রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৩ : ০৬Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: প্রস্রাব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিক প্রক্রিয়া। মূত্রের মাধ্যমে বর্জ্য পদার্থ দেহের বাইরে নির্গত হয়। তাই প্রস্রাবের রং আমাদের স্বাস্থ্য সম্পর্কে অনেক তথ্য দিতে পারে। স্বাভাবিক অবস্থায় প্রস্রাবের রং হালকা হলুদ থেকে স্বচ্ছ হয়ে থাকে। তবে বিভিন্ন রোগ বা শারীরিক সমস্যার কারণে প্রস্রাবের রঙে পরিবর্তন আসতে পারে। প্রস্রাবের কোন রং কোন রোগের লক্ষণ হতে পারে?
গাঢ় হলুদ: প্রস্রাবের রং গাঢ় হলুদ হলে তা ডিহাইড্রেশন বা জলশূন্যতার লক্ষণ হতে পারে। মানে, আপনার শরীরে জলের অভাব রয়েছে। পর্যাপ্ত জল পান করে এই সমস্যার সমাধান করা যায়। তবে কিছু ক্ষেত্রে জন্ডিস বা লিভারের সমস্যার কারণেও প্রস্রাবের রং গাঢ় হলুদ হতে পারে।
কমলা: কিছু ওষুধ, যেমন - রিফাম্পিন বা ফেনাজোপাইরিডিন সেবনের কারণে প্রস্রাবের রং কমলা হতে পারে। এছাড়াও, ডিহাইড্রেশন বা লিভারের সমস্যার কারণেও প্রস্রাবের রং কমলা হতে পারে।
গোলাপি বা লাল: প্রস্রাবের রং গোলাপি বা লাল হলে অবিলম্বে সতর্ক হওয়া প্রয়োজন। গোলাপি মূত্র রক্তমিশ্রিত প্রস্রাবের লক্ষণ হতে পারে। কিডনিতে পাথর, মূত্রনালীর সংক্রমণ, প্রোস্টেটের সমস্যা বা ক্যানসারের কারণে এমন হতে পারে।
ঘোলাটে: প্রস্রাবের রং ঘোলাটে হওয়া মূত্রনালীর সংক্রমণ এর লক্ষণ হতে পারে। চিকিৎসাশাস্ত্রের ভাষায় একে ‘ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন’ বা ‘ইউটিআই’ বলে। এছাড়াও, কিডনিতে পাথর বা অন্য কোনও সংক্রমণের কারণেও প্রস্রাবের রং ঘোলাটে হতে পারে।
বাদামী: প্রস্রাবের রং বাদামী হওয়া মোটেই ভাল নয়। তীব্র ডিহাইড্রেশন, লিভারের সমস্যা বা কিডনির সমস্যা থেকে এমন হতে পারে। দেহের অভ্যন্তরে রক্তপাত হলে এমন হতে পারে। তাই এক্ষেত্রে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিছু ক্ষেত্রে, পেশীর অতিরিক্ত ব্যবহারের কারণেও প্রস্রাবের রং বাদামী হতে পারে।
যদি প্রস্রাবের রঙে কোনও অস্বাভাবিক পরিবর্তন দেখেন, তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। নিজে থেকে কোনও ওষুধ খাবেন না। সময় মতো চিকিৎসা করালে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তাই দেরি করা চলবে না।
নানান খবর
নানান খবর

রোজ রাতে এক কাপ খেলেই সুস্থ হবে ময়লায় গলে যাওয়া লিভার! জানেন কীভাবে তৈরি করতে হয় এই জাদু পানীয়?

বেলাগাম ইউরিক অ্যাসিডে লাগাম পরাতে নিয়ম করে খান এই পাঁচটি খাবার! এক ঝটকায় বাগে আসবে সমস্যা

তিরিশের ঘরে পৌঁছতেই পিঠের ব্যথায় কাবু? রোজকার পাঁচ কাজেই লুকিয়ে আছে কারণ!

এক ঢিলেই ঘায়েল হবে ডায়াবেটিস এবং কোষ্ঠকাঠিন্য! নিয়ম করে খান এই পাঁচ খাবার