মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Rahul Majumder | | Editor: Syamasri Saha ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ১৩Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ১২ বছর পর আসছে ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েল কিলবিল সোসাইটি। এবং প্রথমটির মতো এটিরও প্রধান কারিগরের নাম সৃজিত মুখোপাধ্যায়। পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো কিলবিল সোসাইটির টুকিটাকি বিষয় যত সামনে আসছে, তত মালুম হচ্ছে এই ছবির পরতে পরতে লেগে রয়েছে চোখ কপালে তোলার মতো চমক। তার সাম্প্রতিকতম উদাহরণ বাংলার দুই রক শিল্পী রূপম ইসলাম এবং ‘ক্যাকটাস’-এর গায়ক সিদ্ধার্থ রায় ওরফে সিধু। ‘কিলবিল সোসাইটি’তে একসঙ্গে একটি গান গেয়েছেন তাঁরা! জানিয়ে রাখা ভাল, এই প্রথম একসঙ্গে তাঁরা গান গাইলেন কোনও ছবিতে! ‘রেফারির বাঁশি’ শীর্ষক এই গানের কথা সৃজিতের, সুর দিয়েছেন তমালিকা গোলদার।
সৃজিত মুখোপাধ্যায় রেকর্ডিং স্টুডিও থেকে রূপম-সিধুর সঙ্গে একটি নিজস্বী তুলে তা সমাজমাধ্যমে পোস্ট করার পাশাপাশি এই খবর ভাগ করেন। ক্যাপশনে ছোট্ট করে লেখেন, “ইতিহাস তৈরির পথে...” পরিচালকের ইঙ্গিত বোঝার জন্য কোনও পুরস্কার নেই। আর এই ‘ইতিহাস’ তৈরির বিষয়টি আরও একটু বিশদে জানার সাক্ষী থাকার জন্য রূপম ইসলাম ও সিধুর সঙ্গে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন।
প্রশ্ন ছিল, যাঁর সঙ্গে তাঁর গানের দ্বৈরথ একসময় চর্চিত ছিল চায়ের কাপের আড্ডা থেকে বাংলা ব্যান্ডপ্রেমীদের মধ্যে, সেই সিধুর সঙ্গে ভাগ করে গান গাওয়ার প্রস্তাব শুনে রূপমের প্রাথমিক প্রতিক্রিয়া কী ছিল? রাজি-ই বা হলেন কেন? রূপমোচিত ছন্দে জবাব আসে, “সৃজিত প্রথমেই ‘কিলবিল সোসাইটি’র এই গানের বিষয়টি বলার পাশাপাশি ওঁর ভাবনাটাও ভাগ করে নিয়েছিলেন। জানিয়েছিলেন, তিনি চান এই গানটি যেন আমি এবং সিধু একসঙ্গে গাই। সৃজিতের প্রথম ছবি থেকে শুরু...তারপর ওঁর প্রায় প্রতিটি ছবিতেই আমি গান গেয়ে এসেছি। সৃজিতের ছবিতে গান গাইতে আমার ভাল লাগে। এবং সৃজিতের এই গানের প্রস্তাব ফেরাবই কেন? ফেরানোর প্রশ্নটাই বা আসছে কেন? প্রথমত, এই গান শুনে পছন্দ হয়েছিল এবং দ্বিতীয়ত এটা তো ওঁর ছবি। সৃজিত তো পরিচালক। ওঁর পরিকল্পনা, ভাবনা অনুযায়ী-ই কাজ করবেন। তাছাড়া, সৃজিতের ছবিতে গান গাওয়ার অভিজ্ঞতা আমার বেশ ভাল। ওঁর ছবিতে অনুপমের সুরে হোক কিংবা ইন্দ্রদীপ দাশগুপ্তর, দর্শক-শ্রোতারা কিন্তু আমার গাওয়া সব গান-ই ভালবেসেছেন, গ্রহণ করেছেন।”
