রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

বইমেলা | বইমেলা শেষে সুখবর, 'বেস্ট স্টল' আজকাল

Riya Patra | ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ১২ : ৪৫Pallabi Ghosh


রিয়া পাত্র: বইমেলার চার নম্বর গেট দিয়ে ঢুকেই প্রৌঢ়ার প্রশ্ন, 'আজকাল এর স্টল কোনদিকে?' শুনতে পেয়েই একজন হড়বড় করে এগিয়ে গেলেন। বললেন, 'এই যে আমি যাচ্ছি। চলুন আমার সঙ্গে।' বারাসত এবং বিরাটির দু'জনের কেউ কাউকে চেনেন না। চেনার কথাও নয়। দু'জনেই ওই বইমেলা প্রাঙ্গণে ঢুকেই জানতে পারলেন, তাঁরা বইমেলায় ঢুকেই চলেছেন আজকাল-এর স্টলে, স্টলের ছবি আর নতুন বইয়ের জন্য। প্রতিবার বইমেলায় ঢুকেই তাঁরা নিয়ম মেনেই, আগে ঘুরে দেখেন আজকাল-এর ছবি, ক্যাপশন।

আজকাল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। স্টল নম্বর ১৯২। বইমেলার শেষে এল সুখবর। গিল্ড-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা প্রাঙ্গণে রিজিওনাল প্রকাশনা সংস্থার স্টলগুলির মধ্যে, 'বড় স্টল' বিভাগে 'বেস্ট স্টল' অর্থাৎ সেরার সেরা হয়েছে আজকাল-এর স্টল। মেলার শেষ দিন, অর্থাৎ ৯ ফেব্রুয়ারি, উপহার তুলে দেওয়া হবে গিল্ড-এর পক্ষ থেকে। 

আজকাল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। বইপ্রেমীদের বরাবর নজর থাকে এই স্টলের দিকে। একদিকে প্রিয় সব বই, অন্যদিকে স্টলের সজ্জা। এবার আজকাল থেকে প্রকাশিত হয়েছে ৪০টি নতুন বই। বইমেলার শুরু থেকে শেষ পর্যন্ত, খোঁজ চলল বইয়ের। সপ্তাহান্ত হোক বা সপ্তাহের মাঝে, ভিড় ছিল লক্ষণীয়। অনেকেই আবার চোখের সামনে পেয়ে গেলেন প্রিয় লেখকদের। চলল সই পর্ব, বই কেনার পর্ব। বিড়বিড় করে বললেন, 'ভাল বই পড়বই'।


kolkatainternationalbookfairkolkatabookfair

নানান খবর

নানান খবর

সোশ্যাল মিডিয়া