শনিবার ০১ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

Jos Buttler said England did not agree with Harshit Rana substituting for Shivam Dube

খেলা | সূর্যদের জয়ে বিতর্কের ছিটে, বাটলারের তোপের মুখে ম্যাচ রেফারি থেকে ভারতীয় দল

KM | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ১০ : ৫৩Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: শিবম দুবের কনকাশন বদলি হর্ষিত রানা? ভারত-ইংল্যান্ড চতুর্থ টি-টোয়েন্টি চলাকালীন এমনই প্রশ্নের ঝড় উঠেছিল। সেই হর্ষিত রানাই ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রাহণ করেন। শিবমের পরিবর্তে হর্ষিত, এই সিদ্ধান্ত নিয়ে জল গড়ায় বহুদূর। খেলার শেষে ম্যাচ রেফারিকেই কাঠগড়ায় তোলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।

পুনেতে অনুষ্ঠিত চতুর্থ টি-টোয়েন্টিতে একসময়ে ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে ভারত ধুঁকছিল। শিবম দুবে ৩৪ বলে ৫৩ রান করে ভারতকে ভাল জায়গায় পৌঁছে দেন। 

ব্যাট করার সময়ে দুবের হেলমেটে লেগেছিল বল। ইনিংসের শেষ বলে তিনি রান আউট হন। ফিল্ডিং করতে আর নামেননি শিবম দুবে। কনকাশন পরিবর্ত হিসেবে শিবম দুবের জায়গায় নামেন হর্ষিত রানা। 

এখানেই যত প্রশ্ন। নিয়ম অনুযায়ী, পরিবর্তন হতে পারত ‘লাইক ফর লাইক’। হর্ষিত রানা শিবম দুবের মতো নন। তিনি পেসার। শবম দুবে রানার তো পেস বোলার নন। নিয়মিত বোলার নন। 

তবে একই ধরনের ক্রিকেটার না থাকলে নিয়মে ছাড় দেওয়া হতে পারে। এক্ষেত্রে ভারতীয় দলে ছিলেন রামনদীপ সিং। দুবের পরিবর্ত হিসেবে নামানোই যেত রামনদীপকে। 

ধারাভাষ্যকার কেভিন পিটারসেন ও নিক নাইট সেই সময়েই প্রশ্ন তোলেন। নিক নাইটও একই প্রশ্ন তুলেছিলেন। কেপিকে বলতে শোনা গিয়েছিল, ''হর্ষিত রানা কীভাবে শিবম দুবের  লাইক ফর লাইক বদলি? দুবে তো আর পেসার নয়। হর্ষিত রানা পুরোদস্তুর পেস বোলার।''

পিটারসেনের কণ্ঠের প্রতিধ্বনি শোনা যায় নাইটের কথায়ও।

ইংল্যান্ডকে হারানোর পিছনে বড় অবদান রাখেন হর্ষিত রানা। খেলার শেষে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার এই নিয়ম নিয়েই প্রশ্ন তোলেন। বাটলার বলেন, ''কখনওই লাইক ফর লাইক পরিবর্ত এটা ছিল না। হয় শিবম দুবের বলের গতি ঘণ্টায় ২৫ মাইল বেড়ে গিয়েছে, নয়তো হর্ষিত রানার ব্যাটিংয়ের উন্নতি হয়েছে প্রভূত। এই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত নই।''

ম্যাচ শেষে বাটলার জানান, এই সিদ্ধান্ত নেওয়ার আগে ম্যাচ রেফারি তাঁদের সঙ্গে আলোচনা করেননি। তাঁরা এ বিষয়ে বিন্দুবিসর্গ জানতেন না। ইংল্যান্ড অধিনায়ক বলছেন,''আমাদের সঙ্গে এবিষয়ে কোনও আলোচনাই করা হয়নি। ব্যাট করার সময়ে আমি ভাবছিলাম হর্ষিতকে কার বদলে নেওয়া হল। পরে জানলাম এটা কনকাশন পরিবর্ত। এই পরিবর্তনের সঙ্গে আমরা একমত নই। এটা মোটেও লাইক ফর লাইক পরিবর্তন নয়।''