কথাপ্রসঙ্গে ওঠে ‘হেমলক সোসাইটি’র কথা। সেই ছবিতেও তাঁর গাওয়া ‘ফিরিয়ে দেওয়ার গান’টি দারুণ চর্চিত হয়েছিল সেই সময়ে। সেই ছবির গানের অ্যালবামের মধ্যে সম্ভবত সবথেকে বেশি। রূপমের জবাব, “সৃজিতের ছবিতে এখনও পর্যন্ত যে যে গান গেয়েছি। তার মধ্যে আমারও ব্যক্তিগতভাবে প্রিয় ‘ফিরিয়ে দেওয়ার গান’। এই গানের সুর ও কথার মধ্যে অদ্ভুত একটা আবেগ রয়েছে, মায়া জড়িয়ে আছে...”
আর সিধু? রূপমমর্জিতে ভেসে আরও কথা, “সিধুর সঙ্গে আমি অনেক কাজ করেছি। বিভিন্ন ধরনের কাজ। ‘ফসিল্স’ ও ‘ক্যাকটাস’ একসঙ্গে প্রচুর কনসার্ট-ও করেছে। সেই নস্ট্যালজিয়াটাই মনে হয় সৃজিতের ভাবনায় কাজ করেছে।”
অন্যদিকে, নিজের পরিচিত ছন্দে সিধু জানালেন, তাঁর কাছে এই গানের প্রস্তাব যখন সৃজিত দেন তার আগে জিজ্ঞেস করেছিলেন, তিনি ও রূপম একসঙ্গে কোনও ছবির জন্য গেয়েছেন কি না? জবাবে ‘না’ শুনতেই, সৃজিত জানিয়েছিলেন তিনি ‘কিলবিল সোসাইটি’র জন্য একটি গান লিখছেন, তাতে তাঁদের ডুয়েট নিয়ে একটি ভাবনাচিন্তা করছেন। ‘ক্যাকটাস’ গায়কের কথায়, “এই গান হতাশা কাটিয়ে ফিরে আসার গান। শোনামাত্রই রাজি হয়ে গিয়েছিলাম। সৃজিতের এ ধরনের ভাবনার প্রমাণ আগেও পেয়েছি। পটার সঙ্গে যখন আমার দূরত্ব, তখন আমাদের দু’জনকে দিয়ে ‘উমা’ ছবিতে ‘এসো বন্ধু’ গানটা গাইয়েছিল সৃজিত। তারপর কিন্তু আমি আর পটা দু’জনে ফের ‘ক্যাকটাস’ নতুনভাবে তৈরি করি। সুতরাং, রূপমের সঙ্গে গান গাওয়ার ইচ্ছে ও আগ্রহ আমারও ছিল। ওদিকে, রূপম রাজি হতেই আর দেরি করেনি সৃজিত। রূপম ও আমি একসঙ্গে বহু কনসার্টে পারফর্ম করেছি। তবে এটা ঠিক, কখনও ছবির জন্য ডুয়েট গাওয়া হয়নি। খুব আনন্দ করে কাজটা করেছি। রেকর্ডিংয়ের সময় রূপম পরামর্শ দিয়েছে আমাকে, কখনও বা আমি ওকে।”
শিল্পীকে প্রশ্ন ছিল, যাঁদের দ্বৈরথ একসময় বহুচর্চিত ছিল, সেই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ভাগ করে গান গাওয়া। রূপম-সিধুর অনুরাগীরা কি একেবারেই কোনও ঠান্ডা যুদ্ধ টের পাবেন না? একচোট হেসে নিয়ে শিল্পীর জবাব, “ধুর! সেসব চুকেবুকে গিয়েছে সেই কবেই। আজ ‘ক্যাকটাস’-এর গান মুক্তির অনুষ্ঠান। তাতে রূপম আসছে। বুঝতেই পারছ তাহলে। আর দ্যাখো, ইস্টবেঙ্গল আর মোহনবাগানের খেলা হলে, দুই ক্লাবের সমর্থকেরা নিজেদের মধ্যে একটু ব্যান্টার করতে ভালবাসেন। কিন্তু দুই দলের খেলোয়াড়দের মধ্যে তেমন সমস্যা হয় না। তাই বেটার লেট দ্যান নেভার। হতাশার কাছে মাথা না নোয়ানোর এই গান-ই অনুরাগীদের উপহার আমার ও রূপমের তরফে...” বলেই গুনগুন করে গেয়ে উঠলেন সিধু -
“দিশেহারা হাত মুঠো করি এই হাতে
এসো টেনে তুলি জীবনের কিনারাতে,
এসো টেনে তুলি জীবনের কিনারাতে...”
পাতাঝরার মরশুম এখন অতীত। বসন্ত সত্যি সত্যিই আজও আসে কলকাতায়!
নানান খবর

