচছে…! জঙ্গি হানায় ক্ষতবিক্ষত কাশ্মীর, কেঁদে উঠলেন বিজয়