মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | অবসরের চাপ রোহিতের ওপর, ভবিষ্যৎ নিয়ে বার্তা বোর্ডের

Sampurna Chakraborty | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ১১ : ২৬Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপ জেতার পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানান রোহিত শর্মা। তারই পুনরাবৃত্তি হতে পারে দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন রোহিত। ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ শুরুর আগে এমনই শোনা যাচ্ছে। দীর্ঘদিন ধরে ফর্মের ধারেকাছে নেই ভারত অধিনায়ক। বর্ডার-গাভাসকর ট্রফির শেষে লাল বলের ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলান। কিন্তু এবার হয়তো সেটা আর হবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিজের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন রোহিত, সেটা স্পষ্ট জানাতে নির্দেশ দিয়েছে বিসিসিআই। ২০২৭ একদিনের বিশ্বকাপের ব্লু প্রিন্ট তৈরি করতে চাইছে বোর্ড। তার আগে রোহিতের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চায় তাঁরা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, টেস্ট এবং একদিনের ক্রিকেটে দ্রুত পরিবর্তন আনতে চাইছে বিসিসিআই। দুই ফরম্যাটেই একজন স্থায়ী অধিনায়কের খোঁজ চলছে। সেই কারণেই রোহিতকে ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে বলা হয়েছে। তবে বিরাট কোহলির ক্ষেত্রে আরও কিছু দিন অপেক্ষা করতে রাজি বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট।

বোর্ডের এক সূত্র জানান, 'আগের নির্বাচনী বৈঠকে এই বিষয়ে নির্বাচক এবং বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনা হয় রোহিতের। ওকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানানোর জন্য। পরের বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে প্রবেশ করার আগে টিম ম্যানেজমেন্টের নিজস্ব কিছু পরিকল্পনা রয়েছে। মসৃণ পরিবর্তনের জন্য সকলের মতামত এক হওয়া উচিত।' টেস্ট অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে যশপ্রীত বুমরা। তবে তারকা পেসারের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। শুভমন গিলও রয়েছে তালিকায়। তবে তাঁর ফর্ম বোর্ডকে আশ্বস্ত করতে পারছে না। ভবিষ্যতের জন্য ঋষভ পন্থ এবং যশস্বী জয়েসওয়ালের কথাও ভাবা হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, 'বুমরার লম্বা টেস্ট সিরিজ বা একটা মরশুম পুরো খেলা নিয়ে সংশয় রয়েছে। নির্বাচকরা স্থায়ী বিকল্প চাইছে। সেই কারণে শুভমন গিলের কথা ভাবা হচ্ছে। তবে তাঁর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন আহামরি হয়নি। দৌড়ে রয়েছেন ঋষভ পন্থও। যশস্বী জয়েসওয়ালকে এই ভূমিকার জন্য তৈরি করা হতে পারে।' তবে ভবিষ্যতের অধিনায়ক যেই হোক না কেন, ভারতীয় দলে রোহিত শর্মার মেয়াদ যে ফুরিয়ে এসেছে, সেটা বোঝাই যাচ্ছে। হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিই হিটম্যানের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে চলেছে। পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে।


Rohit SharmaRetirementChampions TrophyBCCI

নানান খবর

নানান খবর

দেশকে আরও একবার গর্বিত করলেন বুমরা-মান্ধানা, ক্রিকেটের বাইবেলের বিচারে বর্ষসেরা হলেন দুই ভারতীয়

ইডেনে কেকেআর ম্যাচে নিষিদ্ধ ডুল ও ভোগলে!‌ বিতর্কের মাঝে কী বললেন হর্ষ জানুন

ছাত্র দেশের হয়ে খেলুক, এই স্বপ্নই দেখছেন বৈভবের ছোটবেলার কোচ 

ইমপ্যাক্ট প্লেয়ারের ভূমিকায় কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন?‌ অবশেষে মুখ খুললেন রোহিত 

ধারেকাছে কেউ নেই! বার্সেলোনা, স্পেন, বস্টন সেল্টিক্স সবাইকে পিছনে ফেলে মরশুমের সেরা দলের পুরস্কার এল এই ক্লাবে

কলকাতা হারল রে, প্লে অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে রাহানেদের

ইস্টবেঙ্গলে 'আফ্রিকান' ফুটবলার চান মেহতাব, প্রাক্তন লাল-হলুদ ফুটবল সচিবের মনে 'সন্তোষ' আনতে ব্যর্থ মেসি-দিমিরা

কেকেআরে ব্রাত্য গিলই তুললেন ঝড়, রাসেল–নারাইন আর কতদিন খেলবেন কলকাতায়?‌ 

অবিশ্বাস্য গোল করতেই পছন্দ করেন ভালভার্দে, রহস্য ফাঁস কুর্তোয়ার

বাদ ডি’‌কক, প্রথম একাদশে গুরবাজ, টস জিতে ইডেনে শুরুতে বোলিং করবে কলকাতা

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

সোশ্যাল মিডিয়া