রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | সরস্বতী পুজোতেও থিমের ছোঁয়া, মুর্শিদাবাদে তৈরি হল অক্ষরধাম মন্দিরের আদলে মণ্ডপ

Pallabi Ghosh | ০২ ফেব্রুয়ারী ২০২৫ ১০ : ৫৪Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: থিম পুজোর ছোঁয়া এবার সরস্বতী পুজোতেও। ৩৩তম বর্ষে এবছর মুর্শিদাবাদের কান্দির জজান সবুজ সংঘ ক্লাবের পুজোর থিম অক্ষরধাম মন্দির। গত কয়েক মাস ধরে নাদিয়ার শান্তিপুর থেকে আগত মণ্ডপ শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে মুর্শিদাবাদ জেলাতে তুলে এনেছেন গুজরাটের গান্ধীনগরের এক টুকরো অক্ষরধাম মন্দির। 

বাঁশ, শোলা, ফোম, থার্মোকল সহ আরও নানা উপকরণ দিয়ে তৈরি সবুজ সংঘ ক্লাবের মণ্ডপ এবছর জেলাবাসীর কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। ক্লাবের অন্যতম সদস্য কাশিনাথ ব্যানার্জি বলেন, 'প্রতিবছরই আমাদের পুজো মণ্ডপের ভাবনায় কিছু নিজস্বতা থাকে। এবছর আমরা গুজরাটের গান্ধীনগরে অবস্থিত অক্ষরধাম মন্দিরের একটি অংশ আমাদের পুজো মণ্ডপের থিম হিসেবে তুলে ধরেছি।' 

তিনি বলেন, 'নদিয়ার শিল্পীরা গত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে ৮০ ফুট চওড়া ৬০ ফুট উঁচু এই মণ্ডপ তৈরি করেছেন। তাঁদের হাতের ছোঁয়ায় বাঁশ, কাঠ, ফোম দিয়ে তৈরি মণ্ডপ মন্দিরের আদল নিয়েছে।' 

ক্লাবের সদস্যরা বলেন, মুর্শিদাবাদ থেকে গুজরাট অনেকটাই দূর। জেলার গরিব মানুষদের পক্ষে বিপুল অর্থ ব্যয় করে নয়নাভিরাম ওই মন্দির দেখতে যাওয়া সম্ভব নয়। সেই কারণেই সরস্বতী পুজোর থিম হিসেবে অক্ষরধাম মন্দিরের একটি অংশ তুলে ধরা হয়েছে। মন্দিরের প্রত্যেকটি সুক্ষ কারুকার্য এবং তার দেওয়ালে খোদিত দেবদেবীর মূর্তিগুলো শিল্পীদের হাতের ছোঁয়ায় প্রাণ ফিরে পেয়েছে। 

জজান সবুজ সংঘ ক্লাবের অন্যতম সদস্য অমিত রায় বলেন, 'মণ্ডপের পাশাপাশি আমাদের সরস্বতী প্রতিমা এবং আলোকসজ্জাও এ বছরের অন্যতম আকর্ষণ।  সরস্বতী পুজো উপলক্ষ্যে পাঁচ দিন ধরে আমাদের ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও একটি বিশাল মেলা বসবে গোটা এলাকা জুড়ে। আমরা আশাবাদী আগামী কয়েকদিন আমাদের ক্লাবের এই পুজো দেখার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ মানুষ ছুটে আসবেন।'


murshidabadsaraswatipuja

নানান খবর

নানান খবর

লেডিস স্পেশালে পুরুষদের কামরা ভাগ করে দিল রেল, কোন কোন কোচে ওঠা যাবে জেনে নিন

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

জাফরাবাদে নিহত পিতা-পুত্রের পরিবারের পাশে শাসক দল তৃণমূল, সন্তানদের পড়ানোর দায়িত্ব নিলেন দুই সাংসদ

সূর্যের হাসি এখন বাঁকুড়ার লাল মাটিতে, সূর্যমুখী চাষে কৃষিতে নতুন জোয়ার

প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

সোশ্যাল মিডিয়া