রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ৪৯Rajat Bose
মিল্টন সেন, হুগলি: ভূমিপুজোর মধ্য দিয়ে সূচনা হল অনু কুম্ভের। বুধবার ত্রিবেণীর কুম্ভ মেলার মাঠে হল যজ্ঞ, হয় কুম্ভমেলার ধ্বজোত্তোলন। গত তিন বছর ধরে মাঘ মাসের সংক্রান্তিতে কুম্ভমেলা হয়ে আসছে ত্রিবেণীতে। প্রয়াগরাজে যেমন গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম আছে, ঠিক তেমনই ত্রিবেণীতেও তিন নদীর সঙ্গম। প্রয়াগ হল যুক্তবেণী। আর ত্রিবেণীকে বলা হয় মুক্তবেণী। ত্রিবেণীকে দক্ষিণ প্রয়াগও বলা হয়। সেই সঙ্গমস্থলে ৭০০ বছর আগে কুম্ভ হত, এমনটাই দাবি মেলা কমিটির। গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধু সন্তরা ত্রিবেণীতে বিশ্রাম নিতেন। মাঘ সংক্রান্তিতে ত্রিবেণী হয়ে উঠত মিনি কুম্ভ।
ইতিহাস বলছে, কানাডিয়ান লেখক এলান মরিনিসের একটি বই থেকে ত্রিবেণী কুম্ভের কথা জানা গেছে। এছাড়া পুরানেও রয়েছে ত্রিবেণীর নাম। মাঘ সংক্রান্তিতে বহু মানুষ ত্রিবেণীতে স্নান করেন। সেই সূত্র ধরে ত্রিবেণী অনু কুম্ভের জন্ম হয়। মেলা কমিটির চিফ পেট্রন কাঞ্চন ব্যানার্জি জানিয়েছেন, ত্রিবেণীতে একদিনের কুম্ভ মহোৎসব হবে। তবে আগামী দিনে বড় আকারে কুম্ভের আয়োজন হবে। বরানগর আলমবাজার মঠের স্বামী সারদাত্মা নন্দ বলেন, ত্রিবেণী প্রাচীন তীর্থক্ষেত্র। পরাধীনতার গ্লানিতে তার স্বকীয়তা হারিয়েছিল। সেটা পুনরুদ্ধার এবং পুনর্জাগরণ করার জন্য গত তিন বছরের মত এবছরও কুম্ভমেলার আয়োজন করা হয়েছে। ১১–১৩ ফেব্রুয়ারি হবে সেই মেলা। সাধুসন্তরা আসবেন। বহু মানুষের উপস্থিতি হবে। তিনি চাইছেন এই মেলাকে হেরিটেজ রূপ দিতে। আগামী ১১ ফেব্রুয়ারি দ্বিতীয়ার্ধে মেলায় ভিড় জমাবে সাধু সন্তরা। নাগা সাধু থেকে দেশ বিদেশের সাধুরা উপস্থিত থাকবেন। হোম কুন্ডে যজ্ঞ এবং ধর্ম সম্মেলন হবে। পরদিন নগরকীর্তনের পর হবে শাহী স্নান। ভান্ডারা দেওয়া হবে সাধুসন্তদের। হবে ধর্ম আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। সেই সময় কুম্ভমেলা হওয়ায় পরীক্ষার্থীদের যাতায়াতে অসুবিধা হতে পারে। তাই মেলার চার পাশে কয়েক কিলোমিটারের মধ্যে থাকা পাঁচটি স্কুলে পরীক্ষা কেন্দ্র করা হচ্ছে না।
সম্প্রতি মহাকুম্ভের পুণ্যস্নানকে কেন্দ্র করে প্রয়াগরাজে ঘটে যাওয়া দুর্ঘটনায় প্রাণ গেছে বহু পূণ্যার্থীর। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ত্রিবেণী কুম্ভমেলা এবং তারকেশ্বরের শ্রাবণী মেলা নিয়ে বিশেষ তৎপরতা জেল প্রশাসনিক মহলে। মঙ্গলবার রাতে এই দুই মেলা নিয়ে জেলাশাসক দপ্তরের সর্বশিক্ষা সভাঘরে অনুষ্ঠিত হয় উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইন, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায়, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক সদর স্মিতা সান্যাল শুক্লা সহ রেল, পূর্ত দপ্তর, স্বাস্থ্য, দমকল, তারকেশ্বর ও বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যানরা।