ম্যাচ রেফারি তাঁদের জানাননি। সম্পূর্ণ অন্ধকারে ছিলেন এই পরিবর্তন নিয়ে। বাটলারকে বলতে শোনা গিয়েছে, ''বিষয়টা জানার জন্য জাভাগল শ্রীনাথের সঙ্গে আমাদের কথা বলতে হবে।''

 
ভারত ম্যাচ জিতলেও কনকাশন পরিবর্ত নিয়ে বিতর্ক থেকে গেল চতুর্থ টি-টোয়েন্টিতে। 


#HarshitRana#JosButler#IndiavsEngland



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

আবার সে এসেছে ফিরিয়া! স্যান্টোসে নেইমারকে নিয়ে আবেগের বিস্ফোরণ, কেঁদেই ফেললেন ব্রাজিলীয় তারকা ...

ঋদ্ধির বিদায়ী ম্যাচে জিতল বাংলা, সতীর্থদের কাঁধে চেপে মাঠ ছাড়লেন লড়াকু কিপার...

মরশুমের অন্যতম সেরা পারফরম্যান্স প্রথমার্ধে, মুম্বইয়ের সঙ্গে ড্র করে বলছেন অস্কার ...

১২ বছর পর নামলেন রনজি খেলতে, জানুন রেলওয়েজের বিরুদ্ধে খেলায় কত টাকা পাবেন বিরাট ...

এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জয়, অভিষেকে চমক হর্ষিত রানার ...

একাধিক গোল মিস, ভাঙা দলে মুম্বই থেকে এক পয়েন্ট নিয়ে ফিরছে ইস্টবেঙ্গল...

প্রাথমিক বিপর্যয় সামলে 'ব্রাত্য' তারকার হাত ধরেই ম্যাচে ফিরল ভারত...

অনিশ্চিত রডরিগেজ, মিনি ডার্বির আগে অভিনব অনুশীলন মোহনবাগানে...

হারানোর কিছু নেই, অলআউট ঝাঁপানোর বার্তা দিলেন মেহরাজ...

অবিচারের শিকার হয়ে কি জাতীয় দল থেকে বাদ? বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন ঋদ্ধি ...

ফুটবলবিশ্বের কাছে তিনিই শ্রেষ্ঠ, কিন্তু রোনাল্ডোর ছেলের কাছে সেরা অন্য কেউ ...

একদিন জার্সি পুড়িয়ে পালিয়েছিলেন দেশ থেকে, পুনর্মিলন ম্যাচে নামলেন আফগান মহিলা ক্রিকেটাররা ...

কোহলিকে বল করতে দাও, গ্যালারি থেকে উড়ে এল ভক্তদের আর্তি, তার পরে যা হল......

ঋদ্ধির বিদায়ী ম্যাচে বাংলার বোলারদের দাপট, পাঞ্জাবের আনমোলের সেঞ্চুরি ...

১২ বছর পর রঞ্জিতে নামছেন কোহলি, কত নম্বরে ব্যাট করবেন? ...

এভাবেও কেউ রান আউটের সুযোগ নষ্ট করে! আজম খান করেন, না দেখলে বিশ্বাস করবেন না...

সত্যিই কি সামি ফিরল? অধিনায়ক সূর্যের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন আকাশ চোপড়া ...

'নামটাই কেবল ছিল ফ্রেন্ডশিপ ট্যুর..বন্ধুত্বপূর্ণ আর হল কোথায়...' সৌরভের মন্তব্যের পরে মুখ খুললেন শোয়েব, কী বলল...

ইডেনে নামছেন শেষ ম্যাচে, তার পরেই কি নাইটদের সহকারী কোচ? ঋদ্ধিমান সাহা কী বলছেন? ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



02 25