শনিবার ২৬ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০২ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ২৯Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি 'কিলবিল সোসাইটি'র ঝাঁ চকচকে নতুন পোস্টার। সমাজমাধ্যমে ছবির সেই পোস্টার নিজেই প্রকাশ করেছেন সৃজিত। সঙ্গে ক্যাপশনে 'সাবধান বাণী' দিয়ে জুড়েছেন, " হেমলক সোসাইটির ১৩ বছর পর ফেরত এল..."
'কিলবিল'-এর পোস্টারেই স্পষ্ট 'হেমলক'-এর স্বাদ। পোস্টারে দেখা যাচ্ছে, একটি রঙচটা দেওয়ালে হাতে আঁকা কোল্ট রিভলভার। অনেকটা ফেলুদার কোল্ট.৩২-এরই মতো। সেখানে থেকে গুলির বদলে বেরিয়ে এসেছে একটি আগুনরাঙা স্পিচ বাবল্, যাতে লেখা 'শীঘ্রই শুরু হচ্ছে ছবির শুটিং।' রিভলবারের ব্যারেলে ও ম্যাজেলের সামান্য উপরে লেখা, 'ফেলুদাও জানে, নেরুদাও জানে, দেরিদাও জানে।' এখানে নেরুদা বলতে অবশ্যই পাবলো নেরুদা,দেরিদা বলতে বিখ্যাত ফরাসি দার্শনিক জাক দেরিদা এবং ফেলুদা-র পরিচয় বলার জন্য কোনও পুরস্কার নেই। এই সংলাপ থেকেই স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় 'হেমলক'-এর মতো 'কিলবিল'-এর পরতে পরতে পাওয়া যাবে সৃজিতীয়-ছন্দের রসবোধের টইটম্বুর নিদর্শন।
ওদিকে, রিভলভারের ব্যারেলের প্রায় গা-ঘেঁষে, সামান্য নীচে দেওয়ালের গায়ে আলতা রঙে খানিক বড় হরফে লেখা 'হেমলক সোসাইটি'র সেই বিখ্যাত সংলাপ -মরবে মরো ছাড়িও না। আবার দেওয়ালের একেবারে বাঁ কোণ ঘেঁষে খানিক আড়াআড়িভাবে লেখা 'জলফড়িং'। তবে কি 'কিলবিল'-এও থাকছে তার পূর্বসূরির গেয়ে ওঠা এই বিখ্যাত গান? জিয়া নস্ট্যাল হওয়ার সম্ভাবনা কিন্তু পোস্টারের প্রথম ঝলক থেকেই জিইয়ে রাখলেন পরিচালক।
আর একেবার পোস্টারের মাঝখানে অনেকখানি জায়গা জুড়ে রয়েছে গোটা গোটা, স্পষ্ট হরফে লেখা ছবির নাম -'কিলবিল সোসাইটি-আমাদের কোনও শাখা নেই।' ঠিক একেবারে ওয়েস্টার্ন ছবিতে কাউবয়দের কাঠের লাউঞ্জ বারে যেমন লেখা থাকত তাদের রেস্তোরাঁর নাম।
প্রসঙ্গত, ২০১২ সালে সৃজিতের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘হেমলক সোসাইটি’ । সেই ছবির-ই দ্বিতীয় পর্ব 'কিলবিল সোসাইটি', বানাতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। এবারও তাঁর ছবিতে মুখ্যচরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। বিপরীতে থাকবেন কৌশানী মুখোপাধ্যায়। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন-কে।
নানান খবর

নানান খবর

বৃদ্ধাশ্রম নয়, বাবা-মা'দের জন্য ক্রেশ গড়ে তুললেন রাখি গুলজার! 'আমার বস'-এর ট্রেলারে ফুটল আর কোন চমক?

অস্ত্র হাতে রাজকুমার, গর্জে উঠছেন প্রসেনজিৎ— আসছে ‘মালিক’!

পেট ভরে মাংস খাওয়ানোর পর প্রযোজককে দিয়ে থালা মাজিয়েছিলেন নানা পাটেকর! জানেন সেই ঘটনা?

ঘোর বিপত্তি 'রাজা শিবাজী'র শুটিং ফ্লোরে! রিতেশের চোখের সামনে নদীতে তলিয়ে গেলেন কোরিওগ্রাফার

এআর রহমানকে সাধারণ বিদ্যুৎকর্মী ভেবে নিয়েছিলেন কাশ্মীরি মেয়েরা! কিন্তু কেন?

কোনও ছবির প্রিমিয়ারে আর যাবেন না স্বস্তিকা মুখোপাধ্যায়! কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

‘ও আমাকে ডুবিয়ে দিতে চেয়েছিল’, বরুণের জন্মদিনে বিরাট অভিযোগ পুজা হেগড়ের, দেখালেন হাতেগরম প্রমাণও!

জুয়ার রাজপথে বিজয় বর্মা! শেষ হল ‘মটকা কিং’-এর শুটিং, অভিনব কায়দায় ঘোষণা অভিনেতার

‘সীতা’ হতে চেয়েছিলেন ‘কেজিএফ’ নায়িকা! দিয়েছিলেন অডিশনও, তবু কীভাবে সেই চরিত্রে সুযোগ পেলেন সাই পল্লবী?

অভিনয়ে ফিরলেন মুনমুন সেন, সুস্মিতার সঙ্গে জুটিতে কোন গল্পে দেখা যাবে অভিনেত্রীকে?

নরক হয়ে উঠছে কাশ্মীর, আর সহ্য করা যায় না: সলমন খান

পহেলগাঁও কাণ্ডের রেশে বিপাকে ফাওয়াদ খান, আটকে যাচ্ছে পাকিস্তানি অভিনেতার ‘আবির গুলাল’-এর মুক্তি?

স্বামীর নিথর দেহের পাশে বসে স্ত্রী, পহেলগাঁও-এর ঘটনায় ঘিবলি ছবি পোস্ট দর্শনার, ট্রোলিংয়ের শিকার হতেই কী বললেন অভিনেত্রী?

‘ম্যায়নে প্যায়ার কিয়া ২’-এ নেই সলমন! বরজাতিয়ার ছবিতে কে হচ্ছেন নতুন ‘প্রেম’?

যেখানে ভালবাসা পেয়েছিলাম, সেখানেই আজ মৃত্যু নাচছে…! জঙ্গি হানায় ক্ষতবিক্ষত কাশ্মীর, কেঁদে উঠলেন বিজয়