বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Mortar Shell recovered from Ghish River in Jalpaiguri

রাজ্য | ঘিস নদী থেকে আবারও উদ্ধার মর্টার শেল, কীভাবে নদীতে আসছে এত বিস্ফোরক, তৈরি হয়েছে রহস্য

AD | ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ১০Abhijit Das


অতীশ সেন, ডুয়ার্স: জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ি সংলগ্ন ঘিস নদীতে আবারও পাওয়া গেল বিস্ফোরক মর্টার শেল। বিগত প্রায় এক বছরে বিভিন্ন সময়ে এই ঘিস নদীর চর থেকে পরপর পাঁচবার বিস্ফোরক মর্টার শেল উদ্ধার হয়েছিল। পরে সেগুলি সেনাবাহিনীর আধিকারিকেরা এসে নিষ্ক্রিয় করেন। শুক্রবার আবারও একটি মর্টার শেল পাওয়া যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

জানা গিয়েছে, শুক্রবার দুপুরে ঘিস নদীতে পাথর তোলার কাজ করার সময় কয়েকজন শ্রমিক নদীর পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির নিচে ওই মর্টার শেলটিকে দেখতে পান। এর আগেও কয়েকবার এরকম শেল এই এলাকা থেকে উদ্ধার হওয়ায় শ্রমিকদের বস্তুটি কী, তা চিনতে অসুবিধা হয়নি। তাঁরাই খুঁটির নীচে সেটিকে রেখে পুলিশকে খবর দেন। এর পাশাপাশি বস্তিবাসীদের সতর্ক করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেনাবাহিনীকে খবর দেয়া হয়েছে। শনিবার তারা এসে মর্টার শেলটিকে পরীক্ষা করে দেখবেন। এরপর প্রয়োজন মতো সেনার তরফ থেকে সেটিকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হবে। 

কীভাবে ঘিস নদীতে বার বার বিস্ফোরক মর্টার শেল পাওয়া যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ২০২৩ সালের অক্টোবর মাসে তিস্তার আচমকা জলচ্ছাসে সিকিমে অবস্থিত সেনাবাহিনীর একটি ছাউনি ভেসে গিয়েছিল। এর ফলে বহু বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র তিস্তার জলে ভেসে যায়। পরবর্তীতে সেগুলি জলপাইগুড়ি সংলগ্ন তিস্তার নিম্ন অববাহিকার বিভিন্ন এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যরা খানিকটা উদ্ধারও করেন। তবে এই সমস্ত অস্ত্র তিস্তা থেকে ভেসে ঘিস নদীতে আসা কোনও মতেই সম্ভব নয়। কারণ তিস্তা নদীর উৎস এবং গতিপথ থেকে ঘিস নদীর উৎস ও গতিপথ  সম্পূর্ণ আলাদা। আবার ঘিস নদী প্রবাহিত হয়ে যেখানে তিস্তা নদীতে মিশেছে সেই এলাকার 'তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জ'-এ সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্রের মহড়া অনুষ্ঠিত হয়। সেখানে ব্যবহৃত মর্টার শেল নদীর স্রোতের বিপরীতে উচ্চগতির দিকে ভেসে আসাও সম্ভব নয়। কালিম্পং জেলার গীতবিয়ং, গীতখোলা প্রভৃতি এলাকা থেকে বিভিন্ন ঝোড়া ও পাহাড়ি নদীর জলে ঘিস নদী সৃষ্টি হয়েছে। এই সমস্ত এলাকা থেকেই একমাত্র এই শেল নদীতে ভেসে জাতীয় সড়কের কাছাকাছি এলাকায় চলে আসা সম্ভব। দূর্গম এই পাহাড়ি এলাকায় অতীতে এমন বিস্ফোরক পদার্থ কেউ কোনও কারণে মজুত করেছিল কি না, সে বিষয়ে স্থানীয় বাসিন্দারা সন্দেহ প্রকাশ করছেন।


GhishRiverMortarShellIndianArmyJalpaiguri

নানান খবর

নানান খবর

বাড়ি পৌঁছনোর নামে রিসর্টে নিয়ে যায়, তারপরেই যুবতীকে গণধর্ষণ, হাসনাবাদে ভয়ঙ্কর কাণ্ড

ভয় দেখিয়ে ধর্ষণ, তার জেরেই অন্তঃসত্ত্বা নাবালিকা, ঘৃণ্য অপরাধে প্রতিবেশী দাদুকে কড়া সাজা

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ দেওয়াল, হাওড়ায় মৃত্যু এক শ্রমিকের, আহত আরও ২

একনাগাড়ে বৃষ্টি, বজ্রপাত! কালবৈশাখীর দাপটে তোলপাড় হবে বাংলা, পয়লা বৈশাখেও দুর্যোগের ঘনঘটা

মাটি নিয়ে গবেষণার মাঝেই ইসরো-তে চাকরির ডাক, ময়ূরাক্ষীর বিরাট সাফল্যে উজ্জ্বল দিনহাটা

অগ্নিদগ্ধ ব্যবসায়ী পরিবার, আগুনে ঝলসে চার জন ভর্তি হাসপাতালে

ভাবছেন এই গরমে কোথায় পাবেন স্বস্তি? ঘুরে আসতে পারেন 'অফবিট' এই জায়গা থেকে

বিয়ের দাবিতে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ধরনায় যুবতী! হাতে প্ল্যাকার্ড 

পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রী, জনতার মারে হাসপাতালে ভর্তি গাড়ির চালক

পড়ে রইল খাবার, পাত্র-পাত্রী দু'পক্ষের মধ্যে তুমুল ইট ছোড়াছুড়ি

মুখ্যমন্ত্রীর আশ্বাসেই বিশ্বাস, রিষড়ার এই স্কুলে যোগ দিলেন চাকরিহারা শিক্ষকরা

নতুন বাইক নিয়ে 'জয়রাইড', সেতু থেকে খালে পড়ে থামল দুরন্ত গতি

বিয়ের তিরিশ বছর পর বধূ নির্যাতন, স্ত্রীকে আগুনে পুড়িয়ে খুন, যাবজ্জীবন কারাদণ্ড বলাগড়ের বৃদ্ধের

জীবনের ঝুঁকি নিয়েই জঙ্গলে প্রবেশ করলেন মৌলেরা, শুরু মধু সংগ্রহের কাজ

ফের ডুয়ার্সের ঘিস নদীর চরে উদ্ধার মর্টার শেল, কোথা থেকে এল? চরম ধোঁয়াশা

মানা হল না নির্দেশ, শোভাযাত্রায় অস্ত্র হাতে সামিল হল আট থেকে আশি

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য বেলঘরিয়ায় 

রাজবংশী ভাষায় প্রকাশিত হল প্রথম রামায়ন

অ্যাম্বুলেন্স চালকের দাদাগিরি, তাতেই হয়রান প্রসূতির জীবন সংকটে

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া