গত ২০১৩ সালের পর ২০২৫, বারো বছর পর প্রয়াগরাজে বসেছে মহাকুম্ভের মেলা। দৈনিক কোটি কোটি পূণ্যার্থী সেই মেলায় যোগ দিচ্ছেন। শাহী স্নান করার হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে একাধিক পূণ্যার্থীর। সাধুদের আখরায় আগুন লাগার ঘটনাও ঘটেছে একাধিকবার। ঘটে যাওয়া সমস্ত ঘটনার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অনেক বেশি সতর্ক জেলা প্রশাসন। জানা গেছে, এদিনের বৈঠকে আলোচনা হয়েছে পূণ্যার্থীদের সুরক্ষায় আগামীদিনে জেলায় অনুষ্ঠিত যাবতীয় মেলায় বিশেষ সতর্কতা অবলম্বন করার বিষয় নিয়ে। প্রয়াগের মত খুব বেশি সংখ্যায় মানুষের জমায়েত না হলেও তারকেশ্বর শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ পূণ্যার্থীর সমাগম হয়। মেলা চলে টানা একমাস ধরে। বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট থেকে জল নিয়ে প্রায় ৪০ কিমি রাস্তা পায়ে হেঁটে শৈব্যতীর্থ তারকেশ্বরে জল ঢালতে পৌঁছে যান ভক্তরা। সেই যাত্রা পথে একাধিক রেলগেট যেমন পরে তেমনি সড়ক পথে পেরোতে হয় ওভার ব্রীজ। যাত্রা পথ এবং মন্দিরে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সবরকম ব্যবস্থা থাকবে। বাড়বে সিসি ক্যামেরার নজরদারি। পাশাপাশি অন্যান্য বছরের মতো এবারেও বহু সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে পূণ্যার্থীদের যাত্রা পথে। জেলা প্রশাসনের সমস্ত দপ্তর পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে কাজ করবে। একইসঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে ত্রিবেণী কুম্ভমেলা নিয়ে। শাহী স্নানের পাশাপাশি নাগা সাধুদের যজ্ঞকুণ্ড দেখতে সাধারণ মানুষেরও ভিড় হয়। রেল সড়ক পথে কুম্ভমেলায় পূণ্যার্থীদের যাতায়াতের ক্ষেত্রে যাবতীয় সমস্যা এড়াতে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা থাকবে। গতকাল রাতে বৈঠক শেষে মন্ত্রী বেচারাম মান্না বলেছেন, প্রয়াগের কুম্ভমেলা থেকে অভিজ্ঞতা নিয়ে শ্রাবণী মেলা ও ত্রিবেণী কুম্ভমেলায় ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে যে কাজ করতে হবে সেগুলো নির্দিষ্ট করা হয়েছে। পুরমন্ত্রী, সেচমন্ত্রী, পূর্তমন্ত্রীর সঙ্গে দেখা করে দ্রুত কাজ শেষ করার আবেদন করা হবে।
ছবি: পার্থ রাহা
নানান খবর
নানান খবর

প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা, স্বাভাবিক হচ্ছে ধুলিয়ান, খুলছে দোকানপাট, গ্রেপ্তার ২৮৯

সাতসকালে লোকালয়ে একাধিক বাইসন, হামলায় গুরুতর জখম গ্রামবাসী, আতঙ্ক এলাকায়

উত্তরে দুর্যোগ, দক্ষিণে ফিরছে তাপপ্রবাহ! একধাক্কায় ৫ ডিগ্রি বাড়বে পারদ, বড় অ্যালার্ট হাওয়া অফিসের

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?