আজকাল ওয়েবডেস্ক: মরশুমের শুরুতেই জোড়া হার। রবিবার দিল্লি ক্যাপিটালসের কাছেও হারে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের সবচেয়ে বিধ্বংসী ব্যাটিং ইউনিট হওয়া সত্ত্বেও ২০০ রান তুলতে পারেনি প্যাট কামিন্সের দল। ৭ উইকেট হাতে থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। সানরাইডার্সের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলেন চেতেশ্বর পূজারা। তাঁদের কোনও প্ল্যান বি আছে কিনা সেই নিয়েও প্রশ্ন তোলেন ভারতের প্রাক্তনী। আগের দুই ম্যাচে প্রথম বল থেকেই আগ্রাসী মনোভাব নেয় সানরাইজার্সের ব্যাটাররা। দলের এই মনোভাব অপছন্দ পূজারার। ভবিষ্যতে আরও ধারাবাহিকতা দেখতে চান।
পূজারা বলেন, 'দিল্লির বিরুদ্ধে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিতে দেখে আমি অবাক হয়ে যাই। দুপুরের ম্যাচে পিচ কিছুটা মন্থর থাকে। তখন সবাই বল করতে চায়। সেটাই বল করার আদর্শ সময়। ব্যাটিংয়ের আদর্শ সময় নয়। আমার মতে, ওদের আগে বল করা উচিত ছিল। ওরা সবাই প্রথম থেকেই আগ্রাসী ক্রিকেট খেলার চেষ্টা করে। এটা স্মার্ট ক্রিকেট নয়। তাহলে সাফল্য কোথায়? দশটার মধ্যে দুটো ম্যাচ জিতে কী হবে? আরও ম্যাচ জিততে হবে। ধারাবাহিকতা দেখাতে হবে। আগের মরশুমে লিগ পর্বে ওরা দারুণ খেলেছে। কিন্তু নকআউটে একটা ম্যাচ খারাপ গেলে, যাবতীয় পরিকল্পনা ভেস্তে যায়।'
ইয়ান বিশপ মনে করেন, হেনরিচ ক্লাসেনের আরও বেশিক্ষণ উইকেটে টিকে থাকা উচিত ছিল। উইকেটে এসেই হাত খুলে মারার আগে ক্রিজে সেট হওয়ার চেষ্টা করা উচিত। বিশপ বলেন, 'আশা করছি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে। হেনরিচ নিজের পাওয়ার সম্বন্ধে অবগত। আরও কিছুক্ষণ ক্রিজে থাকতে পারলে টেম্পো পেয়ে যেত। ওদের বুঝতে হবে উইকেটে টিকে থাকাটাও গুরুত্বপূর্ণ। শেষপর্যন্ত ব্যাট করার চেষ্টা করতে হবে।' আগের মরশুমের সানরাইজার্সকে দেখার বিষয় আশাবাদী ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা।
