আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে স্বপ্নের অভিষেক হয়েছে অশ্বিনী কুমারের। প্রথম বলেই অজিঙ্ক রাহানেকে ফেরান। তারপর আউট করেন রিঙ্কু সিং, মণীশ পাণ্ডে এবং আন্দ্রে রাসেলকে। কেকেআরের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। প্রথম ভারতীয় বোলার হিসেবে অভিষেকে চার উইকেটের রেকর্ড গড়েন। চণ্ডিগড়ের কাছে ঝানজেরি গ্রামের ছেলে অশ্বিনী। পেসে বিকল্প রয়েছে। বাউন্সার ভাল। গতবছর শের ই পাঞ্জাব টি-২০ ট্রফিতে নজর কাড়েন। বিশেষ করে ডেথ বোলিংয়ে। দলকে বেশ কয়েকটা ম্যাচ জেতান। আইপিএলেও শুরুটা দুর্দান্ত করলেন। আইপিএলের প্রথম বলে রাহানেকে আউট করেন। 

অভিষেক ম্যাচের আগে চাপে ছিলেন ২৩ বছরের তরুণ পেসার। তাই মধ্যাহ্নভোজ করেননি। শুধুমাত্র কলা খেয়ে ছিলেন। স্বপ্নের অভিষেকের পর ইনিংস বিরতিতে অশ্বিনী বলেন, 'দারুণ লাগছে। আমার ওপর চাপ ছিল। কিন্তু দলের পরিবেশ আমাকে মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে। আমি আজকে মধ্যাহ্নভোজ খাইনি। আমি শুধুমাত্র একটা কলা খেয়েছি। আমার ওপর একটু চাপ ছিল। তাই আমার খিদে পায়নি। আমি কিছু পরিকল্পনা করেছিলাম। টিম ম্যানেজমেন্ট বলে, প্রথম ম্যাচ উপভোগ করো এবং নিজের দক্ষতা কাজে লাগাও। অধিনায়কও নিজের ভূমিকা পালন করে। উইকেট বরাবর বলে করতে বলে হার্দিক ভাই। গ্রামে সবাই আমার খেলা দেখছে। আজ খেলার সুযোগ পেয়ে আমি খুবই খুশি।' আইপিএলে অভিষেকের আগে পাঞ্জাবের সিনিয়র দলের হয়ে চারটে টি-২০ ম্যাচ খেলেন অশ্বিনী। এছাড়াও দুটো রঞ্জি ট্রফির ম্যাচ এবং চারটে লিস্ট এর ম্যাচ খেলেন। জীবনে এই প্রথমবার চার উইকেট পেলেন। এর আগে লিস্ট এ ক্রিকেটে তিন উইকেট নিয়েছিলেন। টি-২০ তে তাঁর সংগ্রহ এক উইকেট। কিন্তু আইপিএলের ইতিহাসে প্রথম ভারতীয় বোলার হিসেবে অভিষেকে চার উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন অশ্বিনী।