বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ৪৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: অতর্কিত হামলায় চপারের আঘাতে কাটা যেতে বসেছিল দুই হাতের পাঞ্জাই। সেই ঘটনার প্রায় পাঁচ মাস পর জীবন ফিরে পেলেন রমজান। এসএসকেএমের চিকিৎসকদের বদান্যতায় নতুন জীবন ফিরে পেলেন যুবক।
ঘটনার সূত্রপাত গত বছর ১৫ আগস্টে। ওই দিন রাতে ফুটবল খেলা নিয়ে এলাকার বেনিয়াপুকুর এলাকার বাসিন্দা ছাটন কাল্লুর সঙ্গে বচসা হয় বাঁধে স্থানীয় যুবক রমজানের। এলাকাবাসীদের মধ্যস্থতায় ওই দিনের মতো ঝামেলা থেমে গেলেও, প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ছিলেন ছোটন। পরের দিন অর্থাৎ ১৬ আগস্ট রমজান তাঁর বন্ধুদের সঙ্গে এলাকার একটি কারখানার ভিতরে বসে আড্ডা মারছিলেন। বিকেল ৩টে নাগাদ ছোটন এলাকার বাইরের বেশ কিছু ভাড়াটে গুন্ডাদের সঙ্গে নিয়ে অতর্কিতে হামলা করেন রমজানের উপর। প্রথমে রমজানের দুই হাতের পাঞ্জার উপর চপার দিয়ে আঘাত করা হয়। এরপর বন্দুক দিয়ে গুলি করতে গেলে বন্দুক বিকল হয়ে যায়। তাই গুলি চলেনি। হইহট্টগোলে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে চলে এলে সেখান থেকে পালিয়ে যায় পাঁচ দুষ্কৃতী।
এলাকাবাসীরা রমজানকে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করে বেনিয়াপুকুর থানার পুলিশ। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিগম ওরফে শেখ গুলাম, বিল্লা ওরফে শেখ শাহনওয়াজ, লাভো ফিরোজ ওরফে মহম্মদ ফিরোজ, ডাকু ফইয়াজ ও ছাটন কাল্লু ওরফে শেখ শাহনওয়াজ-এর খোঁজ শুরু করে পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়। বাকি দুজন ছাটন কাল্লু ও তাঁর এক সাগরেদ পালিয়ে যায় নেপালের কাঠমান্ডুতে। পুলিশ জানিয়েছে, তদন্তের জাল গুটিয়ে আনা হয়েছে। খুব শীঘ্রই দু'জনে ধরা পড়বে।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রমজান জানিয়েছেন, এলাকায় মুরগির ব্যবসা রয়েছে তাঁর। কয়েক বছর আগে বিয়েও করেছেন। তাঁর অভিযোগ, পার্ক সার্কাস এলাকার হাড্ডিবাগানের ঝুপড়ি পাড়ার বাসিন্দা ছাটন কাল্লু এলাকায় মহিলাদের ওপরে বিগত বেশ কিছুদিন ধরে অত্যাচার চালাত। গরিব মানুষের ঝুপড়ি বা বাড়ি কেড়ে নিয়ে চড়া দামে পুনরায় বেআইনি নির্মাণ করে বিক্রি করত। একই সঙ্গে বহু মেয়েদের জোর করে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানিও করত। তাঁকে মদত দিতেন দাঁড়াপাড়া এলাকার প্রোমোটার শেখ আলম নামে এক ব্যক্তি। কাল্লুর কুকর্মে বাধা দেওয়াতেই তাঁর উপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ রমজানের।
রমজান আরও জানিয়েছে, ১৬ আগস্টের হামলার পর তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল চিত্তরঞ্জন মেডিকেল কলেজে। পরিস্থিতির ভয়াবহতা দেখে সেখান থেকে তাঁকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা হয়। গত সপ্তাহেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। নতুন করে জীবন ফিরে পাওয়ায় চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছে রমজান।
নানান খবর

নানান খবর

টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনে শুরু হল IncubES 2025, জাতীয় ইনভেস্টর-স্টার্টআপ সম্মেলন

কসবায় শিক্ষকদের আন্দোলনে ভাঙচুরের ঘটনায় কলকাতা পুলিশের স্বতোঃপ্রণোদিত পদক্ষেপ, কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ!

মাত্র ১০ মিনিটের আনন্দ, অবশেষ পরিণতি মৃত্যু! কতটা সতর্ক জনগণ, কী বলছেন বিশেষজ্ঞরা

একদিনে মিছিল একাধিক, হয়রান সাধারণ মানুষ, কোথায় পরিস্থিতি কেমন? সোশ্যাল মিডিয়ায় আপডেট ট্রাফিক পুলিশের

মহাবীর জয়ন্তীতে ১০ এপ্রিল রাজ্যে সরকারি ছুটি, বিশ্ব নবকার মহামন্ত্র দিবসের মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগ, সাইবার পুলিশের হাতে গ্রেপ্তার আট জন

মহাবীর জয়ন্তীতে কম চলবে মেট্রো, দেখে নিন একনজরে

এসি বাসে অগ্নিকাণ্ড, তারপর যা হল শুনলে চমকে যাবেন

ফের ভয়াবহ দুর্ঘটনা কলকাতায়, চিংড়িঘাটায় সরকারি বাসের চাকা পিষে দিল স্কুটার আরোহীকে

নাবালিকা প্রসূতি: অশিক্ষায় গর্ভাবস্থা নাকি সামাজিক ব্যাধি?

ভরা বাজারে বেপরোয়া গতিতে ঢুকে পড়ল গাড়ি, কমপক্ষে ১০ পথচারীকে ধাক্কা, ঠাকুরপুকুরে ভয়াবহ দুর্ঘটনা

পাল্টে গেল চেহারা, নতুন রূপে শিয়ালদহ ডিআরএম বিল্ডিং

নতুন দিশায় পিয়ারলেস হাসপাতাল : চিকিৎসা ব্যবস্থায় অটিজম শিশুদের নিয়ে যুগান্তকারী পদক্ষেপ

গ্রিসের থেসালি বিশ্ববিদ্যালয় ও ভারতের সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের যুগান্তকারী সহযোগিতা: মেডিক্যাল শিক্ষায় নতুন দিগন্ত

মাথার উপর দিয়ে চলে গেল বেপরোয়া বাস, ওয়েবেল মোড়ে মৃত্যু ২৫ বছরের তথ্যপ্রযুক্তি কর্মী তরুণীর

সিপিএমে ফের দুই তরুণ নেতাকে ঘিরে বিতর্ক, অস্বস্তিতে দল