মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | বুমরা অনিশ্চিত, সামি পুরোপুরি তৈরি নয়! ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলকে ঘিরে বাড়ছে আশঙ্কা

Sampurna Chakraborty | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ১২ : ০৪Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে ঠিক দু'সপ্তাহ বাকি। তার আগে ১৫ জনের ভারতীয় দল নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন। সবচেয়ে চিন্তার বিষয় দুই তারকা পেসার। যশপ্রীত বুমরার খেলা নিয়ে সংশয় রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সম্পূর্ণ ফিট হতে পারবেন কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। মহম্মদ সামিও পুরোপুরি তৈরি নয়। এমন পরিস্থিতিতে প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া জানালেন, অন্য একজন পেসারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অন্তর্ভুক্ত করা হবে। তিনি মনে করেন, এত অল্প সময়ের মধ্যে বুমরার প্রত্যাবর্তন কার্যত অসম্ভব। আকাশ চোপড়া বলেন, 'বুমরার ফিটনেস নিয়ে ভাল কোনও খবর পাচ্ছি না। তবে শোনা কথায় আমি বিশ্বাস করি না।' 

বর্ডার-গাভাসকর সিরিজের পঞ্চম টেস্টে পিঠে চোট পান বুমরা। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর জানিয়েছিলেন, পাঁচ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তারকা পেসারকে। অন্যদিকে মহম্মদ সামির প্রত্যাবর্তন নজরকাড়া হয়নি। কামব্যাক ম্যাচে উইকেট পাননি। চতুর্থ টি-২০ খেলেননি। পঞ্চম ম্যাচে ৩ উইকেট তুলে নিলেও ২.৩ ওভারে ৩৫ রান দেন। তাই সামিকে নিয়েও চিন্তিত ভারতের প্রাক্তনী। আকাশ চোপড়া বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অন্তত চারজন ফাস্ট বোলার রাখা উচিত ছিল। কারণ মহম্মদ সামি এখনও পুরোপুরি তৈরি হয়। আগের ম্যাচে তিনটে উইকেট নিয়েছে ঠিকই, কিন্তু প্রচুর রান দিয়েছে। ওর একটু সময় লাগবে।' চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনজন পেসার এবং চারজন স্পিনার রাখা হয়েছে। জোরে বোলারদের তালিকায় আছেন যশপ্রীত বুমরা, মহম্মদ সামি এবং অর্শদীপ সিং। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো একদিনের ম্যাচের বুমরার ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে হর্ষিত রানাকে। দলে নেই মহম্মদ সিরাজ। তবে চোপড়া মনে করছেন, শেষপর্যন্ত ১৫ জনের দলে জায়গা পাবেন সিরাজ। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমার মতে একজন ফাস্ট বোলারকে অন্তর্ভুক্ত করা হবে। কার জায়গায় দলে ঢুকবে, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে। আমার মনে হচ্ছে, সিরাজ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে।' ইতিমধ্যেই দলে একটি পরিবর্তন করা হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢুকতে পারেন বরুণ চক্রবর্তী। রহস্য স্পিনারকে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলেও অন্তর্ভুক্ত করা হয়েছে। 


Jasprit BumrahMohammed ShamiChampions TrophyAakash Chopra

নানান খবর

নানান খবর

নেই দু’‌হাত, তবুও রোহিতের মতো ছক্কা হাঁকান উত্তরপ্রদেশের এই ক্রিকেটার

গড়াপেটার অভিযোগ উঠতেই এবার মুখ খুলল রাজস্থান ফ্রাঞ্চাইজি, কী বলল জানুন 

হারতে থাকা কেকেআরের জন্য রায়নার পরামর্শ, ২০ বছরের তরুণ তারকাকে এই ভূমিকায় পাঠাতে বললেন

'ওকে ছুড়ে ফেলে দাও...', সূর্যবংশীকে নিয়ে হঠাৎ এ কথা কেন ভেসে এল ওয়াঘার ওপার থেকে?

চেন্নাইয়ে অশ্বিনের ভূমিকা নিয়ে প্রশ্ন,তারকা স্পিনারকে তীব্র আক্রমণ শ্রীকান্তের

কলকাতা হারল রে, প্লে অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে রাহানেদের

ইস্টবেঙ্গলে 'আফ্রিকান' ফুটবলার চান মেহতাব, প্রাক্তন লাল-হলুদ ফুটবল সচিবের মনে 'সন্তোষ' আনতে ব্যর্থ মেসি-দিমিরা

কেকেআরে ব্রাত্য গিলই তুললেন ঝড়, রাসেল–নারাইন আর কতদিন খেলবেন কলকাতায়?‌ 

অবিশ্বাস্য গোল করতেই পছন্দ করেন ভালভার্দে, রহস্য ফাঁস কুর্তোয়ার

বাদ ডি’‌কক, প্রথম একাদশে গুরবাজ, টস জিতে ইডেনে শুরুতে বোলিং করবে কলকাতা

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

সোশ্যাল মিডিয়া