সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Debkanta Jash | ১২ ডিসেম্বর ২০২৩ ১৬ : ০৫Debkanta Jash
আজকাল ওয়েবডেস্ক : রাজ্যে ফের র্যাগিংয়ের অভিযোগ। এবার ঘটনাস্থল উত্তরবঙ্গের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ। সেখানে দ্বিতীয় বর্ষের ছাত্রদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের করার অভিযোগ উঠল তৃতীয় বর্ষের পড়ুয়াদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত মেডিক্যাল কলেজ চত্বর। ঘটনা প্রকাশ্যে আসতেই সিনিয়রা ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করে আক্রান্ত পড়ুয়ারা। অবশেষে দ্বিতীয় বর্ষের ছাত্ররা নিজেদের রক্ষা করতে দ্বারস্থ হয় রায়গঞ্জের বিধায়ক তথা রায়গঞ্জ মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান কৃষ্ণ কল্যানীর কাছে। অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।