নানান খবর

দু'চোখে রহস্যের ছাপ, ঠিকরে বেরোচ্ছে কোন না বলা কথা? প্রকাশ্যে 'রক্তবীজ ২'-এ অঙ্কুশের প্রথম ঝলক

'আর কোনওদিন যেন এরকম সময় না আসে'-ইদে চোখে জল নিয়ে কী বললেন ক্যানসার আক্রান্ত হিনা খান?

গ্যালাক্সির ‘সিকান্দর’ এবার অন্যরকম, ঈদে ভক্তদের ‘বুলেটপ্রুফ’ সালাম জানালেন সলমন!

ক্রিকেট নাকি কেমিস্ট্রি? পাশের দেশের জনপ্রিয় ক্রিকেটারের সঙ্গে আইপিএল চলার মাঝেই নয়া ইনিংস মালাইকার?

‘শোলে’-এর রিমেক করব! বড় ঘোষণা সলমনের, ধর্মেন্দ্রর ‘বীরু’র চরিত্রে এবার ‘টাইগার’?

‘কাকাবাবু’ প্রসেনজিৎ, হাম্পির জঙ্গলে ভাল্লুকের ভয়- ‘বিজয়নগরে হিরে’র শুটিংয়ের জমজমাট অভিজ্ঞতা শোনাল ‘জোজো’

হাতে কাঁচি নিয়ে সোজা ঘরে ঢুকে আসে অচেনা মহিলা! সইফের পর হামলার কবলে মালাইকা অরোরা?

‘মানুষ সৃষ্টি’ করলেন শুভশ্রী? ভুল ইংরেজি বলে ফের ট্রোলড নায়িকা!

'প্লুটো'কে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে 'মিঠি'? সত্যিটা জানার পর 'কমলিনী'র পাশে থাকবে কি 'স্বতন্ত্র'?

১২ বছর আগে রেস্তরাঁয় মারপিট করে এক ব্যক্তির নাক ফাটিয়েছিলেন সইফ? আদালতে অমৃতার বিস্ফোরক সাক্ষ্য!

ফের প্রেমে পড়লেন জেসমিন! প্রকাশ্যে আনলেন মনের মানুষের ছবিও, চেনেন তাঁকে?

অর্চনাকে বিবাহবিচ্ছেদের হুমকি স্বামী পরমিতের! এত বছরের দাম্পত্যে কী কারণে নিলেন এই কঠিন সিদ্ধান্ত?

'স্বস্তিক'কে বাঁচাতে গিয়ে মরণফাঁদে 'গীতা'! গল্পের নতুন মোড়ে আসছে কোন বড় চমক?

তমান্নার সঙ্গে বিয়ে ভেঙে ফের নতুন প্রেমে বিজয়! পুরনো সম্পর্ককে কীসের সঙ্গে তুলনা করলেন অভিনেতা?

অসমবয়সি প্রেমের গল্পে জুটি বাঁধছেন দেবলীনা-সৌরভ, কবে থেকে শুরু শুটিং?